এর জন্য প্রবল বৃষ্টি ও তুলনামূলক কম তাপমাত্রাকে দয়ী করা হচ্ছে। কারণ, এরকম আবহাওয়ার জন্যই ফুটবল ফ্যানরা বিয়ার গার্ডেনে বা বারে যাননি। তার উপর মুদ্রাস্ফীতির জন্য মদ প্রস্তুতকারকদের ক্ষতি হয়েছে। কাঁচা মালের দাম আকাশ ছুঁয়েছে। এই সময় নন-অ্যালকোহলিক বিয়ারের চাহিদা বেড়েছে।
ইউরোর সময় মাঠে বিয়ারের গ্লাস ছোড়ায় যত জরিমানা
ইউরো ২০২৪ জমে উঠেছে৷ অনেক ম্যাচে দর্শকদের গ্যালারি থেকে মাঠে বিয়ারের খালি গ্লাস, কৌটা ইত্যাদি ছুড়তে দেখা গেছে৷ এজন্য জরিমানা গুণতে হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে৷
ছবি: Lisi Niesner/REUTERS
জামানত নিয়ে নেই ভাবনা!
স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে আসা দর্শকেরা বিয়ার কিনলে গ্লাসের জামানত হিসাবে নেয়া হচ্ছে তিন ইউরো৷ এরপরও উদ্বেগ নেই দর্শকদের৷ দলের জয় উদযাপন কিংবা দলের প্রতি বিরক্তি প্রকাশ করতে গিয়ে সেই বিয়ারের গ্লাসগুলো ছুড়ে ফেলা হচ্ছে মাঠে৷ বিষয়টি যেমন দৃষ্টিকটু, তেমনি সেটি খেলোয়াড়দের প্রতি অসম্মানও৷
ছবি: Alex Livesey/Getty Images
জরিমানা
ইউরো ২০২৪-এর গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে মোট ১২ লাখ ইউরো বা ১২ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা৷ এর মধ্যে সাত লাখ ১৯ হাজার ৩৭৫ ইউরো বা প্রায় নয় কোটি টাকা জরিমানা করা হয়েছে মাঠে বিয়ারের খালি গ্লাসসহ বিভিন্ন উপকরণ ফেলার কারণে৷
ছবি: Clive Mason/Getty Images
প্রথম দিন থেকেই শুরু
এবারের ইউরোর প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড৷ ৫-১ গোলের বড় ব্যবধানে ফুটবলের পরাশক্তি জার্মানির কাছে বিধ্বস্ত হয় তারা৷ ক্ষুব্ধ দর্শকেরা মাঠে ছুড়ে মারেন বিয়ারের খালি গ্লাস৷ দর্শকদের দায় মাথায় নিয়ে উয়েফার কাছে জরিমানা গুণতে হয়েছে স্টকল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনকে৷ গ্রুপ পর্বের ৩৬ ম্যাচের মধ্যে ২৫টিতে দেখা গেছে এই দৃশ্য৷
ছবি: Jerry Andre/Jan Huebner/IMAGO
জরিমানায় এগিয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়া
যে ২৫টি ম্যাচে গ্লাস ছোড়া হয়েছে তার মধ্যে সাতটি ম্যাচে দুই পক্ষকেই গুণতে হয়েছে জরিমানা৷ গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে অংশ নিয়েছে৷ প্রতিটি ম্যাচের জরিমানা দিতে হয়েছে হাঙ্গেরি, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং সার্বিয়াকে৷ বিয়ারের গ্লাস ছোড়ার কারণে এককভাবে সবচেয়ে বেশি এক লাখ ৩৩ হাজার ১২৫ ইউরো জরিমানা দিয়েছে সার্বিয়া৷ সবমিলিয়ে বেশি অর্থাৎ দুই লাখ ২০ হাজার ৮৭৫ ইউরো গুণতে হয়েছে ক্রোয়েশিয়াকে৷
ছবি: Lisi Niesner/REUTERS
জরিমানা গুণতে হয়নি যাদের
এখন পর্যন্ত দর্শকের আচরণে জরিমানা গুণতে হয়নি তিনটি দেশকে৷ এগুলো হলো: ফ্রান্স, স্লোভাকিয়া ও স্পেন৷ ৪ জুলাই পর্যন্ত এই তিন দেশের দর্শকেরা খেলার মাঠে বসে ভদ্রলোকের পরিচয় দিয়েছে৷
ছবি: Michael Zemanek/Shutterstock/IMAGO
5 ছবি1 | 5
বিয়ার প্রস্তুতকারকদের সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর হলগার আইশিলে জানিয়েছেন, ''ইউরো কাপের সময় ঝড়বৃষ্টি হয়েছে। তাপমাত্রা ওঠানামা করেছে। ফলে অনেক বিয়ার গার্ডেন পার্টি বাতিল হয়েছে। অনেক বার-এ ঠিকমতো বিক্রিবাটা হয়নি।''
২ অগাস্ট আন্তর্জাতিক বিয়ার দিবস। তখনই জার্মানির এই বিয়ার-ধাক্কার খবর এলো।