1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মুসলমানদের কবর দেয়ার জায়গার স্বল্পতা

Sanjiv Burman১৩ ফেব্রুয়ারি ২০২৩

জার্মানিতে ৫০ লাখের বেশি মুসলমান বাস করেন৷ প্রথম প্রজন্মের মুসলিমদের বেশিরভাগই মৃত্যুর পর নিজ দেশে সমাহিত হতে চান৷ আর পরবর্তী প্রজন্মের বেশিরভাগ জার্মানিতেই থেকে যেতে চান৷

বর্তমানে জার্মানিতে ৩০ হাজারের বেশি কবরস্থান থাকলেও মুসলমানদের সমাহিত করার জায়গার ঘাটতি রয়েছে
বর্তমানে জার্মানিতে ৩০ হাজারের বেশি কবরস্থান থাকলেও মুসলমানদের সমাহিত করার জায়গার ঘাটতি রয়েছেছবি: Frank Rumpenhors/dpa/picture alliance

‘‘জার্মানিতে সমাহিত হতে চাওয়া মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে,’’ বলে ডয়চে ভেলেকে জানান সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমসের নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যের চেয়ারম্যান সামির বুয়াইসা৷

তিনি জার্মানিতে এমন একটি কবরস্থান তৈরি করতে চাইছেন যেটা পরিচালনার দায়িত্বে শুধু মুসলমানরা থাকবেন৷ ভুপার্টাল শহরে সেটি গড়ে তোলা হবে৷ এর কাছে প্রোটেস্টান্টদের একটি পুরনো কবরস্থান ও ইহুদিদের একটি নতুন কবরস্থান আছে৷ ‘‘এই তিনটি কবরস্থানের জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে, যেখানে শেষকৃত্যের জন্য তিনটি আলাদা রুম থাকবে,'' বলে জানান বুয়াইসা৷

বর্তমানে জার্মানিতে ৩০ হাজারের বেশি কবরস্থান আছে৷ এর এক-তৃতীয়াংশ গির্জা কর্তৃপক্ষ, আর বাকিগুলো শহর কর্তৃপক্ষ পরিচালনা করে থাকে৷

বুয়াইসা বলেন, ভবিষ্যতে জার্মানিতে মুসলমানদের কবর দেয়ার জন্য আরও জায়গা লাগবে, কারণ ২০১৫ ও ২০১৬ সালে যে শরণার্থীরা জার্মানিতে এসেছেন তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা কম৷

বার্লিন রাজ্যের সেনেট গতমাসে জানায়, এ বছর অন্তত আরও তিনটি কবরস্থানে মুসলমানদের জন্য কবর দেয়ার জায়গার ব্যবস্থা করা হচ্ছে৷

ক্রিস্টোফ স্টার্ক/জেডএইচ

জার্মানিতে বৈষম্যের শিকার হন অনেক মুসলিম

01:38

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ