1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে শিয়াল নিধন নিয়ে বিতর্ক

১৪ মার্চ ২০১১

জার্মানির শিকারিরা প্রতি বছর হত্যা করে পাঁচ লাখেরও বেশি শিয়াল৷ তাদের যুক্তি, শিয়াল মেরে তারা পরিবেশের সাহায্য করছে৷ কিন্তু পরিবেশবাদীরা বলছেন, এটা অমানবিক এবং এভাবে প্রাণীদের স্বাভাবিক সংখ্যা বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে৷

প্রাণী অধিকার রক্ষার দাবিতে প্রতিবাদছবি: AP

শিকারী মার্টিন রেমেলে৷ প্লাস্টিকের থলে থেকে এক টুকরো হরিণের মাংস বের করলেন৷ তারপর খুব সতর্কভাবে সেটিকে শিয়ালের গর্তের মুখে রাখলেন৷ তিনি বললেন, গত রাতে এখানে শিয়াল ছিল৷ সুতরাং, তার একদিন পরে আজ সন্ধ্যায় এখানে শিয়াল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷

রেমেলের বয়স ৩৩ বছর৷ তিনি জীববিজ্ঞানের একজন অধ্যাপক এবং একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক৷ জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কার্লসরুয়ে শহরের কাছে বনের একটি ছোট অংশে তাঁর শিকার করার অধিকার রয়েছে৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘বনে সময় কাটানো, প্রকৃতির সান্নিধ্যে আসা, কোন পশুকে গুলি করে শিকার করা এবং সেটাকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যাওয়া – এসবকিছুর মধ্যে যে উত্তেজনা কাজ করে সেটিকে আমি পছন্দ করি৷''

গত বছর জার্মানিতে শিকারিরা ৫ লাখ ১২ হাজার লাল শিয়াল গুলি করে হত্যা করেছে৷ এদের বেশিরভাগকে হত্যা করা হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে৷ এ সময়টিকে জার্মানিতে ‘শিয়াল সপ্তাহ' বলা হয়৷ এসময় নির্বিচারে এই পশুদের হত্যা করা হয়৷

প্রাণী অধিকার এবং পরিবেশ নিয়ে কাজ করেন, এমন অনেক সংগঠন অনেকদিন ধরে চলে আসা এই রীতির বিরুদ্ধে কথা বলে আসছেন৷ এনএবিইউ পরিবেশবাদী সংগঠনের কার্লসরুয়ে'র প্রতিনিধি কার্স্টেন ভেবার ডয়চে ভেলেকে জানান, ‘‘এমন যদি হয়, একটি শিয়াল দৌড়ে পালাচ্ছে এবং শিকারি সেটিকে লক্ষ্য করে গুলি চালালো, শিকারি সেটা করতেই পারে৷ কিন্তু শিয়াল সপ্তাহে স্বল্প সময়ের মধ্যে যেভাবেই হোক এতগুলো শিয়ালকে মেরে ফেলতে হবে – এই লক্ষ্য নিয়ে তাদের শিকার করাটা মেনে নেওয়া যায় না৷''

অন্যদিকে, রেমেলে'র মতো শিকারিরা বলছেন, শিয়াল জংলি হাঁস বা খরগোশের মতো প্রাণীগুলোকে খেয়ে ফেললে কিংবা এরা মরে গেলে, এদের সংখ্যা কমে যাবে৷ কিন্তু শিয়ালের সংখ্যা সেই অনুপাতে কমবে না৷ তাই ইকোলজিক্যাল কারণে বা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তাঁরা মূলত শিয়াল শিকার করেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ