1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান শিক্ষার্থী

সুজানে কর্ড্স/আরআই১০ ডিসেম্বর ২০১২

জার্মানিতে ছাত্র-ছাত্রীদের সহায়তায় চালু হয়েছে একটি প্রকল্প যার নাম ‘ভোনেন ফ্যুর হিল্ফে’৷ এর মাধ্যমে শিক্ষার্থীরা একটি পরিবারে ‘সাবলেট’ হিসেবে থাকে, বিনিময়ে নানা কাজে ওই পরিবারকে সাহায্য করে৷

Tannenzweige, Weinflaschen und Kerzen – fertig ist der Weihnachtsschmuck fürs Kloster - Titel: Bild 1 Wohnen im Kloster - Wer hat das Bild gemacht/Fotograf? Volker Wüst - Wann wurde das Bild gemacht? 6. Dez. 2012 - Wo wurde das Bild aufgenommen? Speisesaal im ehemaligen Franziskanerkloster Ulm - Bildbeschreibung: Studierende machen ein Adventsgesteck für das Kloster
Wohnen im Klosterছবি: DW/V. Wüst

ডানিয়েল ক্লি প্রতি সন্ধ্যায় বাসায় ফিরে নানা কাজে সাহায্য করে থাকেন৷ নয় বছরের ছোট্ট ডাভিডকে স্কুলের কাজ দেখিয়ে দেন, তাকে রাতের খাবার তৈরি করে দেন৷ আবার সকাল বেলায় উঠে তাকে স্কুলে নিয়ে যান৷ এভাবে গত একবছর ধরে জাবিনে মোজানোভস্কি আর তার একমাত্র সন্তানকে সাহায্য করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডানিয়েল৷ এর বিনিময়ে তাদের সঙ্গেই থাকছেন তিনি৷ আর তাকে পেয়েও বেশ খুশী গৃহকত্রী জাবিনে মোজানোভস্কি৷ তার একমাত্র ছেলে ডাভিডের কাছেও ডানিয়েল বড়ভাইয়ের মতই৷ জাবিনে বলেন, ‘‘এভাবে একসঙ্গে থাকাটা সত্যিই চমৎকার৷ কারণ ডানিয়েল নিজের কাজ নিজেই করে৷ এবং সে সবসময়ই তার কাজের বেলাতে সজাগ৷ আমরা যতটুকু সম্ভব আমাদের কাজের সময় মানিয়ে নেওয়ার চেষ্টা করি৷ আমার হয়তো কখনো বেশি কাজের চাপ থাকে আবার ওর হয়তো পরীক্ষা থাকে৷ তবে আমরা চেষ্টা করি একজন আরেকজনকে সাহায্য করে সবকিছু ভাগাভাগি করে নিতে৷''

জাবিনে আর ডাভিডের সঙ্গে ডানিয়েল (মাঝে)ছবি: Suzanne Cords

জার্মানির ‘ভোনেন ফ্যুর হিল্ফে' প্রকল্পের সাহায্য নিয়েই ডানিয়েল এভাবে জাবিনের পরিবারকে খুঁজে পেয়েছে৷ এতে একদিকে তিনি যেমন কম খরচে থাকার ব্যবস্থা করতে পেরেছেন অন্যদিকে পরিবারটিকেও সাহায্য করতে পারছেন৷ ডানিয়েলের মতো আরও অনেক শিক্ষার্থীই এভাবে তাদের নিজেদের বাসস্থান খুঁজে পেয়েছে৷ জার্মানিতে অনেক বয়স্ক লোক একা একটি বাসাতে থাকেন৷ তারা এই ধরনের ছাত্র-ছাত্রী খোঁজেন যারা থাকার বিনিময়ে তাদের প্রতিদিনের কেনাকাটা, রান্নাবান্নার কাজে সাহায্য করতে পারবে৷

ডানিয়েল ক্লি অবশ্য শুরুতেই জাবিনের বাসা খুঁজে পাননি৷ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হোস্টেলে না থেকে তিনি একটি মেসে থাকা শুরু করেন৷ তবে সেখানেও খরচ ছিলো অনেক৷ তাই তিনি ‘ভোনেন ফ্যুর হিল্ফে' এর দ্বারস্থ হন৷ ডানিয়েল বলেন, ‘‘আবেদন করার একমাস পর আমি জবাব পাই৷ এরপর আমি এই প্রকল্পের লোকদের সঙ্গে দেখা করি৷ প্রথমে পরীক্ষামূলকভাবে দুই সপ্তাহর জন্য এই বাসাতে আসি৷ যখন দেখা গেলো আমার সবকিছু ঠিক আছে তখন পুরোপুরি থাকতে শুরু করি৷''

Week 50/12 LS1-Campus: Babysitter, Putzhilfe, Koch - Studenten in Köln helfen - MP3-Mono

This browser does not support the audio element.

জার্মানদের সব কিছুই যেমন ধরা বাধা নিয়মে চলে৷ এই ক্ষেত্রেও তাই৷ যেমন একজন ছাত্র যত বর্গমিটার কক্ষে থাকবে তাকে প্রতি সপ্তাহে তত ঘণ্টা গৃহকর্তা বা গৃহকত্রীকে সাহায্য করতে হবে৷ ডানিয়েল ১৮ বর্গমিটারের একটি কক্ষে বাস করেন৷ তবে জাবিনে এতটা ধরাবাধা নিয়মের পক্ষপাতী নন৷ তিনি জানান, ‘‘আমার জন্য যেটা চমৎকার তা হলো সবকিছুই অনেক শিথিল৷ প্রথমে আমি ওকে বলেছিলাম কতঘণ্টা হয়েছে সেটা লিখে রাখতে, আমি সেটা পারবো না৷ পরে দুই এক মাসের মধ্যেই আমরা সেটা ঠিক করে ফেলেছিলাম৷ আমি আসলে অতটা কড়া নিয়ম কানুন প্রয়োজন বলে মনে করি না৷''

জার্মানিতে এই প্রকল্পের কারণে শিক্ষার্থীদের অনেক সুবিধা হয়েছে৷ ভিন্ন পরিবারের সঙ্গে থাকার সুযোগে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে৷ গড়ে ওঠে নানা মানসিকতার মানুষের সঙ্গে আত্মিক বন্ধন৷ আর দিন দিন এই প্রকল্পে শিক্ষার্থীদের আগমনও বাড়ছে, জানালেন এই প্রকল্পের কোলন শাখার কর্মকর্তা হাইকে বারমন্ড৷ তার ভাষায়, ‘‘প্রতি বছর আমরা এরকম ৭০টি বাসা খুঁজে দেই৷ তবে এই বছর এর ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে৷ এবং আমাদের ধারণা আগামী বছর এটি দ্বিগুণ হয়ে যাবে৷''

জার্মানিতে দিন দিন বিদেশি ছাত্র-ছাত্রীর আগমন বাড়ছে৷ তাই দেখা যাচ্ছে শিক্ষার্থীদের আবাসন সংকটও৷ একটি পরিবারকে সাহায্যের বিনিময়ে আবাসনের এই প্রকল্প সেই সংকট নিরসনে যে ভূমিকা রাখবে সেটা বোঝা যাচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ