জার্মানিতে ফুটবল খেলায় মারামারি, একজন ‘ব্রেন ডেড'
৩১ মে ২০২৩বিজ্ঞাপন
এই ঘটনায় ফ্রান্স থেকে আসা দলের ১৬ বছর বয়সি একজনকে আটক করা হয়েছে৷ পুরো ঘটনার তদন্ত চলছে৷
পুলিশ এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, খেলা শুরুর বাঁশি বাজার পর খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়৷ এক পর্যায়ে ১৫ বছর বয়সি এক খেলোয়াড়ের মাথায় বা গলায় আঘাত লাগলে সে লুটিয়ে পড়ে৷ মাঠে জরুরি চিকিৎসা দেয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়৷ পরে চিকিৎসকরা তাকে ব্রেন ডেড ঘোষণা করেন৷
বার্লিন ও ফ্রান্স থেকে আসা দুটি দলের মধ্যে খেলাটি চলছিল৷
কোনো ব্যক্তি ঐ ঘটনার ভিডিও করে থাকলে তা পুলিশকে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি)