সন্দেহভাজন মানবপাচারকারীদের গ্রেপ্তারে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া ও বাডেন ভুর্টেমবার্গ রাজ্যে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) পুলিশের মুখপাত্র অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
ইউরোপোলের তথ্য অনুসারে, জার্মানিতে অবস্থানরত পাচারকারীরা অভিবাসনপ্রত্যাশীদের ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পাচারের উদ্দেশে ছোট নৌকা কিনে একটি স্থানে জড়ো করেছিল।
পুলিশ এক বিবৃতিতে এই চক্রটির বিরুদ্ধে ‘নিম্নমানের ছোট নৌকা ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকা থেকে ফ্রান্স ও যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসী পাচারের’ অভিযোগ তুলেছে।
আধুনিক যুগের দাসত্ব
বিশ্বজুড়ে দাস প্রথা নিষিদ্ধ হয়েছে সেই কবে৷ কিন্তু প্রথা নিষিদ্ধ হলেও এখনো দাসত্ব বিলীন হয়নি৷ বিশ্বের চার কোটির বেশি মানুষ এখনো দাসত্বের জালে বন্দি৷
ছবি: Michael Hylton/Anti-Slavery International
অবৈধ শ্রমিক
উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের হাতে নিজেকে তুলে দেওয়া অবৈধ অভিবাসীদের বেশিরভাগকে দাসত্বের জীবন বেছে নিতে হচ্ছে৷ কাগজপত্র নেই, ভাষা জানা নেই, নিজের অধিকারে চেয়ে কোথায় অভিযোগ করবে সেটাও জানা নেই৷ ফলে বছরের পর বছর ধরে দাসত্বের জীবন বয়ে বেড়াতে হচ্ছে তাদের৷ এক ইউরোপেই কৃষিক্ষেত্রে কত অবৈধ শ্রমিক আছে তার হিসাব কারো জানা নেই৷ নামমাত্র মজুরিতে তাঁরা উদয়-অস্ত পরিশ্রম করছেন৷
ছবি: Bharat Patel
অপহরণ, পাচার ও বিক্রি
জাতিসংঘের তথ্যানুসারে এখনও মানবপাচার বিশ্বের সবচেয়ে বড় এবং লাভজনক কারবারের একটি৷ পাচারের শিকার হওয়া পুরুষরা বেশিরভাগ সময় নির্মাণ শ্রমিক বা খনি শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হয়৷ নারীদের বেশিরভাগের জায়গা হয় পতিতালয়ে, কেউ কেউ হয় গৃহকর্মী৷
ছবি: AFP/Getty Images/M. Vatsyayana
শিশুরাও যখন দাসত্বের জালে
নিদারুণ অভাবে অনেক পরিবার তাদের শিশুদের দাস হিসেবে বিক্রি করে দেয়৷ ঘানার লেক ভল্টায় বিক্রি হয়ে যাওয়া এইসব শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যেতে হয়৷ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় এক কোটি শিশু এভাবে দাসের জীবন কাটাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/T. Ridley
বালিকা বধূ
ইউনিসেফের তথ্যানুযায়ী বিশ্বে প্রতি পাঁচজনে একজন মেয়েশিশুর বয়স ১৮ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়৷ এ বয়সে বিয়ে করতে সবসময় বাধ্য করা হয়, বিষয়টা এমনও নয়৷ তবে অনেক ক্ষেত্রে লেখাপড়া বন্ধ করে দিয়ে এসব মেয়েশিশুদের জোর করে বিয়ে দেয়া হয়৷ তারা অনেকে শ্বশুরবাড়িতে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন৷ সঙ্গে ঘরের কাজ তো করতেই হয়৷
ছবি: picture alliance/Tone Koene
বন্দি জীবন
বিশ্বজুড়ে মেয়েশিশুদের এখনো স্কুল ছেড়ে বাড়ির কাজ করতে হয়৷ কখনো পরিবারে বা কখনো অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে তাদের দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা পরিশ্রম করতে হয়৷ অনেকে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়৷
ছবি: David Rose/Panos Pictures
ঋণের বোঝা
অতীতের মত দাস কেনা-বেচা এখন আর খুব একটা দেখা না গেলেও এশিয়া, গল্ফ আরব দেশ, আফ্রিকা ও লাতিন অ্যামেরিকার দেশগুলোতে ঋণের বোঝার নিচে চাপা পড়া মানুষরা দাস হতে বাধ্য হন৷ এমকি পরিবারের শিশুটিকেও দাস হিসেবে অমানুষিক পরিশ্রম করতে হয়৷ বিশ্বে এমন দাসের সংখ্যা চার কোটির বেশি৷
ছবি: Anti-Slavery International
জন্মসূত্রে দাস
উত্তরপশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া ‘হারাতিন‘ সম্প্রদায়ে জন্মই যেন আজন্ম পাপ৷ পুরুষের পর পুরুষ ধরে এই সম্প্রদায়ের মানুষ দাস৷ যদিও সরকারিভাবে দেশটিতে দাস ব্যবসা নিষিদ্ধ৷ তারপরও সেখানে দাস কেনা-বেচা চলে৷ মৌরিতানিয়ায় ছয় লাখের বেশি পুরুষ, নারী ও শিশু দাস রয়েছে৷ যারা গৃহকর্ম এবং কৃষিকাজ করেন৷ যা দেশটির মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ৷
জার্মান পুলিশ ইতিমধ্যে ১০ টিরও বেশি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র।
স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার এই অভিযানকে ‘অভিবাসীদের নিষ্ঠুর আন্তর্জাতিক চোরাচালানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "চক্রগুলো মানুষকে ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দেয়ার জন্য পাঠাচ্ছে ও তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।"
আগামীতেও এমন অভিযান চালু থাকবে জানিয়ে তিনি বলেন, "মানুষের দুর্দশায় এই অসাধু বাণিজ্যের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে থাকবো।"
ব্রিটিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৩৩ হাজার ৬৮৪ জন অভিবাসনপ্রত্যাশী ছোট নৌকার মাধ্যমে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।
ছোট নৌকায় গাদাগাদি করে বসায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফরাসি দৈনিক লো পারিসিয়ে-র তথ্যানুসারে, এবছর অন্তত ৭২ জন অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নৌকাডুবিতে মারা গেছেন।