1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বয়স্কদের দারিদ্র্য বাড়বে

১৩ সেপ্টেম্বর ২০১৯

অবসরভাতা পেলেও দুই দশকের মধ্যে অনেক প্রবীণ খুব অর্থকষ্টে পড়বেন৷ জানাচ্ছে, জার্মানির গবেষণা প্রতিষ্ঠান ডিআইডাব্লিউ৷

Altersarmut
ছবি: picture-alliance/dpa/S. Pilick

জার্মানির অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ডিআইডাব্লিউ-র সমীক্ষা বলছে, অবসরভাতা পাচ্ছেন এমন প্রবীণদের মধ্যে ২০৩৯ সাল নাগাদ দারিদ্র্য আশঙ্কাজনক হারে বাড়বে৷ এখন প্রবীণদের মধ্যে শতকরা ১৬ দশমিক আট ভাগ অর্থকষ্টে রয়েছেন৷ ডিআইডাব্লিউ-র সমীক্ষা অনুযায়ী ২০৩৯ সাল নাগাদ এই হার বেড়ে ২১ দশমিক ছয় হবে৷

ডিআইডাব্লিউ-র সমীক্ষা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্টেলসমান ফাউন্ডেশন৷ প্রতিবেদনে জানানো হয়, আগামী দুই দশকে শ্রম বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে৷ তারপরও বয়স্কদের মধ্যে, বিশেষ করে যাঁরা শিক্ষাগত যোগ্যতা বা বিশেষ কারিগরি দক্ষতায় পিছিয়ে, তাদের সঙ্কটে পড়তে হবে৷

ন্যূনতম আয় কত হলে এমন সঙ্কটে পড়ার আশঙ্কা? ডিআইডাব্লিউ-এর সমীক্ষা অনুযায়ী, গড় আয়ের শতকরা ৬০ ভাগেরও কম যাঁদের আয়, তাঁদের জন্য এ আশঙ্কা সবচেয়ে বেশি৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ, ইপিডি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ