1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বিস্ফোরণ

১১ এপ্রিল ২০১৭

জার্মানির ডর্টমুন্ড শহরে এক ফুটবল ম্যাচের আগে খেলোয়াড়দের বাসের কাছে ৩টি বিস্ফোরণ ঘটেছে৷ একজন খেলোয়াড় আহত হয়েছেন৷

Borussia Dortmund Teambus nach Explosionen
ছবি: picture-alliance/AP Images/M. Meissner

মঙ্গলবার সন্ধ্যায় জার্মানির ডর্টমুন্ড শহরে বোরুসিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাব এএস মোনাকো ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল৷ তখনই হোটেলে টিমের বাসগুলির কাছে ঝোপের মধ্যে মোট তিনটি বিস্ফোরণ ঘটে৷ তার ফলে মার্ক বার্ট্রা নামের এক স্প্যানিশ খেলোয়াড় আহত হয়েছেন৷ হাতে আঘাতের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সৌভাগ্যবশত অন্যান্য খেলোয়াড়দের কোনো ক্ষতি হয়নি। এমন ঘটনার ফলে তাঁরা বিহ্বল হয়ে পড়েছেন৷

বলা বাহুল্য, বিস্ফোরণের পর মঙ্গলবারের ম্যাচটি বাতিল করা হয়৷ সম্ভবত বুধবারই সেটি অনুষ্ঠিত হবে৷ মঙ্গলবার ম্যাচ বাতিলের ঘোষণা সত্ত্বেও দর্শকরা শান্তভাবে স্টেডিয়াম ছেড়ে চলে যান৷ কোনো রকম অরাজকতার খবর পাওয়া যায়নি। #bedforawayfans হ্যাশট্যাগের মাধ্যমে বোরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের ডাকে শহরের অনেক মানুষ মোনাকো ক্লাবের সমর্থকদের আশ্রয় দিতে এগিয়ে এসেছেন৷

পুলিশ সূত্র অনুযায়ী, এই ৩টি বিস্ফোরণ সম্ভবত এক গুরুতর হামলার অঙ্গ ছিল৷ অবিলম্বে তদন্ত শুরু হয়ে গেছে৷ এই মুহূর্তে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ