জার্মানির বিভিন্ন বিমানবন্দরে করোনা পরীক্ষা কেন্দ্রগুলোতে বাধ্যতামূলক করোনা পরীক্ষা চলছে৷ টেস্ট কিটের সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই এবং অপেক্ষার সময়ও অনেক কমে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
বিজ্ঞাপন
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা শুরু হয় শনিবার থেকে৷ এরই মধ্যে বেশ কিছু দেশকে উচ্চঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে জার্মানি৷ সবশেষ এ তালিকায় যুক্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়া ও বুলগেরিয়াকেও৷
জার্মানির বৃহত্তম বিমানবন্দর ফ্রাংকফুর্টের অপারেটররা জানিয়েছেন তারা করোনা পরীক্ষায় কোনো সমস্যার মুখোমুখি হননি৷ বার্তাসংস্থা ডিপিএকে জার্মান রেডক্রসের প্রধান বেনেডিক্ট হার্ট জানান, ‘‘গত কয়েকদিনের চেয়ে পরীক্ষা কিছুটা বেড়েছে৷ আমাদের কাছে কোনো যাত্রী অবিযোগ করেননি৷’’
হামবুর্গ কর্তৃপক্ষও একই তথ্য জানিয়েছে৷ খুব বেশি হলে একেকজন যাত্রীকে আধা ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দরটি৷ রাজধানী বার্লিনের দুটি বিমানবন্দর টেগেল ও শ্যোনেফেল্ডের পাশাপাশি কেন্দ্রীয় বাস স্টেশনেও করোনা পরীক্ষা করা হচ্ছে৷
জার্মানির বিমানবন্দরে করোনা টেস্ট: যা যা জানা প্রয়োজন
ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে জার্মানিতে আসা যাত্রীদের বিমানবন্দরেই করোনা টেস্ট করানো বাধ্যতামূলক করেছে সরকার৷ ৮ আগস্ট থেকে তা কার্যকর হবে৷ এ সম্পর্কে কিছু বিষয় জানা খুব প্রয়োজন৷
ছবি: Reuters/F. Bensch
নতুন পরীক্ষা-নীরিক্ষা
৬ আগস্ট জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ঘোষণা দেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা যাত্রীদের দীর্ঘ করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে৷ তবে যারা করোনা ‘নেগেটিভ’ সার্টিফিকেট আনবেন, তারা জার্মানিতে প্রবেশ করতে পারবেন৷ তবে সেই সার্টিফিকেট দুই দিনের বেশি পুরোনো হলে চলবে না৷
ছবি: Getty Images/T. Lohnes
কাদের পরীক্ষা হবে?
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ জার্মানির প্রধান সব বিমানবন্দরে এই ব্যবস্থা রাখা হয়েছে৷ বিমানবন্দরে পরীক্ষার ব্যবস্থা না থাকলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷
ছবি: Getty Images/T. Lohnes
অন্য দেশ
যেসব দেশ করোনা ‘ঝুঁকিমুক্ত’ সেসব দেশের যাত্রীদের করোনার লক্ষণ দেখা না গেলে কোনো পরীক্ষার মধ্য দিয়ে আপাতত যেতে হচ্ছে না৷ এমনকি তাদের কোয়ারান্টিনেও থাকতে হচ্ছে না৷
ছবি: picture-alliance/dpa/T. Reiner
টাকা কে দেবে?
যাত্রীদের করোনা পরীক্ষার ব্যয় বহন করবে জার্মান সরকার৷
ছবি: Reuters/F. Bensch
কোয়ারান্টিন
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা প্রত্যেক যাত্রীকেই ১৪ দিনের কোয়ারান্টিনে থাকবে হবে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Probst
ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা
প্রতিদিনের তথ্যের উপর ভিত্তি করে করোনায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা করছে জার্মান জনস্বাস্থ্য সংস্থা৷ যেসব দেশে সংক্রমণের হার বেশি, সেগুলো ঝুঁকির তালিকায় শীর্ষে রয়েছে৷ এখন পর্যন্ত তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, স্পেনের উত্তরাঞ্চলের কিছু এলাকা, উত্তর মেসিডোনিয়া, ইসরায়েল, ইরান, তুরস্ক, ভারত এবং দক্ষিণ কোরিয়া৷ বেলজিয়ামের এন্টোয়ার্প প্রদেশও আছে তালিকায়৷
ছবি: Getty Images/T. Lohnes
6 ছবি1 | 6
বিমানবন্দরে অবতরণের পরই এই করোনা পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে৷ এছাড়াও জার্মানি আসার তিন দিনের মধ্যে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রেও করোনা টেস্ট করতে পারছেন যাত্রীরা৷
প্রশংসা এবং অভিযোগ
জার্মানির চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন মারবুর্গার বুন্ড এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ সংগঠনের চেয়ারওম্যান সুজানে ইয়োনে বলেন, ‘‘যারা ঝুঁকিপূর্ণ ব্যবহারের মাধ্যমেঅন্যদেরও ঝুঁকিতে ফেলেন, তাদের জন্য স্বেচ্ছায় করোনা পরীক্ষার বদলে বাধ্যতামূলক পরীক্ষার ব্যবস্থা অনেক ভালো৷’’
তবে অন্য কিছু সংগঠন কিছু সিদ্ধান্তের সমালোচনাও করছে৷ ডি ভেল্ট সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে জার্মান অ্যাসোসিয়েশন অব জেনারেল প্র্যাকটিশনারস এর চেয়ারম্যান উলরিখ ভাইগেলড্ট বলেন, ‘উচ্চঝুঁকি' বলতে কী বোঝানো হচ্ছে তা পরিষ্কার নয়৷ পাশাপাশি অনেক জেনারেল প্র্যাকটিশনারেরই করোনার পরীক্ষা করার সামর্থ্য সীমিত৷
মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, রাশিয়াসহ ১৩০টি দেশকে উচ্চঝুঁকির তালিকায় রেখেছে জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট৷ ইউরোপীয় ইউনিয়নে উচ্চঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে লুক্সেমবুর্গ, বেলজিয়ামের আন্টভের্প, স্পেন ও রোমানিয়ার কিছু অঞ্চল এবং বুলগেরিয়া৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে সংক্রমণ ৫০ এর ওপরে হলে সেই দেশকে উচ্চঝুঁকি তালিকায় রাখা হচ্ছে৷
গত কয়েক সপ্তাহ ধরে জার্মানিতে সংক্রমণ বেড়ে চলেছে৷ বিশেষজ্ঞরা এরই মধ্যে দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার কথা জানিয়েছেন৷ মে মাসের পর এই প্রথম দেশটিতে প্রতিদিন এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন৷ এখন পর্যন্ত জার্মানিতে দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন নয় হাজারেরও বেশি৷
ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশেই এখন অন্য দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার বাধ্যতামূলক নিয়ম করা হচ্ছে৷ তবে প্রতিনিয়তই তালিকা ও নিয়মে পরিবর্তন আসায় কোনো দেশে যাওয়ার আগে যাত্রীদের সে দেশের সবশেষ নিয়ম সম্পর্কে খোঁজ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার পারমর্শ দেয়া হচ্ছে৷
অস্ট্রিয়া আসার আগের ১০ দিন যারা বিশেষ কিছু দেশ থেকে এসেছেন, তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হয়৷ তবে সে সার্টিফিকেট ৭২ ঘণ্টার আগের হলে চলবে না৷ দেশটি এখনও সুইডেন ও পর্তুগালের মতো বেশ কিছু দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে৷
কিছু দেশকে রেড জোন ঘোষণা করে সেসব দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক টেস্ট ও ১৪ দিনের কোয়ারান্টিনে থাকার নিয়ম চালু করেছে বেলজিয়াম৷ বুলগেরিয়া, সাইপ্রাস, ফ্রান্স, স্পেন, গ্রিস, ইটালিসহ ইউরোপের প্রায় সব দেশেই রয়েছে এমন কড়াকড়ি৷ বেশিরভাগ দেশই নিজেদের একটি তালিকা তৈরি করে উচ্চঝুঁকির দেশগুলো থেকে আসা যাত্রীদের জন্য বিশেষ নিয়ম চালু করেছে৷ কোনো কোনো দেশে বিমানবন্দরে পরীক্ষার ব্যবস্থা থাকলেও বেশিরভাগ দেশই যাত্রীদের কাছ থেকে আগেই করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে৷
এডিকে/কেএম (ডিপিএ, রয়টার্স)
করোনার নতুন হানা যেসব দেশে
কোভিড-১৯-এ মৃত্যু সাত লাখ ছাড়িয়েছে৷ সংক্রমিতের সংখ্যা দুই কোটি ছুঁতে খুব বেশি দিন লাগবে বলে মনে হয় না৷ যেসব দেশে কমতে শুরু করেছিল, সেসব দেশেও নতুন করে শুরু হয়েছে করোনার হানা৷
ছবি: picture-alliance/dpa/M. Frankenberg
জার্মানি
জার্মানির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কখ ইন্সটিটিউট (আরকেআই) জানাচ্ছে, দেশটিতে করোনা আবার ফিরছে এমন ইঙ্গিত দেখা দিয়েছে৷ গত তিন মাসের মধ্যে একদিনে সবচেয়ে বেশি ১০৪৫ জন করোনা পজিটিভ হয়েছেন গত বৃহস্পতিবার৷ দিনে এক হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণ সর্বশেষ ধরা পড়েছিল গত এপ্রিলে৷ তখন অবশ্য দিনে মোট ছয় হাজার মানুষের দেহে সংক্রমণ ধরা পড়াও ছিল প্রায় নিয়মিত ঘটনা৷
ছবি: Getty Images/AFP/T. Kienzle
ইউক্রেন
এদিকে ইউক্রেনে দিনে সবচেয়ে বেশি সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়েছে৷ ২৪ ঘণ্টায় ১৩১৮ জন করোনা পজিটিভ হয়েছেন এই সপ্তাহে৷ ইউক্রেনে এমনটি আগে কখনো ঘটেনি৷
ছবি: picture-alliance/dpa/TASS/A. Marchenko
পোল্যান্ড
পোল্যান্ডের পরিস্থিতিও খারাপের দিকে৷ সেখানে ৬৮০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার৷ সংখ্যাটা শিগগিরই যে ৭০০ ছাড়াবে তাতে কোনো সন্দেহ নেই৷
ছবি: picture-alliance/NurPhoto/B. Zawrzel
বেলজিয়াম
বেলজিয়ামের একাংশ আর স্পেনেও সংক্রমণ আবার বাড়ছে৷ বেলজিয়ামের এন্টোয়ার্প প্রদেশে তাই জার্মানি থেকে ভ্রমণে যাওয়া নিরুৎসাহিত করা হয়েছে৷
ছবি: picture-alliance/NurPhoto/J. Raa
স্পেন
পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত এখন স্পেন৷ গত শুক্রবার তারা যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে৷ স্পেনের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে সুইজারল্যান্ড সরকার৷ সুইজারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, কেউ স্পেন সফর করে ফিরলে তাকে অন্তত ১০ দিন কোয়ারান্টিনে থাকতে হবে৷
ছবি: imago images/ZUMA Wire/J. Sanz
আফ্রিকা
গাম্বিয়ায় করোনা সংক্রমণ হুট করে ৬০ ভাগ বেড়ে গেছে৷ আর তাই সারা দেশে তিন সপ্তাহের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার৷
ছবি: picture-alliance/AP Photo/S. Sibeko
আফ্রিকা
গাম্বিয়ায় করোনা সংক্রমণ হুট করে ৬০ ভাগ বেড়ে গেছে৷ আর তাই সারা দেশে তিন সপ্তাহের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার৷
ছবি: imago images/X. Zheng
ল্যাটিন অ্যামেরিকা
করোনা সংক্রমণে ইউরোপকে ছাড়াতে চলেছে ল্যাটিন অ্যামেরিকা৷ মহাদেশটিতে সংক্রমিতের সংখ্যা ইতিমধ্যে দুই লাখ আট হাজার ছাড়িয়েছে৷