1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে রেল চালকদের ২০ ঘণ্টার ধর্মঘট চলছে

১৬ নভেম্বর ২০২৩

জার্মানিতে স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে ট্রেন চালকদের ধর্মঘট শুরু হয়েছে৷ চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: Micha Korb/pressefoto_korb/picture alliance

কর্মীদের মাসিক বেতন ৫৫৫ ইউরো বা প্রায় ৬৭ হাজার বাংলাদেশি টাকা বাড়ানোর দাবিতে এই ধর্মঘট ডেকেছে ট্রেন চালকদের সংগঠন জিডিএল৷ মূল্যস্ফীতির কারণে প্রাপ্ত এককালীন তিন হাজার ইউরো বা তিন লাখ ৬১ হাজার টাকার বাইরে এই দাবি করেছেন তারা৷

এছাড়া বেতন না কমিয়ে সাপ্তাহিক কাজের সময় ৩৮ থেকে কমিয়ে ৩৫ ঘণ্টা করারও দাবি জানিয়েছে জিডিএল৷

জার্মানির ট্রেন সংস্থা ডয়চে বান বা ডিবি বেতন ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে৷

চলতি সপ্তাহের শুরুতে ডিবি ও জিডিএল-এর মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু ধর্মঘট প্রত্যাহার না করায় আলোচনা বাতিল করে দেয় ডিবি৷

ধর্মঘটের কারণে যাত্রীদের যাত্রা স্থগিত করার আহ্বান জানিয়েছেন ডিবির মুখপাত্র আখিম স্টাউস৷ তিনি বলেন, ‘২০টির কম আইসিই ও আইসি ট্রেন চলতে পারে'৷ আইসিই ও আইসি হচ্ছে জার্মানির দ্রুতগতির ট্রেন৷

আঞ্চলিক ট্রেন চলাচলের উপর ধর্মঘটের প্রভাব অঞ্চলভেদে ভিন্নভাবে পড়েছে৷ কিছু রাজ্যে আঞ্চলিক ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ