1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বর্ষবরণে পুলিশ-হত্যার চেষ্টা

২ জানুয়ারি ২০২০

জার্মানির লাইপসিশে বর্ষবরণ উৎসব চলার সময় কিছু লোক পুলিশদের ওপর পটকা, আতশবাজি ইত্যাদি নিয়ে হামলা চালায়৷ এতে এক পুলিশ কর্মী গুরুতর আহত হয়৷ তাকে হত্যা-চেষ্টা অভিযোগের তদন্ত চলছে৷

Neujahr - Leipzig Connewitz Polizist verletzt
ছবি: picture-alliance/dpa/S. Willnow

বুধবার খুব ভোরে লাইপসিশের কনেভিৎস জেলায় এ ঘটনা ঘটে৷ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত দুই নারীসহ সাতজনকে আটক করা হয়েছে৷

স্যাক্সনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোলান্ড ভ্যোলার বলেছেন, ‘‘এটা মানুষের জীবনের ওপর সচেতন এবং পরিকল্পিত হামলা৷'' লাইপসিশের মেয়র বুরখার্ড য়ুং মনে করেন পুলিশের ওপর এমন হামলা ‘‘অপরাধমূলক সহিংসতার সহিংস প্রকাশ৷'' দু'জনই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷

লাইপসিশে বামপন্থিরা শক্তিশালী৷সেখানে মারামারির ঘটনা নতুন কিছু নয়৷ পুলিশের ওপর হামলার সঙ্গেও বামপন্থিরা জড়িত বলে ধারণা করা হচ্ছে৷

২০২০ সালকে উৎসবের আনন্দে বরণ করার দিনে আরেকটি হামলার খবর এসেছে লাইপসিশ থেকে৷ বিশ্ববিখ্যাত সেন্ট টোমাস গির্জার বেশ কিছু জানালা কে বা কারা ঢিল মেরে ভেঙে ফেলে৷এ ঘটনারও তদন্ত শুরু হয়েছে৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ