1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বড়দিনের বাজারে হামলার হুমকি, গ্রেপ্তার ১

২৩ ডিসেম্বর ২০২৪

জার্মানির উত্তরের ব্রেমেরহাফেন শহরে টিকটক ভিডিওতে সেখানকার বড়দিনের বাজারে ছুরি নিয়ে হামলা চালানোর হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷

ক্রিসমাস মার্কেটের নিরাপত্তা জোরদার
দেশজুড়ে বড়দিনের বাজারগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে জার্মান কর্তৃপক্ষছবি: picture-alliance/dpa/U. Baumgarten

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশিত ভিডিওতে ওই ব্যক্তি সেখানকার বড়দিনের বাজারে ঢুকে দেখতে আরব বা ভৌগলিকভাবে দক্ষিণাঞ্চলের মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালানোর হুমকি দেন৷

স্থানীয়দের কাছ থেকে ওই ভিডিওর বিষয়ে জানার পর পুলিশ তাকে আটক করে৷ আটক হওয়া ব্যক্তির বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ৷ 

 কী বলেছিলেন আটক হওয়া ব্যক্তি

ভিডিওতে ধূসর, লম্বা চুলের, চশমা পরিহিত ওই ব্যক্তি আরবদের লক্ষ্য করে হামলা চালাবেন, এমন কথা বার বার বলেছিলেন৷ তার কিছুই হারানোর নেই, এমন মন্তব্য করেন তিনি৷

সময় উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমি ২৫ তারিখে (ডিসেম্বর) ব্রেমেরহাফেনের ক্রিসমাস মার্কেটে যাব এবং যারা দেখতে আরব অথবা দক্ষিণাঞ্চলের আমি তাদেরকে ছুরি দিয়ে আঘাত করব, যে-কাউকে৷ আমার সাথে যথেষ্ট ছুরি নিয়ে যাচ্ছি আমি৷''    

তিনি বলেন, ‘‘জার্মানিতে বিষয়টির সুরাহা হওয়া উচিত৷’’

ভিডিওতে ওই ব্যক্তি আরো বলেন, ‘‘এটি মজা নয়৷ আমার হারানোর কিছু নেই৷ আমার কেউ নেই, আমি একা এবং আমি একাই থাকি৷ আমি নিজেও মারা যেতে পারি বা জেলে যেতে পারি৷’’

ভিডিওর শুরুতে নিজেকে ব্রেমেরহাফেনের বাসিন্দা হিসেবে পরিচয় দেন তিনি৷

পুলিশের তৎপড়তা

শহরের স্থানীয়দের কয়েকজন ভিডিওটির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করে৷ স্থানীয়দের ধন্যবাদ দিয়ে পুলিশ জানায়, এবিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ 

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে৷ জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়৷

তবে, এই ঘটনার পেছনে নির্দিষ্ট কোন উদ্দেশ্য আছে কি না সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ৷

জার্মানির উত্তরের ব্রেমেরহাফেন শহরের ক্রিসমাস মার্কেট ৩০ ডিসেম্বর পর্যন্ত চালু থাকে৷ যদিও দেশটির অন্যান্য শহরের ক্রিসমাস মার্কেট আরো আগেই বন্ধ হয়ে যায়৷

উল্লেখ্য, দেশজুড়ে বড়দিনের বাজারগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ৷ তার আগে সপ্তাহান্তে দেশটির মাগডেবুর্গ শহরে এক ব্যক্তি গাড়ি নিয়ে বড়দিনের বাজারে ঢুকে পড়লে ৫ জন নিহত এবং ২০০ জন আহত হন৷ নিহতদের মধ্যে ৯ বছরের এক শিশুও রয়েছে৷

ওই হামলা জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ আটক হওয়া ওই ব্যক্তি সৌদি আরবের নাগরিক এবং ২০০৬ সাল থেকে তিনি জার্মানিতে অবস্থান করছিলেন৷ ৫০ বছরের সে ব্যক্তি পেশায় একজন ডাক্তার৷

টিআই/আরআর ( ডিপিএ, ইপিডি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ