1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে দুর্নীতি

৩ জানুয়ারি ২০১৩

টাকার বিনিময়ে নিয়ম ভেঙে অন্যদের আগে চিকিৎসকের দেখা পাওয়া, মানে সিরিয়াল পাওয়ার চলন বাংলাদেশে হরহামেশাই হচ্ছে৷ এবার সেটা দেখা যাচ্ছে জার্মানিতেও৷ ফলে শুরু হয়েছে তদন্ত৷

ছবি: dapd

দুর্নীতিটা হচ্ছে লিভার প্রতিস্থাপনের ক্ষেত্রে৷ লিভার বা যকৃত যেহেতু সহজে পাওয়া যায় না, তাই জার্মানির হাসপাতালগুলোতে এক ধরণের ‘রেটিং' ব্যবস্থা চালু আছে৷ এর আওতায় রোগীর অবস্থা বিবেচনা করে একটা তালিকা তৈরি করা হয়৷ এরপর লিভার পাওয়া সাপেক্ষে ঐ তালিকা অনুযায়ী রোগীর দেহে লিভার প্রতিষ্ঠাপন করা হয়৷ কিন্তু সম্প্রতি লাইপশিস ইউনিভার্সিটি হাসপাতালের তিন চিকিৎসককে নিয়ম ভঙ্গ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা টাকা বা ঘুসের বিনিময়ে পেছনে থাকা রোগীদের নাম তালিকায় এগিয়ে দিয়েছেন৷

অভিযুক্ত এই তিন চিকিৎসকের দায়িত্ব ছিল রোগীর তালিকা তৈরি করা৷

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাঁরা ৩৮ জন রোগীর ক্ষেত্রে অনিয়ম দেখতে পেয়েছেন৷ হাসপাতালের প্রধান কর্মকর্তা ভল্ফগাং ফ্লাইগ বলছেন, ‘‘আমি নিশ্চিত করে বলতে পারি না যে, এসব ক্ষেত্রে টাকার বিষয়টি জড়িত ছিল না৷''

হাসপাতালের অভ্যন্তরীণ অডিটের সময় অনিয়মের বিষয়টি ধরা পড়ে৷

পুরো বিষয়টি নিয়ে এখন তদন্ত করছে পুলিশ৷ তদন্তের সঙ্গে জড়িত এক কর্মকর্তা রিকার্ডো শ্যুলজ বলছেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ বিষয়টিতে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা – তা খতিয়ে দেখা হচ্ছে৷

উল্লেখ্য, লাইপশিসের আগে আরও দুটি জার্মান শহরের চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ পাওয়া গিয়েছিল৷ সেগুলোর এখনো তদন্ত চলছে৷

গ্যোটিঙ্গেনের এক চিকিৎসক ঘুসের বিনিময়ে বাইরের দেশ থেকে আসা ধনাঢ্য রোগীদের নাম তালিকায় সামনের দিকে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে৷ তাঁর বিরুদ্ধে এখন তদন্ত চলছে৷

মিউনিখের একটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধেও একই অভিযোগে তদন্ত চলছে৷

সরকারি হিসেবে, ২০১১ সালে জার্মানিতে প্রায় ১২০০ জন রোগীর দেহে লিভার প্রতিস্থাপিত হয়েছে৷ আরেকটি পরিসংখ্যান বলছে, প্রতি চারজন জার্মানের একজন একটা ফর্মে সই করে রেখেছেন৷ এর ফলে তাঁরা যদি হঠাৎ করে তরুণ বয়সে মারা যান, তাহলে তাঁদের অঙ্গ আরেকজনকে দেয়া যেতে পারে৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ