1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ‘রেড আর্মি'র সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার

২৭ ফেব্রুয়ারি ২০২৪

গত শতকের ৭০ ও ৮০-র দশকে পশ্চিম জার্মানিতে সক্রিয় কট্টর বামপন্থি ‘রেড আর্মি ফ্যাকশন' বা আরএএফ গোষ্ঠীর এক সন্দেহভাজন সদস্য ডানিয়েলা ক্লেটেকে সোমবার বার্লিনে আটক করা হয়েছে৷

আরএএফ সদস্য ডানিয়েলা ক্লেটে
মঙ্গলবার ৬৫ বছর বয়সি ক্লেটের আটকের খবর জানিয়েছে কর্তৃপক্ষছবি: Polizei/dpa/picture-alliance

লোয়ার সাক্সোনি রাজ্যের ফেয়ারডেন শহরের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় মঙ্গলবার ৬৫ বছর বয়সি ক্লেটের আটকের খবর জানিয়েছে৷

‘‘আমরা মিস ক্লেটেকে গ্রেপ্তার করেছি,'' বলেন সিনিয়র পাবলিক প্রসিকিউটর করায় ফ্রয়ডেনব্যার্গ৷ তার কার্যালয় ক্লেটে ও তার দুই সহযোগী এয়ার্ন্সট-ফল্কার স্টাউব ও বুর্কহার্ড গারভেগকে নিয়ে তদন্ত করছে৷

এই তিনজন ১৯৯০ দশক থেকে পালিয়ে ছিলেন৷ ডাকাতি করে তারা পলাতক জীবন চালানোর চেষ্টা করতেন বলে ধারণা করা হয়৷

সম্প্রতি তাদের মামলা নিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠান প্রচারের পর এই তিন সন্দেহভাজনের অবস্থান সম্পর্কে ১৬১টি তথ্য পেয়েছিল কর্তৃপক্ষ৷

গত শতকের ৭০ ও ৮০-র দশকে আরএএফ তৎকালীন পশ্চিম জার্মানিতে বেশ কয়েকটি হামলা ও অপহরণের সঙ্গে জড়িত ছিল৷ ৩০টির বেশি হত্যাকাণ্ডের সঙ্গে এই গোষ্ঠী জড়িত ছিল বলে ধারনা করা হয়৷

১৯৯৮ সালে গোষ্ঠীটি নিজেদের বিলুপ্ত ঘোষণা করে৷ সাবেক এই সন্ত্রাসী সংগঠনটি এখনও সক্রিয় থাকার কোনো প্রমাণ নেই৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ