1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে শীতে ৩ মাসে ৯ গৃহহীনের মৃত‌্যু

২৫ ডিসেম্বর ২০১৮

জার্মানিতে শীতের তীব্রতায় অক্টোবর থেকে এ পর্যন্ত ৯ গৃহহীনের মৃ্ত্যু হয়েছে৷ গৃহহীনদের জন্য সক্রিয় সংগঠন বিএজিডব্লিউ গত সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে৷

ছবি: picture alliance/NurPhoto/E. Contini

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক ভেরেনা রোজেনকে জানান, মৃতদের কয়েকজনের ময়নাতদন্তের কাজ চলছে৷ তবে ধারণা করা যাচ্ছে, শীতের তীব্রতার কারণেই এই প্রাণহানি

তিনি আরো জানান, বন্দর নগরী হামবুর্গে ৪জন, ড্যুসেলডর্ফে দুইজন এবং কোলন, এসেন ও   লাউশহামারে একজন করে মোট ৯ জনের মৃত্যু ঘটেছে এ পর্যন্ত৷ ২০১৭ সালে এই সময়ে শীতে তিন জনের মৃ্ত্যু হয়েছিল বলে জানায় সংগঠনটি৷ তারা এ-ও দাবি করে  যে, গত বছর এমন অনেক মৃ্ত্যুর ঘটনাই তালিকাভূক্ত হয়নি৷

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঠান্ডায় মৃত্যুর তালিকা করা হয়েছে৷ বিবৃতিতে  জার্মান সরকারের তীব্র সমালোচনা করে বিএজিডব্লিউ৷ উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত জার্মানিতে ঠান্ডায় মোট প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে৷

সংগঠনটি আরো জানায়, জার্মানিতে গৃহহীনদের সংখ্যা বাড়ছে৷ প্রথমবারের মতো এ সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে৷ এর আগে ২০১৭ সালে বিএজিডব্লিউ-এর প্রতিবেদনে বলা হয়, গৃহহীনের সংখ্যা ৮ লাখ ৬০ হাজার৷ তাঁদের নিজেদের থাকার কোনো আবাস নেই৷ এর মধ্যে ৫২ হাজার খোলা আকাশের নীচে রাত কাটায়৷

ভেরেনা রোজেনকে বলেন, ‘‘গত বছর প্রতিবেদন প্রকাশের সময়ই আমরা জানিয়েছিলাম এই সংখ্যা বাড়বে৷''

এফএ/এসিবি (কেএনএ/ এএফপি )

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ