1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাজোট গঠনের আনুষ্ঠানিক প্রচেষ্টা

৩০ নভেম্বর ২০১৭

জার্মানিতে মহাজোট সরকার গঠনের আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হচ্ছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মান প্রেসিডেন্ট এই বিষয়ে আলোচনা করতে ৩ শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন৷ এই উদ্যোগ সফল হলেও সরকার গড়তে অনেক সময় লাগবে৷

Berlin CDU/CSU-Größen Gestik nach Ende der Sondierungsgespräche
ছবি: Reuters/H. Hanschke

জার্মানিতে রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে স্থিতিশীল সরকার গঠন করার এটাই শেষ সুযোগ৷ এই উদ্যোগ বিফল হলে সংখ্যালঘু সরকার বা নতুন নির্বাচনের পথে এগোতে হবে, যার পরিণাম অনিশ্চয়তায় ভরা৷ ইউনিয়ন শিবিরের দুই নেতা – সিডিইউ দলের আঙ্গেলা ম্যার্কেল ও সিএসইউ দলের নেতা হর্স্ট সেহোফারকেই আবার মহাজোট সরকার গড়ার উদ্যোগ নিতে হবে৷ উল্লেখ্য, জার্মান কৃষিমন্ত্রীর সাম্প্রতিক ‘বিদ্রোহ' দুই শিবিরের মধ্যে তিক্ততা বাড়িয়ে দিয়েছে৷ এই প্রেক্ষাপটে এসপিডি দলের নেতা মার্টিন শুলৎসকে জোট গঠনের লক্ষ্যে আলোচনা শুরু করতে তাঁদের রাজি করাতে হবে৷ তিনি রাজি হলে দুই শিবিরের মধ্যে জোট গঠনের লক্ষ্যে প্রাথমিক আলোচনা শুরু হবে৷ সেই প্রচেষ্টা সফল হলে শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিক আলোচনা৷ এসপিডি দলের কিছু নেতার মতে, এই প্রক্রিয়া শেষ হতে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত গড়িয়ে যেতে পারে৷

বৃহস্পতিবারের আলোচনার সামগ্রিক ফলাফল জানতে কিছুদিন সময় লাগতে পারে৷ প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের আলোচনা এতকাল গোপনীয়তার বেড়াজালে মোড়া ছিল৷ বৃহস্পতিবার তার ব্যতিক্রম ঘটবে, এমনটা আশা করা কঠিন৷ আগামী ১লা ডিসেম্বর সকালে এসপিডি নেতা শুলৎস দলের শীর্ষ স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন৷ আগামী ৭ থেকে ৯ই নভেম্বর এসপিডি দলীয় সম্মেলনে বিষয়টি নিয়ে আরও বড় আকারে আলোচনা হবে৷ এই সম্মেলনে মহাজোটের পক্ষে যথেষ্ট সমর্থন পেলে শুলৎস আবার ম্যার্কেল ও সেহোফারের সঙ্গে বৈঠক করতে পারেন৷ উল্লেখ্য, আবার মহাজোট সরকার গঠনের প্রশ্নে আপত্তি তুলে নিলেও শুলৎস এখনো সব পথ খোলা রাখছেন৷

ইউনিয়ন শিবিরের সিএসইউ দলে নেতৃত্বের চলমান সংকটও মহাজোট গঠনের উদ্যোগের উপর কালো ছায়া ফেলছে৷ বিরোধ মিটিয়ে বাভেরিয়ার এই দলের শীর্ষ পদ ও রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শেষ পর্যন্ত কে বা কারা আসীন হবেন, তা এখনো স্পষ্ট নয়৷

১৯শে ডিসেম্বর ফেডারেল জার্মানির ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দিন৷ নির্বাচনের ৮৬ দিন পরেও সরকার গঠন করা সম্ভব না হওয়ায় এ দিন ২০১৩ সালের রেকর্ড ভেঙে যাবে৷ সে বছর নির্বাচনের ৮৬ দিন পর নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছিল৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

জার্মানিতে কি আবারো মহাজোট সরকার ফিরে আসবে? আপনার কি মনে হয়? লিখুন আমাদের নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ