1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

জার্মানিতে মূল্যস্ফীতির পাশাপাশি বেতনও বেড়েছে

৩০ মে ২০২৪

গত ছয় মাসের মধ্যে জার্মানিতে চলতি মে মাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতি বেড়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির পরিসংখ্যান কার্যালয় ডেস্টাটিস৷ আর এ বছরের প্রথম তিন মাসে বেতন বৃদ্ধির হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি ছিল৷

সুপারশপের ট্রলিতে বিভিন্ন মুদি পণ্য
জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় দশমিক ছয় শতাংশ বেড়েছেছবি: Frank Hoermann/SVEN SIMON/IMAGO

মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ২.৪ শতাংশ৷ অর্থাৎ, আগের বছরের মে মাসের তুলনায় মূল্য বেড়েছে ২.৪ শতাংশ৷ এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ২.২ শতাংশ৷ ডেস্টাটিস বলছে, ছয় মাসের মধ্যে মে মাসেই প্রথমবার মূল্যস্ফীতি বাড়লো৷

ডেস্টাটিস আরও জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে বেতন বেড়েছে ৬.৪ শতাংশ৷ তবে মূল্যস্ফীতি সমন্বয় করার পর বেতন বৃদ্ধির হার হয় ৩.৮ শতাংশ৷ এই হার ২০০৮ সালের পর সবচেয়ে বেশি৷

বেতন বাড়ায় মে মাসে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে ধারনা করেছিলেন অর্থনীতিবিদেরা৷ জার্মানিতে মে মাসে খাবারের দাম আগের বছরের মে মাসের তুলনায় ০.৬ শতাংশ বেড়েছে৷ এ বছরের মে মাসে সেবার দাম ৩.৯ শতাংশ বেড়েছে৷

আগের বছরের তুলনায় জ্বালানির দাম ১.১ শতাংশ কমেছে৷ মূল্য সংযোজন কর বা ভ্যাট আগের ১৯ শতাংশে ফিরে যাওয়ার পরও জ্বালানির দাম কমেছে৷ ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের হামলা করার পর জ্বালানির দাম বাড়তে থাকায় জার্মান সরকার জ্বালানির মূল্যের উপর ভ্যাট ১৯ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করেছিল৷

চলতি বছরে মূল্যস্ফীতির হার ২.৪ শতাংশ হতে পারে বলে ধারনা করছে জার্মান সরকার৷ গতবছর এটি ৫.৯ শতাংশ ছিল৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ