জার্মানিতে ৪০ লাখেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যারা অন্যের সেবা-যত্নের ওপর নির্ভরশীল৷ দীর্ঘমেয়াদী সেবাবীমা আইনের এই হিসেবটি জানিয়েছে, ফেডারেল পরিসংখ্যান দপ্তর৷
বিজ্ঞাপন
জার্মানির পরিসংখ্যান দপ্তরের হিসেব অনুযায়ী ২০১৭ সালের শুরুতে দীর্ঘমেয়াদী সেবার একটি নতুন মেয়াদ চালু হওয়ার ফলে প্রায় সাত লাখ ১০ হাজার সেবাগ্রহণকারী বয়ষ্কের সংখ্যা বেড়ে যায়৷ ২০১৭ সালের ডিসেম্বর তুলনায় ২০১৯ সালে শতকরা ২১ ভাগ বৃদ্ধি পেয়েছে, এসব তথ্য জানিয়েছে মঙ্গলবার জার্মানির পরিসংখ্যান অফিস৷
প্রবীণদের জন্য সেরা ১০টি দেশ
‘গ্লোবাল এজ ওয়াচ ইনডেক্স’ ২০১৫ সালে ৯৬টি দেশে জরিপ চালিয়ে প্রবীণদের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক যোগাযোগ এসবের ভিত্তিতে ১০টি দেশকে সেরা হিসেবে বেছে নিয়েছে৷
ছবি: Colourbox/Kzenon
সুইজারল্যান্ড
ষাটোধর্ব ব্যক্তিদের জন্য সেরা দেশ সুইজারল্যান্ড৷ এই দেশে প্রবীণদের জন্য সেরা স্বাস্থ্যসেবা রয়েছে, এছাড়া তাদের জন্য যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো৷ তবে ৬৫ বছরের বেশি বয়সিদের শতভাগ পেনশন সুবিধার পরও সেদেশে ১৬ দশমিক ১ ভাগ বয়স্ক মানুষ দরিদ্র৷
ছবি: picture-alliance/Keystone/U. Flueeler
নরওয়ে
প্রবীণদের ক্ষেত্রে সব বিষয়েই নরওয়ে ব়্যাংকিংয়ে শীর্ষে৷ দেশটিতে ৭১ দশমিক ১ ভাগ প্রবীণের কর্মসংস্থান রয়েছে৷ প্রবীণদের মধ্যে দরিদ্র ১ দশমিক ৮ ভাগ এবং সেদেশেও ৬৫ বছরের বেশি বয়সিদের শতভাগ পেনশন সুবিধা রয়েছে৷
ছবি: DW/M. Z. Haque
সুইডেন
সুইডেনে ষাটোর্ধ্বদের কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে যুক্ত থাকার হার অনেক বেশি৷ সেখানে প্রবীণরা নিজেদের নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট৷
ছবি: picture-alliance/chromorange/Media for Medical
জার্মানি
ব়্যাংকিংয়ে জার্মানির অবস্থান চতুর্থ৷ শিক্ষা ক্ষেত্রে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে এখানকার প্রবীণদের হার দ্বিতীয় সর্বোচ্চ৷ এই দেশটিও প্রবীণদের নাগরিক স্বাধীনতা, জীবন নিয়ে প্রত্যাশা এবং স্বাস্থ্যসেবার দিক দিয়ে প্রত্যাশা প্রায় শতাভাগ পূরণ করে থাকে৷
ছবি: picture-alliance/dpa
ক্যানাডা
দেশটিতে প্রবীণদের স্বাস্থ্যসেবা বেশ ভালো৷ ক্যানাডা প্রবীণদের স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা মিটিয়ে থাকে৷ এছাড়া এই দেশের বয়স্কদের অর্থনৈতিক নিরাপত্তা রয়েছে৷ ৯৭ দশমিক ৭ ভাগ পেনশনের সুবিধা রয়েছে৷ বৃদ্ধ অবস্থায় দরিদ্রের সংখ্যা শতকরা ৬ দশমিক ৮ ভাগ৷
ছবি: picture-alliance/dpa/AP Photo/A.Lynett
নেদারল্যান্ডস
ব়্যাংকিংয়ে নেদারল্যান্ডসের অবস্থান ষষ্ঠ৷ বয়স্কদের মধ্যে দারিদ্রের হার ৩ ভাগ৷ ৬৫ বছরের বেশি বয়সে পেনশনের নিশ্চয়তা শতভাগ৷ এছাড়া নাগরিক স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে প্রবীণদের সন্তুষ্টি রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
আইসল্যান্ড
আইসল্যান্ডে প্রবীণদের মধ্যে দারিদ্র্যের হার ১ দশমিক ৬ ভাগ৷ ৬০ বছরের বেশি বয়সি মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা নিয়ে সন্তুষ্টি রয়েছে৷ সামাজিক যোগাযোগ, নিরাপত্তা, গণপরিবহন এবং নাগরিক স্বাধীনতা নিয়ে এখানকার প্রবীণদের সন্তুষ্টি রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd
জাপান
বিশ্বে সবচেয়ে বেশি প্রবীণের বাস জাপানে৷ দেশটির এক তৃতীয়াংশ মানুষ প্রবীণ, অর্থাৎ তাদের বয়স ৬০ বছরের বেশি৷ স্বাস্থ্যসেবায় দেশটি তালিকায় শীর্ষে রয়েছে৷ এখানকার ৬০ বছরের প্রবীণরা আশা করেন তাঁরা আরও ২৬ বছর বাঁচবেন এবং এর মধ্যে ২০ বছরই তাঁরা সুস্থ-সবল থাকবেন৷ এছাড়া নিজেদের নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা নিয়ে সন্তুষ্টি রয়েছে প্রবীণদের মধ্যে৷
ছবি: picture-alliance/AP Photo/Kyodo News
যুক্তরাষ্ট্র
ব়্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র আছে ৯ নম্বর অবস্থানে৷ শিক্ষাক্ষেত্রে সম্পৃক্ততার ক্ষেত্রে এটির অবস্থান শীর্ষে৷ এছাড়া এখানকার প্রবীণদের নিরাপত্তা, সামাজিক যোগাযোগ, স্বাস্থ্য সেবা এবং জীবনমান নিয়ে সন্তুষ্টি রয়েছে৷ তবে বয়স্ক মানুষদের মধ্যে দরিদ্র শতকরা ১৮ ভাগ৷
ছবি: ddp/David Hecker
যুক্তরাজ্য
সামাজিক যোগাযোগ, নাগরিক স্বাধীনতা, নিরাপত্তা এবং গণপরিবহন নিয়ে এখানকার প্রবীণদের মধ্যে সন্তুষ্টি রয়েছে৷ এছাড়া এখানকার ৬৫ বছরের বেশি বয়সিরা শতভাগ পেনশন সুবিধা পান৷ তবে বয়স্কদের মধ্যে ৯ দশমিক ৩ ভাগ দরিদ্র৷
ছবি: picture-alliance/dpa/T. Eisenhuth
10 ছবি1 | 10
২০১৯ সালে ৪০ লাখ ১৩ হাজার সেবাগ্রহণকারী বৃদ্ধের মধ্যে ৮০ শতাংশই বাড়িতে সেবা গ্রহণ করেন৷ তাদের সেবাদাতাদের বড় একটি অংশ ছিলো তাদের আত্মীয় বা পরিচিতজনেরা৷ সেবাদাতাদের মধ্যে ২৩ লাখের বেশি নিজেদের পরিবারের সদস্য৷ যারা নিজেদের বাড়ি থেকে সেবা গ্রহণ করেন তাদের সংখ্যা অবশ্য ২৭ শতাংশ বেড়েছে৷ অন্যদিকে সেবা গ্রহিতাদের এক পঞ্চমাংশ নার্সিংহোমে ছিলেন৷ অর্থাৎ ২০১৭ সালের তুলনায় নার্সিং হোমে থাকা মানুষের সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি৷
অন্য আরেক হিসেবে বলা হয়, বয়স বাড়ার সাথে সাথে সেবা গ্রহিতা বা নির্ভরশীল হওয়া বৃদ্ধের সংখ্যা বেড়েছে৷ ৭০ থেকে ৭৪ বছর বয়সিদের মধ্যে প্রায় আট শতাংশ এবং ৯০ বছরের বেশি বয়সিদের সেবা গ্রহণের কোটা বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৬ ভাগ৷