1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্টুডেন্ট উইদাউট বর্ডার্স’

২৭ আগস্ট ২০১২

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কিংবা ডক্টরস উইদাউট বর্ডার্স এর নাম আমরা শুনেছি৷ এই দুটি আন্তর্জাতিক সংগঠন সঙ্কটপূর্ণ এলাকাতে কাজ করে থাকে৷ এবার তাদের আদলে গঠিত হয়েছে স্টুডেন্ট উইদাউট বর্ডার্স৷

ছবি: Studieren ohne Grenzen e.V.

ছাত্রদের নিয়ে গঠিত সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ কিংবা রাজনৈতিক অস্থিরতা আক্রান্ত দেশগুলোর শিক্ষার্থীদের সহায়তা করা৷ তাদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় সেজন্য সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের সুযোগ করে দেওয়া৷ জার্মানির ১৩টি রাজ্যে এখন কাজ করছে ‘স্টুডিয়েরেন উনে গ্রেনসেন' বা স্টুডেন্ট উইদাউট বর্ডার্স৷ উল্লেখ্য, জাতিসংঘ এই দশকটিকে ঘোষণা করেছে ‘টেকসই উন্নয়নের শিক্ষা'র দশক হিসেব৷ জার্মান শিক্ষার্থীদের এই সংগঠনটি জাতিসংঘের সেই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে৷

এই সংগঠনের হাত ধরেই জার্মানির ট্যুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনার সুযোগ পেয়েছে রাশিয়ার অন্তর্ভুক্ত চেচনিয়ার রাজধানী গ্রোজনির মেয়ে আডা৷ রাশিয়া থেকে স্বাধীন হওয়ার জন্য দুই-দুইবার যুদ্ধ করেছে চেচনিয়া৷ সেকারণে সংঘর্ষপীড়িত চেচনিয়ার শিক্ষা ব্যবস্থাও অনেকটা ভেঙে পড়েছে৷ এই অবস্থায় তাই ২০০৯ সালে আডা পাড়ি দেন জার্মানিতে৷ তিনি বলেন, ‘‘সেখানে ভালো মানের শিক্ষকের খুবই অভাব৷ আসলে যুদ্ধ চলাকালে শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের জন্য কোন ব্যবস্থা ছিল না৷ আর এখানে আমি একেবারে নতুন একটি শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়েছি যেখানে পড়াশোনার জন্য অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে৷''

ছাত্রদের নিয়ে গঠিত সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ কিংবা রাজনৈতিক অস্থিরতা আক্রান্ত দেশগুলোর শিক্ষার্থীদের সহায়তা করাছবি: Studieren ohne Grenzen e.V.

জার্মানিতে পড়াশোনার এই সুযোগ পাওয়ার জন্য সংঘর্ষপীড়িত এলাকা থেকে অনেক ছাত্রছাত্রীই আবেদন করে থাকে৷ তাদের মধ্য থেকে বাছাই করে অল্প কয়েকজনকে সুযোগ দেওয়া হয়৷ এই কাজটি করে থাকে স্টুডেন্ট উইদাউট বর্ডার্স এর বিভিন্ন ওয়ার্কিং গ্রুপ৷ আবেদন করার পর কয়েক সপ্তাহ লাগে তাদের আবেদনপত্রগুলো যাচাই বাছাই করতে, জানালেন চেচনিয়া ওয়ার্কিং গ্রুপের কর্মি ইউলিয়া মিলেভস্কি৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয় আমরা দশ থেকে বিশের মধ্যে আবেদন পত্র পেয়েছি৷ এগুলোকে পরীক্ষা করতে হয়েছে যে, যারা আবেদন করেছে তারা ঠিকঠাক মত আবেদন করেছে কিনা৷ এগুলোর তথ্যগুলোকে যাচাই করতে হয়েছে৷ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করতে হয়েছে, ভিসা দেখতে হয়েছে, যে তাদের মধ্যে কেউ আগে থেকেই জার্মানিতে বাস করছে কিনা৷''

যেসব ছাত্রছাত্রী জার্মানিতে পড়তে আসার সুযোগ পায় তাদের জন্য রয়েছে প্রতি মাসে ৬৫০ ইউরোর একটি বৃত্তি৷ থাকছে তাদের জন্য বিনা পয়সায় জার্মান ভাষা শেখার কোর্স৷ এছাড়া ছাত্রাবাসে তাদের থাকারও ব্যবস্থা করে দেওয়া হয়৷ জার্মানিতে এইসব ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি এখানকার সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গেও পরিচিত হয়৷ পড়াশোনাকালেই তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করে৷ যেমন গ্রোজনির আডা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন পড়াশোনা শেষে তিনি কী করবেন৷ তিনি বলেন, ‘‘পড়া শেষে আমি একটি যুবকেন্দ্র খুলবো৷ এর উদ্দেশ্য হবে চেচনিয়ার তরুণ সম্প্রদায়ের অধিকার রক্ষা করা আর তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করা৷ আমরা চেচেন সরকারের সঙ্গে সংলাপের সম্পর্ক গড়ে তুলবো এবং সামাজিক কর্মকাণ্ডে যুবকদের অংশগ্রহণকে উৎসাহিত করবো৷''

জাতিসংঘের টেকসই উন্নয়নের দশক প্রকল্পে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেছবি: dpa+

কেবল চেচনিয়া নয়, আফ্রিকার কঙ্গো এবং দক্ষিণ এশিয়ার আফগানিস্তান থেকেও অনেকে ‘স্টুডিয়েরেন উনে গ্রেনসেন' এর কল্যাণে জার্মানিতে পড়ার সুযোগ পেয়েছে৷ জাতিসংঘের টেকসই উন্নয়নের দশক প্রকল্পে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ এই সংগঠনের কর্মীরাও পড়াশোনা করছে৷ তাদের একজন গিনা বুরগার৷ ছয় বছর ধরে তিনি এই সংগঠনের সঙ্গে জড়িত৷ এই বছর তার পড়াশোনা শেষ হবে৷ তবে এরপরও তিনি চান এর সঙ্গে লেগে থাকতে৷ কারণ হিসেবে তিনি বলেন, ‘‘এখন দেখার বিষয় জার্মানিতে তরুণ সম্প্রদায় কেমন রয়েছে এবং এই প্রকল্প কেমন সফলতা পাচ্ছে৷ এই মোটিভেশন এই প্রকল্পের সঙ্গে লেগে থাকার অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে৷''

প্রতিবেদন: পিয়া ফ্রুথ/আরআই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ