1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে রাশিয়ার সমর্থনে ‘জেড' লেখায় ৪০০০ ইউরো জরিমানা

২৬ অক্টোবর ২০২২

নিজের গাড়ির কাঁচে Z লিখে শহরময় ঘুরেছিলেন তিনি৷এভাবে রাশিয়ার প্রতি সমর্থন জানানোয় তাকে চার হাজার ইউরো জরিমানা করেছে হামবুর্গের আদালত৷

BG Russland Ukraine Krieg
ছবি: Darko Vojinovic/AP/picture alliance

গত মার্চে জার্মানির হামবুর্গ শহরে এক ব্যক্তিকে গাড়ির কাঁচে Z লিখে ঘুরে বেড়াতে দেখা যায়৷ এ-ফোর সাইজের কাগজে নীল রঙে Z লিখে তা নিজের হাতে গাড়ির কাঁচে ঘুরে বেড়ানোয় তখন তার কিছুই হয়নি৷ ৬২ বছর বয়সি ওই ব্যক্তিকে কেউ বাধা দেয়নি তখন৷ তবে আদালতে তার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন জানানোর অভিযোগ ওঠে৷ কোনো শুনানি ছাড়াই আদালত ওই ব্যক্তিকে ৮০দিনে ৬০ ইউরো করে মোট চার হাজার ৮০০ ইউরো জরিমানা করে৷ রায়ের বিরুদ্ধে আপিল হওয়ায় প্রতিদিন ৫০ ইউরো করে ৮০ দিনে মোট চার হাজার ই্উরো জরিমানার আদেশ দেয় আদালত৷ অভিযুক্ত ব্যক্তি অবশ্য এই রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারবেন৷

ইউক্রেনের পেরেকোপ সীমান্তের কাছে Z লেখা রুশ বাহিনীর ট্রাকছবি: Sergei Malgavko/TASS/dpa/picture alliance

জেড কেন আর নিছক একটি বর্ণ নয়

রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর রুশ বাহিনীর ট্যাঙ্ক ও গাড়িতে Z  অক্ষরটি নিয়মিত চোখে পড়ে৷ রাশিয়ার প্রোপাগান্ডায় এই বর্ণ রুশ বাহিনীর প্রতি সমর্থনের প্রতীক হিসেবে উঠে আসে বারবার৷এখন ভ্লাদিমির পুটিনের দেশের বিভিন্ন শহরে পরিধেয় বস্ত্রে এবং বিলবোর্ডে বড় বড় করে লেখা হয় Z ৷ কিন্তু এই চিহ্ন ব্যবহারের মাধ্যমে ইউক্রেনে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো রাশিয়ার হামলাকে সমর্থন জানানো হয় বলে জার্মানিতে Z লিখে অন্যদের দেখানো শাস্তিযোগ্য অপরাধ৷

এসিবি/ কেএম (এএফপি,ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ