1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ভালো খাবার কিনতে সক্ষম মানুষ আরো কমেছে

১ আগস্ট ২০২৩

পরিসংখ্যান বলছে, মাছ, মাংস বা দামি সবজি কেনার সামর্থ্য হারিয়েছেন অনেক জার্মান৷ আর্থিক অনটনের কারণে সিঙ্গল প্যারেন্ট, অর্থাৎ বাবা বা মা একা সন্তান লালন-পালন করেন, এমন পরিবারগুলোর পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য সবচেয়ে কম৷

মূল্যস্ফীতির কারণে জার্মানির ১১ শতাংশের বেশি মানুষ ভালো খাবার কিনতে পারেন না
জার্মানির ১১ দশমিক ৪ শতাংশ মানুষ পর্যাপ্ত খাবার কিনতে পারেন নাছবি: Jin Mamengni/Xinhua/IMAGO

জার্মানির ১১ শতাংশেরও বেশি মানুষ প্রতি দুই দিনেও ভালো, পুষ্টিযুক্ত খাবার খেতে পারে না৷ নতুন পরিসংখ্যান বলছে, প্রতি দুই দিনেও জার্মানদের মধ্যে অনেকে মাছ, মাংস বা দামি সবজি কিনতে পারেন না৷

২০২২ সালের তথ্যের ভিত্তিতে জার্মান বাণিজ্য বিষয়ক সংবাদ সংস্থা্ ‘রিডাকৎসিয়নসনেটসভেয়ার্ক ডয়েচল্যান্ড' সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে৷ ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের বরাত দিয়ে তারা জানায়, এখন জার্মানির ১১ দশমিক ৪ শতাংশ মানুষ পর্যাপ্ত খাবার কিনতে পারেন না৷ আগের বছরের চেয়ে এমন মানুষ অনেক বেড়েছে বলেও জানিয়েছে তারা৷ প্রতিবেদনে আরো বলা হয়, জার্মানির অন্তত ১৯ দশমিক ৩ শতাংশ সিঙ্গল প্যারেন্টের প্রতি দিন পুষ্টিযুক্ত খাবার কেনার সামর্থ্য নেই৷ ২০২১ সালে এমন সিঙ্গল প্যারেন্ট ২.৬% কম ছিল৷

প্রতিক্রিয়া

এই তথ্য জানতে চাওয়ার আবেদন করেছিল জার্মানির বামপন্থি দল ডি লিংকে৷ দলের সংসদীয় নেতা ডিটমার বার্টশ ‘খাদ্যপণ্যের উর্ধ্বগামী দাম'থামাতে বিফল হবার জন্য সরকারের সমালোচনা করেন৷

তিনি বলেন, ‘‘সুপারমার্কেটগুলি ঠকানোর বাজার হয়ে দাঁড়িয়েছে৷ যত বেশি দাম, তত বেশি কেচাপ মাখানো পাস্তা৷''

সরকারের কাছে তার অনুরোধ, সুপারমার্কেটগুলির দাম নিয়ন্ত্রণ করতে সাময়িকভাবে জরুরি খাদ্যপণ্যে সেলস ট্যাক্স স্থগিত রাখা হোক৷

এসএস/এসিবি (ডিপিএ/ইপিডি)

জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীর জীবন

11:42

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ