1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে লোহালক্কড়ের রিসাইক্লিং

২৮ অক্টোবর ২০১৫

সাধারণ জঞ্জাল সাফাইয়ের নানা উপায়ের কথা শোনা যায়৷ কিন্তু লোহালক্কড়ের বিশাল স্তূপ সাফাই করা কি সোজা কথা! জার্মানির ডুইসবুর্গ শহরে এমন জঞ্জাল শুধু দূর করা নয়, তা পুনর্বব্যহারেরও লাভজনক ব্যবসা চলছে৷

Ägypten Wirtschaft Fabrikarbeiter
ছবি: Imago/Xinhua

ইউরোপের সবচেয়ে বড় লোহালক্কড়ের স্তূপ পাওয়া যাবে জার্মানির ডুইসবুর্গ শহরের বন্দরে এক দ্বীপের উপর৷ অতীতের ইস্পাত শিল্পের অবশিষ্ট এই জঞ্জালের মূল্য কোটি কোটি ইউরো৷ অদ্ভুত দেখতে এই সব টুকরোর মধ্যে বিশাল বিশাল যন্ত্রও চোখে পড়ে৷

ইস্পাত শিল্পের মানদণ্ড খুবই উঁচু৷ তাই সেরা মানের জঞ্জাল গলানো হয়৷ ডুইসবুর্গ শহরের স্ক্র্যাপ আইল্যান্ডে সব কিছু প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করা হয়৷ পুরনো লোহা থেকে অ্যাসবেস্টাস, প্লাস্টিক ও হেভি মেটাল আলাদা করা হয়৷

পুরনো গাড়ি একটা বড় চ্যালেঞ্জ, কারণ সবার আগে তার মধ্যে থেকে সব রকম তেল বার করে নিতে হয়৷ এয়ারব্যাগ ফাটিয়ে সেটি নিষ্ক্রিয় করে দিতে হয়৷ প্রতিদিন যে ২৫০ গাড়ি আসে, তার মধ্যে শুধু ইস্পাত অবশিষ্ট থাকে৷ যন্ত্র ইস্পাতের পাত মুড়ে দেয়৷ প্রতি মাসে এখানে ৭০,০০০ টন ধাতু উদ্ধার করা হয়৷ ভালো দাম পেতে হলে বিভিন্ন ধাতু ঠিকমতো আলাদা করতে হয়৷ হাতে করেই এই কাজ করতে হয়৷ শ্রমিকরা ভুল অথবা অতিরিক্ত বড় টুকরোগুলি সরিয়ে ফেলেন৷ কখনো তাঁরা নিজেরাই বড় টুকরোগুলি কেটে ছোট করে ফেলেন৷

বেশি বড় আকারের টুকরোর জন্য ডায়নামাইট ব্যবহার করা হয়৷ বড় টুকরোগুলি ব্লাস্টিং পিট-এ চলে যায়৷ সর্বোচ্চ অনুমোদিত ১৫ কিলো ডায়নামাইটেও যদি কাজ না হয়, তখন শ্রমিকদের সামনে আরেকটি পথ খোলা থাকে৷ ১০ মিটার উচ্চতা থেকে শক্ত ইস্পাতের বল পিট-এর উপর ফেলা হয়৷

ব্রিজের অংশ থেকে শুরু করে বাতিল গাড়ি – ডুইসবুর্গের জঞ্জাল বিশেষজ্ঞরা রিসাইক্লিং-এর কঠিন ব্যবসায় এককথায় অত্যন্ত পারদর্শী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ