1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

১৭ ফেব্রুয়ারি ২০২০

জার্মানির একটি উগ্র ডানপন্থি গোষ্ঠী দেশটির মসজিদগুলোতে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সরকার৷ এজন্য ১২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

ছবি: picture-alliance/dpa/S. Stein

জার্মানির একটি উগ্র ডানপন্থি গোষ্ঠীর ‘সন্ত্রাসী শাখার' সদস্যদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ৷ তারা দেশটির মসজিদগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছে বলে সোমবার দাবি করেছেন সরকারের একজন মুখপাত্র৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত ঐ কর্মকর্তা বলেছেন, একটি দলের এমন সন্ত্রাসী সেল থাকার ঘটনায় তারা হতবাক৷ বিদ্যমান পরিস্থিতিতে প্রার্থনাস্থলে কোনো হামলার ঘটনার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না৷

এই ঘটনায় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র স্টেফান সাইবার্ট বলেন, ‘‘স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব৷ এক্ষেত্রে কারো ধর্ম যা-ই হোক না কেন, তা বিবেচ্য নয়৷''

শুক্রবার বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে এই বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে৷ তদন্ত চলাকালীন সময়ে তাদেরকে জেলে রাখার নির্দেশ দিয়েছে জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস৷

এফএস/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ