1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মোটর সাইক্লিস্টদের জোর আন্দোলন

২ আগস্ট ২০২০

জার্মানির রাস্তায় গাড়ির হর্ন কদাচিৎ শোনা যায়৷ তবে ছুটির দিনে মোটর সাইকেলের ইঞ্জিনের বিকট শব্দে কিছু এলাকায় টেকা দায় হয়ে যায়৷  তাই সপ্তাহে অন্তত একদিন মোটর সাইকেল নিষিদ্ধ করার দাবি উঠেছে৷

জার্মানির রাস্তায় গাড়ির হর্ন কদাচিৎ শোনা যায়৷ তবে ছুটির দিনে মোটর সাইকেলের ইঞ্জিনের বিকট শব্দে কিছু এলাকায় টেকা দায় হয়ে যায়৷  তাই সপ্তাহে অন্তত একদিন মোটর সাইকেল নিষিদ্ধ করার দাবি উঠেছে৷
ছবি: imago images/ZUMA Wire/T. Vornier

জার্মানির প্রায় সব রাজ্যেই উঠেছে এই দাবি৷ বিশেষ করে রবিবার বা অন্য সরকারি ছুটির দিনে মোটরবাইকের শব্দ শুনে শুনে তারা অতিষ্ঠ৷ তাই সপ্তাহে অন্তত একটা দিন (রোববার) মোটরসাইকেল পুরোপুরি নিষিদ্ধ করা অথবা শব্দ নিয়ন্ত্রণের দাবি তুলেছেন তারা৷

দাবি ওঠার পর থেকে প্রতি সপ্তাহান্তে বিভিন্ন শহরে সমবেত হয়ে এ দাবির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন হাজার হাজার মোটরবাইক চালক৷ গত সপ্তাহান্তে ফ্রিডরিশহাফেনে ৫০০০ মোটরসাইক্লিস্ট তাদের বাহন নিয়ে জানিয়েছেন প্রতিবাদ৷ হামবুর্গের সেইন্ট পাউলিতে জড়ো হয়েছিলেন ৭৫০জন বাইকার৷

মিউনিখে করোনাকালীন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ছয় হাজার বাইকচালক আওয়াজ তুলেছেন, ‘‘কয়েকজন কুলাঙ্গারের জন্য মোটরবাইক চালানো একদিনের জন্যও নিষিদ্ধ করা যাবে না৷’’ ‘বাইকার্স ফর ফ্রিডম’-এর উদ্যোগে এমন বিক্ষোভ সমাবেশ আরো কিছুদিন বিভিন্ন শহরে প্রতি রবিবার চলবে বলে ধারণা করা হচ্ছে৷

জার্মানির কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী আন্দ্রেয়াস শয়ার অবশ্য মোটরসাইকেলের ওপর কোনো নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে৷

এলিয়ট ডগলাস/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ