ডিজিটাল বিশ্ব‘জার্মানিতে বাকস্বাধীনতা চর্চা করতে পারছি’01:46This browser does not support the video element.ডিজিটাল বিশ্বআরাফাতুল ইসলাম25.05.2017২৫ মে ২০১৭জীবন বাঁচাতে প্রায় দুই বছর বিভিন্ন দেশে কাটানোর পর এখন জার্মানিতে অবস্থান করছেন ইস্টিশন ব্লগের প্রতিষ্ঠাতা নুর নবী দুলাল৷ সম্প্রতি তাঁর পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন তাঁর সঙ্গে৷ নিজেকে এখন নিরাপদ ভাবলেও দুলাল উদ্বিগ্ন দেশে থাকা তাঁর সতীর্থদের জন্য৷লিংক কপিবিজ্ঞাপন