1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বয়স্ক সেবার ওপর নির্ভরশীল ৪০ লাখ

১৫ ডিসেম্বর ২০২০

জার্মানিতে ৪০ লাখেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যারা অন্যের সেবা-যত্নের ওপর নির্ভরশীল৷ দীর্ঘমেয়াদী সেবাবীমা আইনের এই হিসেবটি জানিয়েছে, ফেডারেল পরিসংখ্যান দপ্তর৷

জার্মানির নার্সিং হোমে করোনা বিধিনিষেধ কঠোরভাবে মানা হচ্ছেছবি: picture-alliance/dpa/J. Güttler

জার্মানির পরিসংখ্যান দপ্তরের হিসেব অনুযায়ী ২০১৭ সালের শুরুতে দীর্ঘমেয়াদী সেবার একটি নতুন মেয়াদ চালু হওয়ার ফলে প্রায় সাত লাখ ১০ হাজার সেবাগ্রহণকারী বয়ষ্কের সংখ্যা বেড়ে যায়৷ ২০১৭ সালের ডিসেম্বর তুলনায় ২০১৯ সালে শতকরা ২১ ভাগ বৃদ্ধি পেয়েছে, এসব তথ্য জানিয়েছে মঙ্গলবার জার্মানির পরিসংখ্যান অফিস৷

২০১৯ সালে ৪০ লাখ ১৩ হাজার সেবাগ্রহণকারী বৃদ্ধের মধ্যে ৮০ শতাংশই বাড়িতে সেবা গ্রহণ করেন৷ তাদের সেবাদাতাদের বড় একটি অংশ ছিলো তাদের আত্মীয় বা পরিচিতজনেরা৷ সেবাদাতাদের মধ্যে ২৩ লাখের বেশি নিজেদের পরিবারের সদস্য৷ যারা নিজেদের বাড়ি থেকে সেবা গ্রহণ করেন তাদের সংখ্যা অবশ্য ২৭ শতাংশ বেড়েছে৷ অন্যদিকে সেবা গ্রহিতাদের এক পঞ্চমাংশ নার্সিংহোমে ছিলেন৷ অর্থাৎ ২০১৭ সালের তুলনায় নার্সিং হোমে থাকা মানুষের সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি৷

অন্য আরেক হিসেবে বলা হয়, বয়স বাড়ার সাথে সাথে সেবা গ্রহিতা বা নির্ভরশীল হওয়া বৃদ্ধের সংখ্যা বেড়েছে৷ ৭০ থেকে ৭৪ বছর বয়সিদের মধ্যে প্রায় আট শতাংশ এবং ৯০ বছরের বেশি বয়সিদের সেবা গ্রহণের কোটা বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৬ ভাগ৷

এনএস/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ