জার্মানির সরকারি রেলওয়ে অপারেটর ও কর্মী ইউনিয়নের মধ্যে চুক্তি হলো। তাই রেল ধর্মঘট আপাতত হচ্ছে না।
বিজ্ঞাপন
অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার কথা জানিয়েছিল পরিবহন কর্মী ইউনিয়ন ইভিজি। কিন্তু জার্মানির রেল অপারেটর ডিবি-র সঙ্গে তাদের চুক্তি হয়েছে। দুই পক্ষই কর্মীদের বেতন বাড়ানো নিয়ে আর্বিট্রেটরের রায় মেনে নেবে।
ইউনিয়নের ৫২ দশমিক তিন শতাংশ কর্মী এই সিদ্ধান্ত মেনে নেয়ার পক্ষে রায় দিয়েছেন। এরপরই ইভিজি ঘোষণা করেছে, তারা আর অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে না।
ইভিজির প্রধান মার্টিন বুরকার্ট বার্লিনে বলেছেন, তাদের আশা, এর ফলে কর্মীদের যথেষ্ট পরিমাণে বেতন বাড়বে। কম ও মাঝারি আয়ের কর্মীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বার্লিন থেকে মিউনিখ যান দ্রুতগতির ট্রেনে
বার্লিন থেকে মিউনিখে যাতায়াতের সময় এখন কমে গেছে অনেকখানি৷ ‘জার্মানি ইউনিটি ট্রান্সপোর্ট প্রজেক্ট’-এর আওতায় দ্রুতগতির ট্রেন চলাচল শুরু হয়েছে এ পথে৷ এ প্রকল্প বাস্তবায়নে সময় লেগেছে ২৫ বছর৷ খরচ হয়েছে কয়েক বিলিয়ন ইউরো৷
ছবি: Deutsche Bahn AG/Frank Barteld
বৃহৎ প্রকল্প
২৫ বছর আগে যখন এ প্রকল্পের শুরু, তখন সমালোচনা হয়েছিল প্রচুর৷ করদাতাদের কোটি কোটি টাকা নষ্ট করে এ প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে উঠেছিল প্রশ্ন৷ সব সমালোচনার জবাবে ডিসেম্বরের ১০ তারিখ চালু হয়েছে দ্রুতগতির এ ট্রেন৷ যার ফলে জার্মানির গুরুত্বপূর্ণ এ দু’টি শহরের মধ্যে যাতায়াতের সময় কমেছে প্রায় দু’ঘণ্টা৷
ছবি: picture-alliance/ZB/J. Woitas
ব্রিজ ও টানেল
এ প্রকল্পের অধীনে তিনশ’রও বেশি রেল ব্রিজ ও ১৭০টি সড়ক সংযোগকারী ব্রিজ তৈরি করা হয়েছে৷ তবে দ্রুতগতির এ ট্রেন প্রায় অর্ধেক পথ পাড়ি দেবে মাটির নীচ কিংবা উপত্যকার মধ্যে দিয়ে৷ ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলা এ ট্রেনে বাতাসের ধাক্কা সামলাতে কোনো কোনো ক্ষেত্রে ‘হুড স্ট্রাকচার’ তৈরি করা হয়েছে, যাতে কোনোরকম ঝামেলা ছাড়াই ট্রেনটি চলাচল করতে পারে৷
ছবি: picture-alliance/dpa/M. Schutt
আরো যা জানার আছে
বার্লিন ও মিউনিখ থেকে দিনে তিনবার এই ‘আইসিই স্প্রিন্টার’ চলবে৷ এ ট্রেনে চড়ে মাত্র চার ঘণ্টা সময় লাগবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে৷ অথচ জার্মানির সাধারণ দ্রুতগতি সম্পন্ন দূরপাল্লার ট্রেন আইসিই-তে চড়লে সময় লাগে সাড়ে চার ঘণ্টা৷ ‘আইসিই স্প্রিন্টার’ চলাচল শুরু করায় এ অঞ্চলের প্রায় সব গন্তব্যের ট্রেনের সময়সূচিতে এসেছে বড় ধরনের পরিবর্তন৷
ছবি: picture-alliance/dpa
মাটির নীচ দিয়ে চলবে মালবাহী ট্রেন
জার্মানিতে নুরেমব্যার্গ থেকে ফ্যুর্ট হলো মালবাহী ট্রেনের অন্যতম রুট৷ এ প্রকল্পের আওতায় ১৩ কিলোমিটার লম্বা এ যাত্রাপথে নির্মিত হয়েছে এক সুরঙ্গপথ৷ অবশ্য ভবিষ্যতের জন্য এ টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ ২০২৫ সালের মধ্যে জার্মানিতে ট্রেনের মাধ্যমেই প্রায় ৬০ শতাংশ মালামাল পরিবহণ করা হবে৷
ছবি: DB AG
টিকেটের দাম
গতির সাথে সাথে বার্লিন-মিউনিখের যাত্রা খরচও বাড়ছে৷ ১৫০ ইউরো পর্যন্ত লাগতে পারে দ্রুতগতির এ ট্রেনে চড়তে৷ যার অর্থ, যাত্রীদের এ পথে যাতায়াত খরচ বেড়েছে ১৩ ভাগেরও বেশি৷
ছবি: picture-alliance/dpa/J. Woitas
পরিবেশ রক্ষায় বিনিয়োগ
শুরু থেকেই দ্রুতগতির এ ট্রেন চালুর সমালোচনা হয়েছে৷ বিশেষ করে পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে সমালোচনা করে এসেছে জার্মানির পরিবেশবাদী সংস্থা বিইউএনডি৷ তবে রেলকর্তৃপক্ষের দাবি, এর ফলে চার হাজার হেক্টর আবাদী জমি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, রোপণ করা হয়েছে প্রায় ছয় লাখ গাছ৷
ছবি: picture-alliance/dpa/J. Woitas
প্রত্নতাত্ত্বিক আবিষ্কার
এ প্রকল্প চলাকালিন খুঁজে পাওয়া গেছে হাজার হাজার বছর আগে বাণিজ্যের কাজে ব্যবহৃত পথের সন্ধান৷ এছাড়াও সাত হাজার বছর আগেকার এক স্থাপনা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ হাজার নিদর্শন৷ ১৫০ থেকে ২০০ মিলিয়ন বছরের পুরোনো ফসিলও উদ্ধার হয়েছে সুরঙ্গপথ নির্মাণের সময়৷
ছবি: Deutsche Bahn
7 ছবি1 | 7
ডিবি-ও জানিয়েছে, এই সমঝোতায় তারা খুশি।
তবে আরেকটি পরিবহন ইউনিয়ন জিডিএল এই বছরের শেষে তাদের সদস্যদের রায় নিতে শুরু করবে। গত জুন মাসে এই ট্রেনচালকদের ইউনিয়ন তাদের দাবি পেশ করেছিল। তারা জানিয়েছিল, তাদের বেতন মাস অন্তত ৫৫৫ ইউরো বাড়াতে হবে। তাছাড়া তিন হাজার ইউরো করমুক্ত বোনাস দিতে হবে। তাছাড়া ভাতার পরিমাণ ২৫ শতাংশ বাড়াতে হবে।