1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইহুদিবিদ্বেষ রোধে বিশেষ শিক্ষার আহ্বান

৭ নভেম্বর ২০১৮

মুসলিম অভিবাসীদের মনে ইহুদিবিদ্বেষ প্রতিরোধ করতে বিশেষ পাঠ্যসূচির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে জার্মানির ইহুদি ফেডারেশন৷ জার্মানিতে ইহুদিবিদ্বেষ ছড়ানোর জন্য কট্টরপন্থি দল এএফডি-র নিন্দাও জানিয়েছে তারা৷

Deutschland Demonstranten verbrennen Fahne mit Davidstern in Berlin
ছবি: picture alliance/dpa/Jüdisches Forum für Demokratie und gegen Antisemitismus e.V.

নতুন মুসলিম অভিবাসীদের মন থেকে ইহুদি বিদ্বেষ দূর করতে বিশেষ শিক্ষার আহ্বান জানিয়েছে জার্মানিতে ইহুদিদের কেন্দ্রীয় কাউন্সিল৷

কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আবরাহাম লেহরের প্রোটেসটান্ট প্রেস সার্ভিসকে জানিয়েছেন, ‘‘অভিবাসীরা এখানে আসার সাথে সাথে তাদের মধ্যে ইহুদিবিদ্বেষ দমন করা না গেলে, তা চরম আকার ধারণ করবে৷ কেননা এই মানুষগুলো যখন এখানে স্থায়ী হয়ে যাবে, চাকুরি ও আবাসনের কোনো সমস্যা থাকবে না৷ তখন তারা তাদের মতামত প্রকাশ্যে বলা শুরু করবে৷ তাই এই অবস্থা প্রতিরোধে ‘ইন্টিগ্রেশন কোর্সে' ইহুদিবিদ্বেষ প্রতিরোধ সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে৷''

লেহরের বলেন, ‘‘জার্মানির বর্তমান পরিস্থিতি তাঁকে ভাইমার রিপাবলিক যুগের শেষের দিকের কথা মনে করিয়ে দেয়৷ কেননা সেসময় কট্টরপন্থা চরম আকার ধারণ করেছিল, বর্তমানে এএফডি-র উত্থানে সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷'' ১৯২৯ সাল থেকে জার্মানিতে ইহুদিবিদ্বেষের উত্থান হয়, যা হিটলার এবং তার নাৎসি বাহিনীর সময় চরম আকার ধারণ করে৷

কেমনিৎসের ঘটনা উল্লেখ করে লেহরের বলেন, ‘‘কর্তৃপক্ষ সেসময় ইহুদিবিদ্বেষ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি৷ ফলে এএফডি এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে, যার ফলেইহুদিবিদ্বেষ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো মানুষ প্রকাশ্যে তা জানান দিতে পারে৷''

অ্যালিস্টে ভাল্শ/এপিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ