1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বড় পরিবারের সংখ্যা বাড়ছে

২৬ জুন ২০২৫

জার্মানির অনেক পরিবারে তিন বা তারও বেশি সন্তান রয়েছে৷ তবে এসব পরিবারের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে অভিবাসনের ইতিহাস৷

জার্মানিতে বসবাসরত একটি পরিবার
জার্মানিতে তিন বা ততোধিক সন্তান আছে এমন পরিবারের সংখ্যা ১৯৯৬ সালে ছিল ২৫ শতাংশ৷ পরের দুই দশকের ব্যবধানে ২০১৫ সালে তা কমে হয়েছিল ২৩ শতাংশ৷ কিন্তু ২০২৪ সালে আবারও তা বেড়ে হয়েছে ২৬ শতাংশ৷ছবি: Bernd Thissen/dpa/picture alliance

জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিকাল অফিস বা কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় (ডেস্টাটিস) জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে বড় পরিবারে বেড়ে ওঠা শিশুদের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে৷ এই প্রবণতা শুরু হয়েছে ২০১৫ সাল থেকে অর্থাৎ জার্মানিতে যখন তীব্রভাবে অভিবাসন প্রবাহ শুরু হয় সেই সময় থেকে৷

জার্মানিতে তিন বা ততোধিক সন্তান আছে এমন পরিবারের সংখ্যা ১৯৯৬ সালে ছিল ২৫ শতাংশ৷ পরের দুই দশকের ব্যবধানে ২০১৫ সালে তা কমে হয়েছিল ২৩ শতাংশ৷ কিন্তু ২০২৪ সালে আবারও তা বেড়ে হয়েছে ২৬ শতাংশ৷

ডেস্টাটিস বলছে, ‘‘গত দশ বছরে এই সংখ্যাটি সম্ভবত ২০১৫ সালে শুরু হওয়া অভিবাসন প্রবাহের কারণে বেড়েছে৷''

জার্মানির ভিসায় কড়াকড়ি বাড়ছে: যা যা জানা দরকার

01:17

This browser does not support the video element.

পরিসংখ্যানে দেখা গেছে, জার্মান পরিবারগুলোর তুলনায় অভিবাসনের ইতিহাস রয়েছে এমন পরিবারগুলোতে তিন বা ততধিক সন্তান রয়েছে৷ ২০২৪ সালে জার্মানিতে অবস্থানরত ১৯ শতাংশ অভিবাসী পরিবারে কমপক্ষে তিনটি সন্তান ছিল৷

জার্মানিতে পরিবারের আকার

ডেস্টাটিস জানিয়েছে, ২০২৪ সালে জার্মানির আট শতাংশ শিশু তিন বা ততোধিক ভাই-বোনের সঙ্গে বেড়ে উঠছিলেন৷ আর ১৮ শতাংশ শিশুর ছিল দুই ভাই-বোন৷ তবে, পরিসংখ্যানে এক ভাই-এক বোন রয়েছে এমন শিশুর সংখ্যা ৪৪ শতাংশ, যা সবচেয়ে বেশি৷ আর ৩০ ভাগ শিশু পরিবারের একমাত্র সন্তান হিসেবে বেড়ে উঠছিল৷

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ফেডারেল রাজ্যগুলোতে বড় পরিবারের সংখ্যা তুলনামূলক বেশি৷ সেখানকার ১৩ শতাংশ পরিবারে কমপক্ষে তিনটি সন্তান আছে৷ বিপরীতে, পূর্ব জার্মানিতে এই হার ১১ শতাংশ৷

ছোটো পরিসরে করা বার্ষিক আদমশুমারি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে ডেস্টাটিস৷ এই বিশেষ আদমশুমারিতে জার্মানির মোট জনসংখ্যার এক শতাংশের তথ্য সংগ্রহ করা হয়৷

টিএম/এসিবি (ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ