1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে রাজনীতিবিদদের হত্যার হুমকি

২৩ অক্টোবর ২০১৯

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য টুরিঙ্গিয়ার দু'জন রাজনীতিবিদকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ হত্যার হুমকি পাওয়াদের একজন সবুজ দলের আর আরেকজন ম্যার্কেলের দল সিডিইউ-র নেতা৷

Razzia gegen Neonazi-Gruppe
ছবি: picture-alliance/dpa/B. Thissen

আগামী শনিবার টুরিঙ্গিয়ায় নির্বাচন৷ তার আগেই হত্যার হুমকি পেলেন তাঁরা৷ টুরিঙ্গিয়ায় সবুজ দলের সংসদীয় নেতা ডির্ক আডাম সোমবার জানান,  তাঁকে ই-মেলে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ শুক্রবার পাঠানো ই-মেলে বলা হয়, ডির্ক আডাম সবুজ দল না ছাড়লে ছুরি বা গাড়িবোমা হামলায় তাঁকে হত্যা করা হবে৷

এর আগে টুরিঙ্গিয়ায় সিডিইউ-র সংসদীয় নেতা মাইক মোরিং জানান, শনিবার তিনি হত্যার হুমকি দেয়া ই-মেল পেয়েছেন৷ হিটলারের প্রশংসা এবং তার ভাবাদর্শের জয় কামনা করা ই-মেলটিতেও দেয়া হয়েছে একই হুমকি, অর্থাৎ সিডিইউ না ছাড়লে ছুরি বা গাড়িবোমার আঘাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে৷ ‘মিউজিশিয়ানস অফ স্টেট ক্যু অর্কেস্ট্রা'-র নামে পাঠানো হয় মেলটি৷ হুমকিদাতারা ‘মিউজিশিয়ানস অফ স্টেট ক্যু অর্কেস্ট্রা'-এর পরিচয় দিয়েছে বিশ্বের সব চরম ডানপন্থিদের সঙ্গে যুক্ত একটি সংগঠন হিসেবে৷

দু'টি ই-মেলে আরো বলা হয়, টুরিঙ্গিয়ায় বাম বা বামঘেঁষা দলগুলোর সব নেতার ক্ষেত্রেই এ হুমকি প্রযোজ্য৷

শনিবারে নির্বাচনে ডির্ক আডাম এবং মাইক মোরিং তাঁদের দলের প্রার্থী৷ টুরিঙ্গিয়ায় বাম দল সবচেয়ে শক্তিশালী৷ সেখানে এখন বামদের শাসনই চলছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে সিডিইউ৷ তবে জনমত জরিপ বলছে, ডানপন্থি দল এএফডির ভোট এখন সিডিইউ-র কাছাকাছি৷   

চরম ডানপন্থিদের হামলা, হুমকি বাড়ছে

চলতি মাসে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর হালে-তে ইহুদিদের এক উপাসনালয়ে হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়ে গুলি করে দুই পথচারীকে হত্যা করে ইহুদিবিদ্বেষী এক নব্য নাৎসি৷ এছাড়া গত জুন মাসে আরেক নব্য নাৎসির গুলিতে মারা যান কাসেলের শরণার্থী সমর্থক স্থানীয় সরকার প্রধান ভাল্টার ল্যুবকে ৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ