1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন

Sanjiv Burman১২ নভেম্বর ২০২৪

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জার্মানির বড় রাজনৈতিক দলগুলো আগাম নির্বাচনের তারিখের বিষয়ে একমত হয়েছে৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস
ওলাফ শলৎসের সংখ্যালঘু জোট সরকার আস্থা ভোটে হারলে আগামী বছর নতুন নির্বাচন দেখবে জার্মানিছবি: Fabian Sommer/dpa/picture alliance

তার আগে গত সপ্তাহে ভেঙে যায় ওলাফ শলৎসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট

জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা ডিপিএ এবং এএফপিকে জানিয়েছে জার্মান সংসদের কয়েকটি সূত্র৷

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে৷ ওই প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে৷

তার আগে গত সপ্তাহে শলৎসের জোট সরকারে ভাঙন দেখা দেয়৷ জোটে থাকা এফডিপির সাংসদ ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিস্কার করেন চ্যান্সেলর ওলাফ শলৎস৷ এর প্রেক্ষিতে জোটের মধ্যে মত বিরোধ তৈরি হয়৷ আর জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এফডিপি৷

এই পরিস্থিতে ১৬ ডিসেম্বরে আস্থা ভোট অনুষ্ঠিত হবে৷ তবে ভাঙনের পর সংখ্যালঘু হয়ে পড়া শলৎস সরকার ভোটে আস্থা অর্জনে ব্যর্থ হবেন বলে মনে করা হচ্ছে৷   

জার্মানিতে সবশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর৷ নির্বাচনের পর শলৎসের এসপিডি দল চার বছরের জন্য জোট সরকার গঠন করে৷ জোট সরকারের অংশ হয় সবুজ দল এবং ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি এফডিপি৷ কিন্তু মতপার্থক্যের জেরে তিন বছরের মাথায় জোট সরকারে ভাঙন দেখা দেয়৷

২০২৩ সালের ছবিঘর

আরআর/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ