1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ভালো আছে শরণার্থীরা

১৯ ফেব্রুয়ারি ২০২০

জার্মানিতে আসা শরণার্থীরা দ্রুত ভাষা শিখে কর্মক্ষেত্রে ভালো করছে এবং সমাজের মূলস্রোতের সঙ্গে মিশে যাচ্ছে৷ প্রতিবেশী জার্মানরাও তাদের সাদরে গ্রহণ করেছে বলে নতুন জরিপে দেখা গেছে৷

Deutschland 2016 | Vorbereitungskurs für Flüchtlinge
ছবি: picture-alliance/dpa/G. Fischer

জার্মানির ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি (বিএএমএফ) এই জরিপ চালায়৷ মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ শরণার্থী জার্মানিতে স্বস্তিতে আছেন৷

তাদের এ স্বস্তির পেছনে যে কারণগুলো মূল ভূমিকা রেখেছে সেগুলো হলো: তাদের পারিবার ও স্বাস্থ্যের অবস্থা, আবাসস্থল ও বাড়ি, চাকরি এবং জার্মানদের সঙ্গে তাদের সামাজিক সহাবস্থান৷

‘‘সর্বোপরি শরণার্থীরা ইতিবাচকভাবে জার্মানির মূল স্রোতের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ পেয়েছেন'', বলে মনে করেন জরিপ প্রকল্পের ব্যবস্থাপক নিনা রোটার৷

তিনি বলেন, ‘‘জার্মানিতে তারা অবাঞ্ছিত নন, এই অনুভূতি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে৷''

ভাষা শিক্ষার গুরুত্ব:

ইন্সটিটিউট ফর এমপ্লয়মেন্ট রিসার্চ (আইএবি)-র সহযোগিতায় এই জরিপে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে জার্মানিতে এসেছেন এমন প্রায় আট হাজার শরণার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে৷ 

কাজের  জন্য এবং সমাজের সঙ্গে একীভূত হতে ভাষা জানা পূর্বশর্ত৷  জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ শরণার্থী এখন ‘ভালো' বা ‘খুব ভালো' জার্মান বলতে পারেন৷  ২০১৭ সালে যা ছিল ৩৫ শতাংশ এবং তারও এক বছর আগে ছিল মাত্র ২২ শতাংশ৷

তবে এখনো ৫ শাতাংশ শরণার্থী জার্মান একেবারেই বলতে পারেন না৷

ভাষা শিখে কাজ পাওয়া এবং সমাজের সঙ্গে মিশে যেতে পেরে জীবন নিয়ে সন্তুষ্ট থাকলেও অনেক শরাণার্থী নিজের মোট আয় নিয়ে এখনো খুশি নন৷

রোটার বলেন, ‘‘কাজের সুযোগ এবং আয় বাড়লেও শরণার্থীদের একটি বড় অংশ তাদের বর্তমান আয় নিয়ে খুশি নন৷ তারা ভবিষ্যতে আরো উন্নতি করতে চান৷''

এসএনএল/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ