1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি

লেখক: সঞ্জীব বর্মন, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক১৬ মার্চ ২০০৯

জার্মানি, বাংলাদেশ বা ভারত – ফুটবলের জনপ্রিয়তা কোথাও কম নয়৷ ইদানিংকালে নারীদের ফুটবলের জনপ্রিয়তাও বেড়ে চলেছে৷ জার্মানিতে চলছে ২০১১ সালের বিশ্বকাপের প্রস্তুতি৷

ফাইল ফটোছবি: picture-alliance / dpa

২০১১ সালে জার্মানিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের আসর৷ পুরুষ নয় – নারীদের ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বসবে জার্মানিতে৷ ২০০৭ সালে চিনের শাংহাই শহরে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল জার্মান নারীদের টিম৷ পর পর দু'বার বিশ্বসেরা হওয়ার পর স্বদেশের মাটিতেও যদি তাদের জয় হয়, তাহলে তা হবে চমকপ্রদ এক ঘটনা৷ কিন্তু নারীদের ফুটবল কতটা জনপ্রিয়? এক সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী জার্মানিতে নারীদের ফুটবলের জনপ্রিয়তা বেড়েই চলেছে৷ বায়ার্ন মিউনিখের মত ক্লাবও নারীদের টিম গড়ে তুলছে এবং সংবাদ মাধ্যমেও নারীদের ফুটবল সম্পর্কে আগ্রহ বেড়ে চলেছে৷ শুধু জার্মানি নয় – ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত গোটা বিশ্বে নারী ফুটবলারদের সংখ্যা ২ কোটি ১৯ লক্ষ থেকে বেড়ে ২ কোটি ৬০ লক্ষে পৌঁছে গেছে৷

জার্মানিতে নারীদের বিশ্বকাপ ফুটবল আসরের প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে আগামী ২৩শে মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ‘ফিফা'র প্রতিনিধিরা দেশের স্টেডিয়ামগুলি ঘুরে দেখবেন৷ স্টেডিয়ামে খেলোয়াড়, দর্শক, সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় জায়গা থেকে শুরু করে নিরাপত্তার ব্যবস্থা – প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখবেন তাঁরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ