জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ইয়েনায় এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭৯ জন আহত হয়েছেন৷
বিজ্ঞাপন
ইয়েনা শহরে চতুর্থ বিভাগের এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শনিবার দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭৯ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ১০ জন পুলিশ, ৫ নিরাপত্তারক্ষী এবং বাকি ৬৪ জন ফুটবল ক্লাবদুটোর সমর্থক৷
সংঘর্ষের এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
ইউরোর সময় মাঠে বিয়ারের গ্লাস ছোড়ায় যত জরিমানা
ইউরো ২০২৪ জমে উঠেছে৷ অনেক ম্যাচে দর্শকদের গ্যালারি থেকে মাঠে বিয়ারের খালি গ্লাস, কৌটা ইত্যাদি ছুড়তে দেখা গেছে৷ এজন্য জরিমানা গুণতে হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে৷
ছবি: Lisi Niesner/REUTERS
জামানত নিয়ে নেই ভাবনা!
স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে আসা দর্শকেরা বিয়ার কিনলে গ্লাসের জামানত হিসাবে নেয়া হচ্ছে তিন ইউরো৷ এরপরও উদ্বেগ নেই দর্শকদের৷ দলের জয় উদযাপন কিংবা দলের প্রতি বিরক্তি প্রকাশ করতে গিয়ে সেই বিয়ারের গ্লাসগুলো ছুড়ে ফেলা হচ্ছে মাঠে৷ বিষয়টি যেমন দৃষ্টিকটু, তেমনি সেটি খেলোয়াড়দের প্রতি অসম্মানও৷
ছবি: Alex Livesey/Getty Images
জরিমানা
ইউরো ২০২৪-এর গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে মোট ১২ লাখ ইউরো বা ১২ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা৷ এর মধ্যে সাত লাখ ১৯ হাজার ৩৭৫ ইউরো বা প্রায় নয় কোটি টাকা জরিমানা করা হয়েছে মাঠে বিয়ারের খালি গ্লাসসহ বিভিন্ন উপকরণ ফেলার কারণে৷
ছবি: Clive Mason/Getty Images
প্রথম দিন থেকেই শুরু
এবারের ইউরোর প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড৷ ৫-১ গোলের বড় ব্যবধানে ফুটবলের পরাশক্তি জার্মানির কাছে বিধ্বস্ত হয় তারা৷ ক্ষুব্ধ দর্শকেরা মাঠে ছুড়ে মারেন বিয়ারের খালি গ্লাস৷ দর্শকদের দায় মাথায় নিয়ে উয়েফার কাছে জরিমানা গুণতে হয়েছে স্টকল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে৷ গ্রুপ পর্বের ৩৬ ম্যাচের মধ্যে ২৫টিতে দেখা গেছে এই দৃশ্য৷
ছবি: Jerry Andre/Jan Huebner/IMAGO
জরিমানায় এগিয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়া
যে ২৫টি ম্যাচে গ্লাস ছোড়া হয়েছে তার মধ্যে সাতটি ম্যাচে দুই পক্ষকেই গুণতে হয়েছে জরিমানা৷ গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে অংশ নিয়েছে৷ প্রতিটি ম্যাচের জরিমানা দিতে হয়েছে হাঙ্গেরি, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং সার্বিয়াকে৷ বিয়ারের গ্লাস ছোড়ার কারণে এককভাবে সবচেয়ে বেশি এক লাখ ৩৩ হাজার ১২৫ ইউরো জরিমানা দিয়েছে সার্বিয়া৷ সবমিলিয়ে বেশি অর্থাৎ দুই লাখ ২০ হাজার ৮৭৫ ইউরো গুণতে হয়েছে ক্রোয়েশিয়াকে৷
ছবি: Lisi Niesner/REUTERS
জরিমানা গুণতে হয়নি যাদের
এখন পর্যন্ত দর্শকের আচরণে জরিমানা গুণতে হয়নি তিনটি দেশকে৷ এগুলো হলো: ফ্রান্স, স্লোভাকিয়া ও স্পেন৷ ৪ জুলাই পর্যন্ত এই তিন দেশের দর্শকেরা খেলার মাঠে বসে ভদ্রলোকের পরিচয় দিয়েছে৷
ছবি: Michael Zemanek/Shutterstock/IMAGO
5 ছবি1 | 5
শনিবার জার্মানির চতুর্থ বিভাগের ফুটবল ক্লাব কার্ল জেইস ইয়েনা এবং কেমি লাইপসিশের মধ্যে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷ ইয়েনা শহরে অনুষ্ঠিত ওই ম্যাচে ৫-০ গোলে জয় পায় কেমি লাইপসিশ৷
ম্যাচকে কেন্দ্র করে শহরটিতে ৭ হাজার ২৪ জন সমর্থক সমবেত হন৷ এরমধ্যে কেমি সমর্থক ছিলেন এক হাজার ৮৪জন৷
খবরে বলা হয়, ম্যাচ শুরুর আগে প্রায় সাড়ে তিনশ সমর্থক শহরে মিছিল বের করে৷ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া শুরু করা ওই মিছিলে পটকাও ফোটানো হয়৷ মিছিল থামাতে এক পর্যায়ে হস্তক্ষেপ করে পুলিশ৷ লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়৷
ক্লাবগুলোরনিন্দা
সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে ক্লাব দুটো৷ যদিও তাদের নিন্দায় পরস্পরের সমর্থকদের উপর দায় চাপানোর প্রবণতা দেখা গেছে৷
এক বিবৃতিতে জেইস ইয়েনা ঘটনার দায় অতিথি সমর্থকদের উপর বর্তায় বলে দাবি করে৷ ক্লাবটির বিবৃতিতে বলা হয়, প্রায় ১২শ অতিথি সমর্থকের একটি দল জোর করে ইয়েনা সমর্থকদের এলাকায় ঢুকে পড়ে৷
এদিকে কেমি লাইপজিশ ক্লাবের দাবি, তাদের সমর্থকদের উপর পটকা ছুড়ে মারা হয়েছিল৷ ‘‘আমরা শারীরিক সহিংসতার, বিশেষ করে মানুষের উপর পটকা ছুড়ে মারার ঘটনার নিন্দা জানাই৷ আমাদের ফুবল ম্যাচে এমন ঘটনার কোনো স্থান নেই এবং আমরা তা সহ্য করবো না৷''