1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বেকারের সংখ্যা মাত্র ৩০ লাখ

২৯ অক্টোবর ২০১০

জার্মানিতে বেকারের সংখ্যা গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে ঠেকেছে৷ সরকারি হিসেব অনুযায়ী, বর্তমানে ৩০ লাখেরও কম মানে মোট জনসংখ্যার ৭ দশমিক পাঁচ শতাংশ কর্মহীন রয়েছে৷

বেকার কমছে, চাকরি খোঁজাও কমেছে (ফাইল ফটো)ছবি: fotolea/iQoncept

অক্টোবরের শেষ নাগাদ, চাকরি খুঁজছেন বা বেকার এমন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখের একটু বেশি৷ গত মাসের তুলনায় এটি ৮৬ হাজার কম৷ জার্মানির শ্রমমন্ত্রী উরজুলা ফন ডেয়ার লায়েন বেকারত্বের হার কমাকে বড় সাফল্য হিসেবে আখ্যা দিয়েছেন৷ ১৯৯১ সালের পর এটিই বেকারত্বের সবচেয়ে কম সংখ্যা৷

জার্মান অর্থনীতিমন্ত্রী রায়নার ব্রুডারলে আশা প্রকাশ করে বলেছেন, এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে৷ কেননা এটি একদিনের সাফল্য নয়৷ বরং গত বছরের অক্টোবর থেকেই বেকারের সংখ্যা ক্রমান্বয়ে কমছে৷

এদিকে, পর্যবেক্ষকরা ধারণা করছেন, আগামী বছরের শুরুর দিকে বেকারের সংখ্যা কিছুটা বেড়ে যেতে পারে৷ তবে, পুরো ২০১১ সালের বিবেচনায় এই সংখ্যা ৩০ লাখের নিচেই থাকবে৷

উল্লেখ্য, গত বছর বৈশ্বিক আর্থিক মন্দার প্রভাব পড়ে জার্মানিতেও৷ কিন্তু জার্মান সরকার নানা রকম সহায়তা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখে৷ ফলে বেশ দ্রুত আর্থিক মন্দা কাটিয়ে ওঠে দেশটি৷ বর্তমানে জার্মান প্রতিষ্ঠানগুলো লাভের মুখ দেখছে এবং রপ্তানিও বেড়েছে ব্যাপক আকারে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ