1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বাংলাদেশকে কেন্দ্র করে জলবায়ু সম্মেলন

৭ জুলাই ২০১১

জার্মানির সাবেক রাজধানী বন’এ আগামী ২১ থেকে ২৩ জুলাই বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে৷ বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন এই সম্মেলনে৷

"The Haors Region in North-east Bangladesh is subject to flooding every year. Flood waters subemerges crop fields and other areas, causing severe loss of livelihoods in poor communities" Bildzulieferer: Anke Rasper
জলবায়ু পরিবর্তনের ফলে তলিয়ে যেতে পারে বাংলাদেশের বেশ কিছুটা অংশছবি: Sophie Tarr

সম্মেলনের শিরোনাম, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্লাইমেট চেইঞ্জ - এফেক্টস অ্যান্ড এনার্জি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, সংক্ষেপে আইসিসিইবি৷ এই উপলক্ষে ৬ জুলাই বন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পেছনে প্রচলিত জ্বালানি বিশেষ ভূমিকা পালন করছে৷ তাই তারা চাইছেন, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ুক৷ কারণ বাংলাদেশের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি৷

আগামী ২১ থেকে ২৩ জুলাই বন শহরে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই প্রসঙ্গে আইসিসিইবি'র মহাসচিব মাজহারুল ইসলাম বলেন, ‘‘এটি একটি সাইন্টেফিক কনফারেন্স৷ আমাদের কনফারেন্সের বিভিন্ন টপিকের উপরে আর্টিকেল আমরা গ্রহণ করেছি৷ এছাড়া কনফারেন্সের তিনটি প্যানেল শেষ মুহূর্ত পর্যন্ত যে আলোচনাগুলো তা ধারণ করা হবে৷ বাংলাদেশের ভবিষ্যতের জন্য এবং পৃথিবীর ক্লাইমেট চেইঞ্জ মোকাবিলা এবং এনার্জি ডেভেলপমেন্ট বিষয়ে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, তা নিয়ে রেজ্যুলেশন হবে৷''

জার্মানির বন শহরে আইসিসিইবি সম্মেলন সম্পর্কে বলছেন বক্তারাছবি: DW

আয়োজকরা মনে করছেন, বাংলাদেশের বর্তমান উন্নয়নের ছবি ফুটিয়ে তুলতেও এই সম্মেলন বিশেষ ভূমিকা পালন করবে৷ সম্মেলনের কো-চেয়ারম্যান গোলাম আবু জাকারিয়া বলেন, ‘‘এখন বাংলাদেশ সর্বকালের সবচেয়ে ভালো অবস্থানে আছে৷ কারণ আমাদের জনসাধারণ ৭২ সালের চেয়ে দ্বিগুন হওয়ার পরেও আমাদের প্রো ইনকাম ভালো৷ দেশের উন্নতি হচ্ছে৷''

বন শহরে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ড. ভল্ফগাং-পেটার সিঙেল৷ তাঁর মতে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং এরফলে সম্ভাব্য ক্ষতির দিক নিয়ে অনেক আলোচনা হচ্ছে৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের তরুণ গবেষকরা নিজেদের মধ্যে এবং আমাদের সঙ্গেও এই বিষয়টি নিয়ে যোগাযোগ করছে৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলার সুযোগ তৈরি করতে তারাও তৎপর৷''

উল্লেখ্য, বন শহরে এই জলবায়ু সম্মেলনের আয়োজক যথাক্রমে বিএসইজেড এবং বিইএন- জার্মানি৷ এছাড়া সহযোগিদের তালিকায় রয়েছে বন বিশ্ববিদ্যালয়৷ সম্মেলনের ওয়েবসাইটের ঠিকানা: icceb.info৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ