1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বিমানের অভিবাসনবিরোধী ‘ডামি টিকেট', তদন্তে পুলিশ

১৬ জানুয়ারি ২০২৫

উগ্র ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি)-র একটি নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে জার্মানিতে বিতর্ক শুরু হয়েছে।

জার্মানির অতি-ডানপন্থি দল এএফডি এর লোগো
জার্মানির অতি-ডানপন্থি দল এএফডি অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিতছবি: dpa

দলটির একাংশের কর্মীরা ২৩ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিমানের ডামি টিকেট নির্বাচনি লিফলেট আকারে প্রচার করছে।

এর মাধ্যমে তারা অভিবাসীদের প্রত্যাবাসন করে জার্মানিকে তার নাগরিকদের জন্য অধিকতর নিরাপদ করার অঙ্গীকার প্রচার করছে। ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে কাজ করছে জার্মান পুলিশ।

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কার্লসরুহেতে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলে আনুমানিক ৩০ হাজার বিমানের টিকেট-সদৃশ লিফলেট বিতরণ করেছে এএফডি। পুলিশ একটি ফৌজদারি মামলা করে বিষয়টির তদন্ত করছে।

নির্বাচনি প্রচারণা পত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখতে বিমানের বোর্ডিং পাসের মতো। সেখানে লেখা ছিল, ‘‘এটি  জার্মানি থেকে অভিবাসীদের নিজ দেশে যাওয়ার ওয়ান ওয়ে টিকেট' এবং যাত্রীর নামের জায়গায় লেখা ছিল 'অবৈধ (অনিয়মিত) অভিবাসী'। বোর্ডিং পাসটিতে যাত্রার তারিখ দেয়া ছিল ফেব্রুয়ারি ২৩। ২৩ ফেব্রুয়ারি জার্মানির আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এএফডির কার্লসরুহে শহরের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের নির্বাচনি প্রচারণার কথা স্বীকার করেছেন। জার্মানির বামপন্থি দল 'ডি লিংকে'র কয়েকজন রাজনীতিবিদ বলেছেন, অভিবাসনের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন বাসিন্দাদের তাদের বাড়ির চিঠির বাক্সেও এ ধরনের প্রচারপত্র বিলি করেছে এএফডি।

বেশ কয়েকটি জনমত জরিপ অনুযায়ী, জনপ্রিয়তার দিক থেকে এএফডি এ মুহূর্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এসএইচ/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ