1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বেকারত্ব কমছেই

১ জুন ২০১৮

সরকারের হিসেব বলছে, ১৯৯০ সালে জার্মানির পুনরেকত্রীকরণের পর গেল মে মাসে সবচেয়ে কম মানুষ কর্মহীন ছিলেন৷ কোম্পানিগুলো আগের চেয়ে অনেক বেশি লোক কাজে নিচ্ছে৷

Arbeiter mit Presslufthammer, Abrissarbeiten, Workers with air hammer...
ছবি: picture-alliance/Bildagentur-online/Falkenstein

বুধবার জার্মানির ফেডারেল লেবার এজেন্সি, বিএ প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, মে মাসে মাত্র ৫ দশমিক ২ শতাংশ মানুষ জার্মানিতে কর্মহীন ছিলেন৷ এপ্রিলের চেয়ে কমেছে ০ দশমিক ১ শতাংশ৷ অর্থাৎ সোয়া আট কোটি মানুষের দেশে মাত্র ২৩ লাখ কর্মহীন ছিলেন৷

সারা বিশ্বে জার্মান পণ্যের কদর বাড়ার কারণেই ইউরোপের এই পাওয়ার হাউজে বছরের পর বছর ধরে কাজ বাড়ছে এবং কমছে বেকারত্ব৷ মে মাসের পরিসংখ্যান বলছে বছরে প্রায় ১ লাখ ৮২ হাজার মানুষ নতুন কর্ম খুঁজে পাচ্ছেন৷ এই হার ১৯৯০ সালে জার্মানি পুনরেকত্রীকরণের পর সবচেয়ে কম৷

পরিসংখ্যান প্রকাশের পর বিএ প্রেসিডেন্ট ডেটলেফ শিলে যে বিষয়টিতে জোর দেন তা হলো, সারা বিশ্বে বাণিজ্য নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েনি জার্মানির কর্মক্ষেত্রে৷

তিনি জানান যে, তাঁদের লক্ষ্য হলো, দীর্ঘমেয়াদে কর্মহীনদের সংখ্যা কমানো, যা কমেছে ৭৯ হাজারের মতো৷ লেবার এজেন্সি কর্মকর্তারা জানান, বছরের প্রথম ভাগে বাণিজ্য প্রবৃদ্ধিতে শ্লথগতির পরও কোম্পনিগুলো জনবল নিয়োগে পিছপা হয়নি৷

২০১৭ সালে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ ভাগ৷ সরকার ও বেসরকারি খাতের পর্যবেক্ষণ হলো, ২০১৮-তেও প্রবৃদ্ধি বাড়বে বা ধরে রাখা যাবে৷

জেডএ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ