1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

জার্মানিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা

২৬ নভেম্বর ২০১৬

জার্মানির উত্তরাঞ্চলের স্লেসভিগ-হোলস্টাইন রাজ্যের দু'টি খামারে ৮,৮০০ রাজহাঁস হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে৷ এদের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়৷

Deutschland Vogelgrippe
ছবি: picture-alliance/dpa/B. Wüstneck

তবে কেবল উত্তরাঞ্চলেই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের সংক্রমণের খবর আসছে৷ আর সেসব নিবন্ধিত করছে কর্তৃপক্ষ৷ কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, একটি খামারেই অন্তত ১৮০০ রাজহাঁসের শরীরে অল্প মাত্রার এইচ-৫ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ হয়েছে৷ তারা বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখছেন এদের কারো শরীরে উচ্চ মাত্রার এইচ৫এন৮ ভাইরাস আছে কিনা৷ অন্য একটি খামারে ৭ হাজার রাজহাঁসের শরীরে এইচ৫ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়৷ এরইমধ্যে হাঁসগুলোকে ঐ দু'টি খামার থেকে সরিয়ে নেয়া হয়েছে৷

জার্মানির আইন অনুযায়ী, খামারের কোনো পাখি/হাঁস বা মুরগির দেহে খুব কম মাত্রায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলেও সেই পাখিগুলোকে মেরে ফেলতে হবে৷ সাধারণত এইচ-৫ ও এইচ-৭ কে কম ক্ষতিকর ভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়৷ তবে মন্ত্রণালয় বলছে, উত্তরাঞ্চলের বেশ কিছু সিগালের দেহে বিপদজনক এইচ৫এন৮ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে৷

গত সপ্তাহে একই রাজ্যে বার্ড ফ্লু'র কারণে ৩০ হাজার মুরগি মেরে ফেলা হয়েছে৷ নভেম্বরের ৮ তারিখে জার্মানিতে পাখির দেহে প্রথম এইচ৫এন৮ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়৷ এ পর্যন্ত জার্মানির ১০ টি রাজ্যের বন্য পাখির দেহে এই ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছে৷ অন্যদিকে, ইউরোপীয় বেশ কয়েকটি দেশেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে৷

বন্য পাখির মাধ্যমেই এই শীতে দ্রুত ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু৷ বিশেষজ্ঞরা বলেন, এইচ৫এন৮ ভাইরাস মানবদেহের জন্য ক্ষতিকর নয়৷ কিন্তু এই ঘটনা জার্মানির খামারিদের মধ্যে ভীতির সঞ্চার করেছে৷ তাঁরা তাঁদের পোলট্রি সামলাতে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করছেন৷ সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, ক্রিসমাসের সময়টাই খামারিদের জন্য লাভজনক সময়৷ আর এই সময়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা৷ 

টিমোথি জোনস/এপিবি

আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ