জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা ডিপিএ এবং এএফপিকে জানিয়েছে জার্মান সংসদের কয়েকটি সূত্র৷
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে৷ ওই প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে৷
তার আগে গত সপ্তাহে শলৎসের জোট সরকারে ভাঙন দেখা দেয়৷ জোটে থাকা এফডিপির সাংসদ ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিস্কার করেন চ্যান্সেলর ওলাফ শলৎস৷ এর প্রেক্ষিতে জোটের মধ্যে মত বিরোধ তৈরি হয়৷ আর জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এফডিপি৷
এই পরিস্থিতে ১৬ ডিসেম্বরে আস্থা ভোট অনুষ্ঠিত হবে৷ তবে ভাঙনের পর সংখ্যালঘু হয়ে পড়া শলৎস সরকার ভোটে আস্থা অর্জনে ব্যর্থ হবেন বলে মনে করা হচ্ছে৷
জার্মানিতে সবশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর৷ নির্বাচনের পর শলৎসের এসপিডি দল চার বছরের জন্য জোট সরকার গঠন করে৷ জোট সরকারের অংশ হয় সবুজ দল এবং ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি এফডিপি৷ কিন্তু মতপার্থক্যের জেরে তিন বছরের মাথায় জোট সরকারে ভাঙন দেখা দেয়৷
২০২৩ সালের ছবিঘর
জার্মান সরকার মেয়াদ পূরণ করতে পারবে?
একটি জরিপে অংশ নেয়া জার্মানদের প্রায় অর্ধেকই মনে করেন, বর্তমান জোট সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না৷ গত বৃহস্পতিবার প্রকাশিত এই জরিপে কারণ হিসেবে জোটের তিন দলের মধ্যে পরিবেশ নীতি ও বাজেট নিয়ে মতপার্থক্যের কথা বলা হচ্ছে৷
ছবি: Annegret Hilse´/REUTERS
২০২৫-এর আগেই
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির তিন দলীয় জোট সরকার কি তার মেয়াদ পূর্ণ করতে পারবে? জার্মান সংস্থা ফরসার জরিপে দেখা গেছে, ৪০ ভাগ জার্মান মনে করেন এই জোট ২০২৫ সালে তাদের মেয়াদ পূরণ হবার আগেই ভেঙে যাবে৷
ছবি: Johanna Geron/REUTERS
জোটে কোন্দল
জার্মান জোটে রয়েছে মধ্যবামপন্থি সামাজিক গণতন্ত্রী দল এসডিপি, পরিবেশবাদী গ্রিন পার্টি ও ব্যবসাবান্ধব দল ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি বা এফডিপি৷ মূলত পরিবেশ ও বাজেট বিষয়ে মতাপার্থক্যের কারণে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে৷
ছবি: Markus Schreiber/AP/picture alliance
হিটিং সিস্টেম নিয়ে বিরোধ
সম্প্রতি জার্মানির হিটিং সিস্টেমের একটি বিল নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে৷ গ্রিন পার্টির নেতৃত্বাধীন অর্থ মন্ত্রণালয় ২০২৪ সাল থেকে তেল ও গ্যাসভিত্তিক নতুন সব হিটিং সিস্টেম বাতিলের বিল আনে সংসদে৷ কিন্তু এফডিপি তাতে ব্যাপক সংশোধনের দাবি জানিয়ে এই বিলের বিরোধিতা করে৷
ছবি: Ina Fassbender/AFP
একে অপরের দিকে আঙুল
গ্রিন পার্টি জোটের অন্য দল এফডিপি ‘ব্লকেড পলিসি’ নিয়ে বসে আছে বলে অভিযোগ করেছে৷ এভাবে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত জোটের দলগুলো৷
ছবি: Florian Gaertner/photothek/IMAGO
নতুন নির্বাচনের পক্ষে
জরিপে অংশ নেয়াদের ৫৪ ভাগ মনে করেন, যদি জোট ভেঙে যায় তাহলে জার্মানির নতুন নির্বাচন দেয়া উচিত৷