1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ভেগান ডিম তৈরির প্রচেষ্টা

২৩ জুলাই ২০২৪

ভেগান ডিম' কথাটা শুনলে সোনার পাথরবাটি মনে হতে পারে৷ তবে জার্মানিতে কিছু গবেষক ও স্টার্টআপ কোম্পানির কর্ণধাররা ঠিক সেই অসাধ্যসাধনের চেষ্টা করছেন৷ কাজটা কঠিন হলেও তাঁরা হাল ছাড়তে নারাজ৷

Fake Meats
ছবি: picture alliance / AP Photo

আমাদের অনেকের কাছে ময়দা ও ডিম আদর্শ উপকরণ৷ কিন্তু ভেগান হিসেবে বেক করতে গেলে ডিমের বিকল্পের খোঁজ করতে হয়৷ ময়দার তালে ডিমের সেরা বিকল্প কী হতে পারে? আপেলের সস? লুপিন ফ্লাওয়ার? নাকি শাক-সবজি সিদ্ধ করার পর অবশিষ্ট তরল? মিউনিখ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মারিউস হেংকেল মনে করেন, ‘‘সত্যি কথা বলতে কি আমার কাছে ডিমের সব বৈশিষ্ট্যের বিকল্প হিসেবে এর কোনোটাই সমাধানসূত্র হতে পারে না৷''

ডিম অত্যন্ত জটিল প্রাকৃতিক পণ্য৷ ডিমের অনেক বৈশিষ্ট্য সহজে নকল করা সম্ভব নয়৷ কোষ বিজ্ঞানী হিসেবে মারিউস হেংকেলের কাছে সেটা একটা চ্যালেঞ্জ৷ কিন্তু তিনি সবকিছু খাদ্য শিল্পখাতের হাতে ছেড়ে দিতে প্রস্তুত নন৷

কয়েকটি স্টার্টআপ কোম্পানিও সে ক্ষেত্রে পরিবর্তন আনতে চায়৷ যেমন বার্লিনের ‘লাভলি ডে ফুডস' কোম্পানি৷ কোম্পানির কর্ণধার লিডিয়া ফাবিয়ান বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি, যে পরিবেশের উপর আমাদের বর্তমান খাদ্য ব্যবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে৷ সেই মাত্রা অত্যন্ত বেশি৷ সেটা আর চলতে দেওয়া যায় না, কারণ আমরা আমাদের গ্রহ ধ্বংস করে ফেলছি৷''

তাহলে ডিমের নিখুঁত বিকল্প কেমন দেখতে হবে এবং কী করবে?

ভেরোনিকা গার্সিয়া-আর্তেয়াগা মনে করেন, তাঁর কাছে সেই প্রশ্নের জবাব রয়েছে৷ মেক্সিকোয় তাঁর জন্ম৷ সেখানকার মানুষ প্রচুর ডিম খায়৷ ফলে তিনি সে বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিলেন৷ ফ্রাউনহোফার ইনস্টিটিউট ফর প্রসেস ইঞ্জিনিয়ারিং-এ কাজ করতে করতে তিনি এমন এক ডিম সৃষ্টি করেন, যা পরিবেশ ও প্রাণিজগতের উপর কোনো প্রভাব রাখে না৷

কলকাতায় এখনো ‘বন্দি’ কয়েক হাজার বাংলাদেশি

05:27

This browser does not support the video element.

নামী বিনিয়োগকারীদের মদত নিয়ে তিনি বার্লিনে নেগস্ট নামের এক স্টার্টআপ কোম্পানি খোলেন৷ খাদ্য প্রযুক্তিবিদ হিসেবে তিনি প্রথম সম্পূর্ণ ভেগান ডিম উৎপাদনের ব্রত নিয়েছেন৷ সেই বিকল্পের এমনকি খোলসও থাকবে৷ তাঁর টিম আপাতত ডিমের কুসুম আরো কিছুটা তরল করতে বিন ও রাঙালু থেকে প্রোটিন যোগ করছে৷ সেই ভেগান ডিমে এমনকি উদ্ভিদ-ঊিত্তিক তেল ও ক্যালসিয়াম থেকে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডও থাকবে৷ সব মিলিয়ে ১৪টি উপাদান স্থিতিশীল এক অবস্থা সম্ভব করছে৷ সেই টিম বিশেষ করে ডিমের সাদা অংশের বিকল্প সৃষ্টির কাজে বিশেষ মনোযোগ দিয়েছে৷ ভেরোনিকা বলেন, ‘‘আমাদের এমন কিছুর সন্ধান করতে হয়েছিল, যা মুরগির ডিমের মতো স্বচ্ছ এবং প্রোটিনের সঠিক মাত্রা রয়েছে৷''

ডিমের সাদা অংশ ও কুসুমের মধ্যে সামঞ্জস্য রাখা ছিল এর পরের চ্যালেঞ্জ৷ দেখা গেল, ভেগান কুসুমের ক্যালসিয়াম এক অ্যালজির এক্সট্র্যাকটের সংস্পর্শে এলে মেমব্রেন বা পর্দা সৃষ্টি করে৷ অর্থাৎ উদ্ভিদভিত্তিক সেই অংশ মেমব্রেনে ঢাকা এক গোলক হয়ে উঠে এগ হোয়াইট থেকে বিচ্ছিন্ন থাকে৷

কিন্তু ডিমের বৈশিষ্ট্যগুলি কীভাবে অনুকরণ করা সম্ভব? প্রতিযোগী কোম্পানি হিসেবে বার্লিনেরই লাভলি ডে ফুডসও ডিমের সেই বৈশিষ্ট্য অনুকরণের চেষ্টা করছে৷ মূল ডিমে বিভিন্ন ধরনের প্রোটিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক সেটা সম্ভব করে৷ বিকল্প হিসেবে ফেনা, জেল বা বাইন্ডের কথা ভাবা হচ্ছে৷ প্রযুক্তির সাহায্যে সেই সব প্রক্রিয়ায় রদবদল করা সম্ভব৷ লিডিয়া ফাবিয়ান বলেন, ‘‘আমরা প্রিসিশান ফার্মেন্টেশন নামের যে প্রযুক্তি ব্যবহার করছি, তা কাজ, গঠন ও মাত্রার নিরিখে ডিমের মতো হুবহু প্রোটিন উৎপাদন সম্ভব করছে৷ অনেকে বলছে, সেটা ডিমের তুলনায় আরো ভালো৷''

কিন্তু এমন ভেগান ডিমের স্বাদ আসলে কেমন?

বার্লিনের নেগস্ট নামের স্টার্টআপ ইতোমধ্যেই বেশ কয়েকটি ইভেন্টে মূল ও ভিগান ডিম চেখে দেখার সুযোগ দিয়েছে৷ ৮৫ শতাংশ অংশগ্রহণকারীরাই নাকি দুইয়ের মধ্যে ফারাক বুঝতে পারেন নি৷ কিন্তু সেই ডিম মাফিন বা অন্য বেক করা পণ্যের মধ্যে ছিল৷ ডিম ভাজা বা পোচের ক্ষেত্রে এমন তুলনা এখনো করা হয়নি৷

সুসানে ভিমার/এসবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ