ইউরোপের সবচেয়ে বড় লোহালক্কড়ের স্তূপ পাওয়া যাবে জার্মানির ডুইসবুর্গ শহরের বন্দরে এক দ্বীপের উপর৷ অতীতের ইস্পাত শিল্পের অবশিষ্ট এই জঞ্জালের মূল্য কোটি কোটি ইউরো৷ অদ্ভুত দেখতে এই সব টুকরোর মধ্যে বিশাল বিশাল যন্ত্রও চোখে পড়ে৷
ইস্পাত শিল্পের মানদণ্ড খুবই উঁচু৷ তাই সেরা মানের জঞ্জাল গলানো হয়৷ ডুইসবুর্গ শহরের স্ক্র্যাপ আইল্যান্ডে সব কিছু প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করা হয়৷ পুরনো লোহা থেকে অ্যাসবেস্টাস, প্লাস্টিক ও হেভি মেটাল আলাদা করা হয়৷
পুরনো গাড়ি একটা বড় চ্যালেঞ্জ, কারণ সবার আগে তার মধ্যে থেকে সব রকম তেল বার করে নিতে হয়৷ এয়ারব্যাগ ফাটিয়ে সেটি নিষ্ক্রিয় করে দিতে হয়৷ প্রতিদিন যে ২৫০ গাড়ি আসে, তার মধ্যে শুধু ইস্পাত অবশিষ্ট থাকে৷ যন্ত্র ইস্পাতের পাত মুড়ে দেয়৷ প্রতি মাসে এখানে ৭০,০০০ টন ধাতু উদ্ধার করা হয়৷ ভালো দাম পেতে হলে বিভিন্ন ধাতু ঠিকমতো আলাদা করতে হয়৷ হাতে করেই এই কাজ করতে হয়৷ শ্রমিকরা ভুল অথবা অতিরিক্ত বড় টুকরোগুলি সরিয়ে ফেলেন৷ কখনো তাঁরা নিজেরাই বড় টুকরোগুলি কেটে ছোট করে ফেলেন৷
বাঁশ সাধারণত তার স্থায়ীত্ব এবং নির্মাণ কাজে ব্যবহারের জন্য প্রসিদ্ধ৷ বার্লিন ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই বাঁশ দিয়ে তৈরি করছে সাইকেল৷
ছবি: Guy Degenবার্লিনের একটি সাইকেল কোম্পানির নকশাকার ডানিয়েল ফোগেল-এসেক্স (বামে) স্টেফান ব্রুনিং (ডানে)-এর সঙ্গে মিলে একটি ওয়ার্কশপ চালু করেছেন৷ যেসব ক্রেতা বাঁশের তৈরি সাইকেল পেতে আগ্রহী তাদের জন্য কাজ করেন এই দুই তরুণ৷
ছবি: Guy Degenবাঁশের একটা বড় গুণ এর স্থায়ীত্ব৷ এর ভেতরে ও বাইরে যে আঁশ রয়েছে সেটা বাঁশকে যেমন শক্ত করে তেমনি রাস্তায় চলতে গিয়ে যে ঝাঁকুনি তৈরি হয় সেটাকে দমিয়ে রাখে৷
ছবি: Guy Degenবাঁশের আরেকটা বৈশিষ্ট্য হলো, একে খুব সহজেই করাত দিয়ে পরিমাণ মতো কাটা যায়৷ এরপর শিরিস কাগজ আর বার্নিশ দিয়ে সাইকেলে ব্যবহারের উপযোগী করা যায়৷
ছবি: Guy Degenবাঁশের একটা নলের সঙ্গে আরেকটা জোড়া লাগিয়ে সাইকেলের অবকাঠামো তৈরির একটা বড় চ্যালেঞ্জ৷ এজন্য একেকজন একেক ধরণের পদ্ধতি ব্যবহার করে৷ কেউ ব্যবহার করে ইস্পাত আর কেউবা বার্নিশ, যা-তে মিশ্রিত থাকে শণজাতীয় উদ্ভিদের আঠা৷
ছবি: Guy Degenমজার বিষয় হচ্ছে, ওয়ার্কশপে সাইকেল তৈরির উপাদান যেমন বাঁশের, তেমনি যেসব উপকরণ ব্যবহার করে বাঁশকে সাইকেল তৈরির উপযোগী করা হয়, সেগুলোও বাঁশেরই তৈরি৷
ছবি: Guy Degenযারা নিজের জন্য বাঁশের তৈরি সাইকেল চান তাদের সহায়তা করতে সপ্তাহান্তে ওয়ার্কশপ চালু রাখেন এসেক্স ও ব্রুনিং৷ বাঁশের তৈরি এই সাইকেলের চাহিদা ক্রমশ বাড়ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ঘানা, জাম্বিয়া এবং সিংগাপুরে কিছু ছোট ছোট প্রতিষ্ঠানও গড়ে উঠেছে, যারা সাইকেলের জন্য বাঁশের ফ্রেম তৈরি করছে৷
ছবি: Guy Degenএসেক্স বলছেন, বাঁশের সাইকেল হাতেই তৈরি করতে হবে৷ কারণ বড় শিল্পের মতো ঢালাওভাবে সাইকেল উৎপাদনের ক্ষেত্রে বাঁশ ঠিক মানানসই উপকরণ নয়৷
ছবি: Guy Degen
বেশি বড় আকারের টুকরোর জন্য ডায়নামাইট ব্যবহার করা হয়৷ বড় টুকরোগুলি ব্লাস্টিং পিট-এ চলে যায়৷ সর্বোচ্চ অনুমোদিত ১৫ কিলো ডায়নামাইটেও যদি কাজ না হয়, তখন শ্রমিকদের সামনে আরেকটি পথ খোলা থাকে৷ ১০ মিটার উচ্চতা থেকে শক্ত ইস্পাতের বল পিট-এর উপর ফেলা হয়৷
ব্রিজের অংশ থেকে শুরু করে বাতিল গাড়ি – ডুইসবুর্গের জঞ্জাল বিশেষজ্ঞরা রিসাইক্লিং-এর কঠিন ব্যবসায় এককথায় অত্যন্ত পারদর্শী৷