স্কুল বা অফিস-আদালত নয়, জার্মানিতে করোনা সংক্রমণ বেশি ছড়ায় ঘরোয়া পরিবেশ বা নার্সিং হোম থেকে৷ এক সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে এমন তথ্য৷
বিজ্ঞাপন
জার্মানিতে কোন জায়গাগুলো থেকে সংক্রমণ বেশি ছড়ায় তা জানার চেষ্টা করেছে রবার্ট কখ ইন্সিটিটিউট (আরকেআই)৷ শুক্রবার এ বিষয়ে একটি সমীক্ষার প্রতিবেদন প্রকাশ করেছে তারা৷ সেখানে দেখা গেছে, জার্মানিতে করোনা সংক্রমণের বড় দুটো ঘাঁটি ঘর-বাড়ি এবং প্রবীণদের সেবাকেন্দ্র৷
জার্মানির বিমানবন্দরে করোনা টেস্ট: যা যা জানা প্রয়োজন
ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে জার্মানিতে আসা যাত্রীদের বিমানবন্দরেই করোনা টেস্ট করানো বাধ্যতামূলক করেছে সরকার৷ ৮ আগস্ট থেকে তা কার্যকর হবে৷ এ সম্পর্কে কিছু বিষয় জানা খুব প্রয়োজন৷
ছবি: Reuters/F. Bensch
নতুন পরীক্ষা-নীরিক্ষা
৬ আগস্ট জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ঘোষণা দেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা যাত্রীদের দীর্ঘ করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে৷ তবে যারা করোনা ‘নেগেটিভ’ সার্টিফিকেট আনবেন, তারা জার্মানিতে প্রবেশ করতে পারবেন৷ তবে সেই সার্টিফিকেট দুই দিনের বেশি পুরোনো হলে চলবে না৷
ছবি: Getty Images/T. Lohnes
কাদের পরীক্ষা হবে?
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ জার্মানির প্রধান সব বিমানবন্দরে এই ব্যবস্থা রাখা হয়েছে৷ বিমানবন্দরে পরীক্ষার ব্যবস্থা না থাকলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷
ছবি: Getty Images/T. Lohnes
অন্য দেশ
যেসব দেশ করোনা ‘ঝুঁকিমুক্ত’ সেসব দেশের যাত্রীদের করোনার লক্ষণ দেখা না গেলে কোনো পরীক্ষার মধ্য দিয়ে আপাতত যেতে হচ্ছে না৷ এমনকি তাদের কোয়ারান্টিনেও থাকতে হচ্ছে না৷
ছবি: picture-alliance/dpa/T. Reiner
টাকা কে দেবে?
যাত্রীদের করোনা পরীক্ষার ব্যয় বহন করবে জার্মান সরকার৷
ছবি: Reuters/F. Bensch
কোয়ারান্টিন
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা প্রত্যেক যাত্রীকেই ১৪ দিনের কোয়ারান্টিনে থাকবে হবে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Probst
ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা
প্রতিদিনের তথ্যের উপর ভিত্তি করে করোনায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা করছে জার্মান জনস্বাস্থ্য সংস্থা৷ যেসব দেশে সংক্রমণের হার বেশি, সেগুলো ঝুঁকির তালিকায় শীর্ষে রয়েছে৷ এখন পর্যন্ত তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, স্পেনের উত্তরাঞ্চলের কিছু এলাকা, উত্তর মেসিডোনিয়া, ইসরায়েল, ইরান, তুরস্ক, ভারত এবং দক্ষিণ কোরিয়া৷ বেলজিয়ামের এন্টোয়ার্প প্রদেশও আছে তালিকায়৷
ছবি: Getty Images/T. Lohnes
6 ছবি1 | 6
প্রবীণদের নার্সিংহোম বা বৃদ্ধাশ্রমে একজন সংক্রমিত হলে সেখান থেকে গড়ে ১৯ জনের দেহে সংক্রমণ ছড়ায়৷ ঘর-বাড়ি থেকে সংক্রমণের বিস্তারের মাত্রা আরো বেশি৷ সবচেয়ে বেশি শরণার্থী শিবির বা শরণার্থী কেন্দ্রে৷সেখানে একজন থেকে গড়ে সর্বোচ্চা ২১ জনের দেহে কোভিড-১৯ ছড়ায়৷
পরিবারের মধ্যে সংক্রমণের নজিরও কম নয়৷ আরকেআই-র প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার থেকে বাইরে ব্যাপক সংক্রমণ না ছড়ালেও অনেক ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরা সংক্রমণ এড়াতে পারেনন না৷
স্কুলে সংক্রমণ বেশি নয়
গত মার্চে জার্মানির স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়৷ সেই থেকে দীর্ঘ একটা সময় পর্যন্ত ঘরে বসেই ক্লাস করেছে শিক্ষার্থীরা৷ পরে একটা সময় সীমিত পরিসরে স্কুল খুলে দিলেও সংক্রমণ বাড়েনি৷ এখন সব স্কুলই মোটামুটি খোলা৷ তবে স্কুলগুলোতে সংক্রমণের হার মোটেই এখনো তুলনামূলকভাবে কম৷ এ পর্যন্ত সারা দেশের সব স্কুল মিলিয়ে মাত্র ১৫০ জনের সংক্রমিত হওয়ার তথ্য পেয়েছে রবার্ট কখ ইন্সটিটিউট৷ গবেষণা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, হোটেল-রেস্তোরাঁ, অফিস-আদালত, পার্ক, চিড়িয়াখানায় ঝুঁকি অনেক বেশি হলেও সেসব জায়গাতেও সংক্রমণের হার বেশ কম৷