1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মসজিদ

৮ এপ্রিল ২০১২

পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে অজস্র মসজিদ৷ স্থাপত্য শৈলিতে ভুবন বিখ্যাত তেমনি কিছু মসজিদ নিয়ে জার্মানিতে ক’দিন আগেই হয়ে গেলো একটি প্রদর্শনী৷

ছবি: DW

দেয়ালে কোনো কারুকাজ নেই৷ নেই আভিজাত্যে মোড়ানো ঝাড়বাতি৷ নেই সুদীর্ঘ গম্বুজ৷ আছে মোটে চারদিকের চারটি দেয়াল৷ আর আছে মাথার উপর ছাদ৷ শুধু এইটুকু নিয়েই সুসম্পন্ন হতে পারে একটি মসজিদ৷

সেই হজরত মহম্মদ-এর আমলের কথাই ভেবে দেখুন৷ চার দেয়ালের উপর কেবল খেজুর পাতার ছাওনি৷ আর মক্কার দিকে ফেরানো মুখ৷ ব্যাস, এইটুকুতেই হয়ে যেত মসজিদ৷ সাজ-সজ্জাহীন সে সাধারণ ঘর-ই হয়ে যেত নিপুণ প্রার্থনালয়৷

মসজিদের ছিমছাম সেই সাধারণ গড়ন আজও আছে৷ নিরলঙ্কার মসজিদ আজও আছে দুনিয়ার দেশে দেশে৷ তবে কি-না, আধুনিক এই স্থাপত্যের যুগে পরিবর্তনের ছোঁয়া লেগেছে মুসলিমদের উপাসনালয়েও৷

বিরাট, বিপুল জায়গা নিয়ে, কয়েক তলা জুড়ে মসজিদ তৈরি হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে৷ আধুনিক সে সব মসজিদের কোনোটিকে হয়তো বাইরে থেকে দেখতে মনে হতে পারে একটি বাঙ্কারের মতো৷ আবার কোনো মসজিদের গম্বুজ এমনই মনোরম, যে দেখে মন ভরে যায়৷

পৃথিবীর অন্যান্য দেশের মতো, জার্মানিতেও রয়েছে অসংখ্য মসজিদ৷ সেই ক্ল্যাসিক গড়ন থেকে একেবারে আধুনিক স্থাপত্য নকশা – সব ধরণের নকশার মসজিদ-ই আছে এ দেশে৷

পরিসংখ্যান বলছে, জার্মানির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে প্রায় দুই হাজার মসজিদ৷ শুধু তাই নয়, এর সংখ্যা দিন দিন বাড়ছেই৷ ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত মোট ১২০ টি নতুন মসজিদ নির্মিত হয়েছে ইউরোপের এ দেশটিতে৷

জগত জুড়ে ছড়িয়ে থাকা এসব মসজিদের সৌন্দর্য ও স্থাপত্য নকশা তুলে ধরতেই ক'দিন আগে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় স্টুটগার্টে৷ ইন্সটিটিউট ফর ফরেন কালচারাল রিলশনস গ্যালারি এ প্রদর্শনীর আয়োজন করে৷ আগামী জুন মাসে এ প্রদর্শনীটি-ই আবার শুরু হবে বার্লিনে৷

তুরস্ক, সুইজারল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশের ৩০ টি মসজিদকে তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে৷ ১৯৬০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নির্মিত উল্লেখযোগ্য মসজিদগুলোই ঠাঁই পেয়েছে এখানে৷

প্রদর্শনীর তত্ত্বাবধায়ক ভালেরি হামারবাখার ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘জার্মানিতে অসংখ্য মসজিদ আছে৷ সেগুলো সম্পর্কে মানুষকে জানাতেই এই প্রদর্শনীর আয়োজন৷''

প্রতিবেদন: ক্রিস্টিনা বায়ার্ট / আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ