1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ‘ফেসবুক নিমন্ত্রণ’ বিড়ম্বনা

২৭ জুন ২০১১

জার্মানির হামবুর্গ শহরে কিছুদিন পর আর ট্রেনে মদ্যপান করা যাবেনা৷ যেদিন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, তার ঠিক একদিন আগে বিশেষ ‘ট্রেন পার্টি’র সিদ্ধান্ত নিয়েছে সেখানকার তরুণরা৷ ফেসবুকে চলছিল সেই উৎসবের জোর প্রস্তুতি৷

Symbolbild Facebook Aperitif-Partys
ছবি: picture-alliance/chromorange/ DW-Montage

সেপ্টেম্বরের ৩০ তারিখ এই মহা উৎসবের দিন ঘোষণা করেছে একদল ফেসবুকার৷ এই দিন ট্রেনে উৎসব হবে, মদ্যপান হবে৷ হামবুর্গের প্রশাসন এই নিয়ে যথেষ্টই চিন্তিত৷ কেননা, ইদানিং জার্মানির বিভিন্ন শহরে শুরু হয়েছে ‘ফেসবুক নিমন্ত্রণ' বিড়ম্বনা৷

এই মাসের শুরুর কথাই ধরুন৷ হামবুর্গে এক কিশোরির জন্মদিনে হাজির দেড় হাজার অনাকাঙ্খিত অতিথি! সেই তরুণী নাকি ফেসবুকে জন্মদিনের নিমন্ত্রণ জানিয়েছিলেন৷ কিন্তু সেই নিমন্ত্রণ ভুলে ‘‘প্রাইভেট'' থেকে ‘‘পাবলিক'' হয়ে যায়৷ মনের সুখে তাই, তরুণরা হাজির মেয়েটির বাড়ির সামনে৷ বুঝুন অবস্থা!

জুন মাসের ১৭ তারিখ জার্মানির ভুপাটাল শহরেও একই ঘটনা ঘটেছে৷ এক অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীর নিমন্ত্রণে সেশহরে জড়ো হয় ৮০০ মানুষ৷ তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ গোল মরিচের গুড়া ব্যবহার করেছে৷ অন্যদিকে, পুলিশকে লক্ষ্য করে আতশবাজি, বিয়ারের ক্যান ছুড়েঁছে অনাকাঙ্খিত ফেসবুক অতিথিরা৷ ফলাফল: ৪১ জন আটক, ১৬ জন আহত, আর জার্মান করদাতাদের ১২০,০০০ ইউরো গচ্চা৷ কারণ, ওই পয়সা খরচ করে পরদিন শহর পরিষ্কার করতে হয়েছে৷

ভুপাটাল কর্তৃপক্ষ এবার আরেক ফেসবুক পার্টি আগেভাগেই নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে৷ ১ জুলাই এক তরুণের জন্মদিনে সেশহরে হাজির হওয়ার ঘোষণা করেছে ১,৬০০ ফেসবুকার৷

যাহোক, বলছিলাম হামবুর্গের কথা৷ সেখানকার শহর পরিবহন সংস্থা ‘হামবুর্গার হকবান' জানিয়েছে, তারা ফেসবুক ট্রেন পার্টির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য সংস্থার সঙ্গেও আলোচনা চলছে৷

ইতিমধ্যে অবশ্য ১৯,০০০ ফেসবুকার ট্রেন পার্টিতে যোগ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে৷ তবে, জার্মানির বিল্ড পত্রিকা জানাচ্ছে, এই পার্টির নিমন্ত্রণপত্র ফেসবুকে আর দেখা যাচ্ছে না৷ যদিও তাতে তরুণদের আগ্রহে মোটেই ভাটা পড়েনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ