1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সন্ত্রাসী হামলা প্রতিরোধ

২৫ জানুয়ারি ২০১৭

বুধবার ভোরে জার্মানির কয়েকটি রাজ্যে সন্দেহভাজন ডানপন্থি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ৷ পুলিশ বলছে, গত বছর থেকেই বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা নিয়ে প্রস্তুত হচ্ছিল ডানপন্থি সংগঠন ‘রাইশব্যুর্গার’৷

প্রতীকী ছবি
ছবি: picture-alliance/dpa

সাম্প্রতিক সময়ে জার্মানিতে উগ্র ডানপন্থিদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে৷ তথাকথিত সন্ত্রাসী সংগঠন ‘রাইশব্যুর্গার’-ও বিভিন্ন স্থানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে৷ সংগঠনটির সদস্যরা জার্মানির গনতান্ত্রিক সরকারকে মানে না৷ তারা মনে করে, এ দেশের পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত৷ উগ্র নাৎসিবাদী এই সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই বুধবার জার্মানির বিভিন্ন স্থানে অন্তত ২০০ পুলিশ মোতায়েন করা হয়৷

‘রাইশব্যুর্গার’-এর ছয় সদস্যকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একই সংগঠনের আরেক সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে বার্লিন, বাডেন-ভ্যুর্টেমব্যার্গ, ব্রান্ডেনবুর্গ, লোয়ার স্যাক্সনি, রইনলান্ড-পালাটিনেট এবং স্যাক্সনি-আনহাল্টের ১২টি অ্যাপার্টমেন্ট ও বেশ কিছু বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ‘রাইশব্যুর্গার’-এর কোনো সদস্যকে খুঁজে পাওয়া যায়নি৷

পুলিশ জানিয়েছে, তথাকথিত ডানপন্থি সংগঠনটির সদস্যরা গত বছরের বসন্ত থেকেই জার্মানির বিভিন্ন স্থানে পুলিশ অফিস, শরণার্থী শিবির এবং ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা করে আসছে৷ পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত কয়েক মাস তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে তৎপরতা চালিয়েছে বলেও জানায় পুলিশ৷

এসিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ