জার্মানিতে বিদেশিদের উপর হামলার বিচার শুরু
৩০ সেপ্টেম্বর ২০১৯২১ থেকে ৩২ বছর বয়সি ঐ আটজন কট্টর ডানপন্থি ‘রেভুলিউশন কেমনিৎস' গোষ্ঠীর সদস্য৷
গতবছর সেপ্টেম্বরে একটি ‘ডানপন্থি সন্ত্রাসী সংগঠন গড়ে তোলার' অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে৷ আগামী বছরের এপ্রিল পর্যন্ত বিচার প্রক্রিয়া চলতে পারে৷
গতবছর আগস্টে আলা এস. নামে এক সিরীয় আশ্রয়প্রার্থীর ছুরিকাঘাতে ডানিয়েল এইচ. নামের এক জার্মান প্রাণ হারান৷ ঐ ঘটনার প্রতিবাদে কেমনিৎসে অভিবাসনবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়েছিল৷ সম্প্রতি সিরীয় ঐ নাগরিককে সাড়ে নয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷
কৌঁসুলিদের অভিযোগ, সোমবার বিচার শুরু হওয়া আটজনের মধ্যে পাঁচজন গতবছর সেপ্টেম্বরে কেমনিৎসে বসবাসরত বিদেশিদের উপর ‘কাচের বোতল, ওয়েটেড নাকল গ্লাভস (একধরনের অস্ত্র) ও ইলেক্ট্রোশক অ্যাপ্লায়েন্স' নিয়ে হামলা করেছিলেন৷ ঐ ঘটনা অক্টোবরের ৩ তারিখ বার্লিনে বড় হামলার পরিকল্পনার ‘পরীক্ষামূলক ব্যবস্থা' ছিল বলেও মন্তব্য করেন তারা৷
অক্টোবরের ১ তারিখ ঐ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ৷
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নীতির কারণে ২০১৫ সালে প্রায় এক মিলিয়ন শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছিল৷ সাক্সোনি রাজ্যের অনেক মানুষ ম্যার্কেলের ঐ নীতির কঠোর সমালোচনা করেছিলেন৷ সে কারণে ঐ রাজ্যে কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি' বা এএফডি ও ইসলামবিরোধী সংগঠন পেগিডা বেশ জনপ্রিয়৷ সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য নির্বাচনে সাড়ে ২৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে এএফডি৷
এদিকে, জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার সম্প্রতি বলেছেন, ডানপন্থি জঙ্গিরা এখন ‘ইসলামী মৌলবাদের মতোই বড় হুমকি' হয়ে উঠছে৷
গত সপ্তাহান্তে সেহোফার জানান, ডানপন্থিদের নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ ২০১৮ সালে এক হাজার ৯১টি অস্ত্র উদ্ধার করেছিল৷ ২০১৭ সালে সংখ্যাটি ছিল মাত্র ৬৭৬টি৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)