1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিনের কেনাকাটা

কাট্রিনস্লাভিংগার/আরবি২১ ডিসেম্বর ২০১২

আর কয়েক দিন পরেই বড় দিন বা ক্রিসমাস উত্সব৷ তাই সবাই এখন শেষ মূহূর্তের কেনাকাটায় ব্যস্ত৷ বড় বড় শহরের দোকান পাটে উপচে পড়ছে মানুষের ভিড়৷ কাকে কী উপহার দেওয়া যায়, মাথা ঘামিয়ে কূল কিনারা পাচ্ছে না মানুষ৷

ছবি: picture-alliance/dpa

বড়দিন উপলক্ষ্যে জার্মানির চারিদিকে সাজ সাজ রব পড়ে গেছে বেশ কয়েক সপ্তাহ ধরে৷ অনেক বাড়ির জানালায় দেখা যাচ্ছে আলোর মালা৷ অফিস, আদালতে শোভাবর্ধন করছে আলোক সজ্জিত ‘ক্রিসমাস ট্রি'৷ শহরের কেন্দ্রস্থল ও দোকানপাটও ঝকমক করছে৷ কনকনে শীতের আলো-আঁধারিকে অনেকটা কাটিয়ে দিতে পারছে এই দীপসজ্জা৷

জার্মানির রাজধানী বার্লিনসহ বড় বড় শহরগুলিতে এখন চোখে পড়ে ব্যস্ত মানুষের ঢল৷ আর সপ্তাহান্ত হলে তো কথাই নেই! আনন্দের চেয়ে উৎকণ্ঠাই যেন অনেকের চোখে মুখে বেশি৷ শেষ মুহূর্তে সবার মন রক্ষা করা যাবে তো? হ্যাঁ এই হচ্ছে বড়দিনের কেনাকাটার সমাপ্তি লগ্নের চিত্রটা৷ তবে ব্যবসায়ীরা খোশমেজাজে থাকেন এই সময়টাতে৷ কারণ বছরের এই দিনগুলিতে তাদের ব্যবসা হয় সবচেয়ে ভালো৷

অনেকের একই চিন্তা

বার্লিনের আনিয়া বাখহোফার সপ্তাহান্তে ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে কেনাকাটা করবেন বলে ঠিক করেছেন৷ কিন্তু তিনি শুধু একাই নন, আরোহাজার হাজার পরিবার একই চিন্তা করছেন৷ তাই মানুষের স্রোতে শহরের কেন্দ্রে ও বড়বড় মলগুলিতে তিল মাত্র জায়গা পাওয়া যায় না৷ থরে থরে সাজানো জিনিসপত্র৷ কসমেটিক্স সামগ্রী, অলঙ্কার, বইপত্র, খেলনা, ইলেকট্রনিক জিনিসপত্র – কী নেই?

ক্রিসমাসের আগে কাপড় চোপড়ের বিক্রি ব্যবসাই ভালো হয়ছবি: picture-alliance/dpa

অনলাইনে কেনাকাটা সুবিধাজনক হলেও তা আনিয়া বাখহোফার-এর মনঃপূত নয়৷ এর কারণটাও জানালেন তিনি, ‘‘দোকানপাটে ঘোরাঘুরি করাটাও তো মজার, কতরকম আইডিয়া পাওয়া যায়৷ আর বড় দিনের সময় তো কথাই নেই৷ বাচ্চারাও উপভোগ করে তা৷ এই সুযোগে ছেলে-মেয়েদের নিয়ে বড়দিনের বাজারটাতেও একটু ঘুরে দেখা যায়৷ সবাই মিলে একটা সুন্দর দিন উপভোগ করি আমরা৷''

ক্রিসমাসের আগে কাপড় চোপড়ের বিক্রি ব্যবসাই ভালো হয়৷ দামি বুটিক থেকে শুরু করে বড় বড় দোকানের মালিকরাও তাদের ব্যবসায় সন্তুষ্ট৷ অলঙ্কার ও খেলাধুলার সামগ্রীও ভালো বিক্রি হয়৷

হাজার মানুষের ভিড়

অনেক ব্যবসায়ী জিনিসপত্র বিক্রি করে কুলিয়ে উঠতে পারেন না৷ বার্লিনের ব্যবসায়ী সমিতির মুখপাত্র নিল্স বুশ- পেটারসেন এই প্রসঙ্গে জানান, ‘‘বড় বড় দোকানগুলিতে সপ্তাহান্তে ৮০ হাজার থেকে এক লাখ মানুষের সমাগম হয়৷ সারা শহরে ১০ লাখ মানুষ এখন বাড়ির বাইরে৷ বার্লিনবাসী ছাড়াও পর্যটকদের আনাগোনাও এই শহরে কম নয়৷''

ব্যবসা-বাণিজ্যের জন্য ক্রিসমাসের আগের সপ্তাহগুলিই বছরের সেরা সময়৷ বছরের অন্যান্য সময়ের চেয়ে একেবারেই ভিন্ন আমেজ৷ লাভের অঙ্কটাও কম নয়৷

বাখহোফার পরিবার দোকান দোকানে আড়াই ঘণ্টা ঘোরাঘুরির পর কিছুটা ক্লান্ত, কিন্তু আনন্দের কমতি নেই তাদের৷ দুশো ইউরোর বেশি খরচ হয়েছে৷ দোকানের মালিকরা তুষ্ট এতে৷

উপহার কেনা সহজ নয়

বার্লিনের ডিপার্টমেন্টাল স্টোর কাউফহোফ-এর ম্যানেজার টরস্টেন ক্রুসে বলেন, ‘‘গত বছর থেকেই একটা প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে৷ তা হলো, উপহারসামগ্রী কিছুদিন আগে থেকেই কিনতে থাকে মানুষ, বিশেষ করে খেলাধুলার সামগ্রী৷ কেননা যে সব জিনিস কিনতে চায় ক্রেতারা, তা অনেক সময় পাওয়া যায় না৷ আজকাল এটা বেশি করে লক্ষ্য করা যাচ্ছে৷''

প্রথমদিকে অবশ্য অনেকেই ‘উইন্ডো শপিং'-এ আসেন৷ শেষের দিকে কেনাটাই প্রাধান্য পায়৷ আনিয়া বাখহোফার জানান, ‘‘আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি, যেগুলি উপহারের টেবিলে সাজিয়ে রাখা যেত৷ আজ অবশ্য আমরা বেশি কেনাকাটা করিনি৷ অবশ্য সময় তো আর বেশি নেই৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ