1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ভারতীয় গুপ্তচরের বিচার শুরু

২১ নভেম্বর ২০১৯

এক ভারতীয় দম্পতির বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করছিলেন তারা৷ জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে তাদের বিচার প্রক্রিয়া৷

ছবি: Imago Images/R. Peters

জার্মানিতে থাকা কাশ্মীরী ও শিখ বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপের নানা খবর ২০১৫ সাল থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স উইং বা ‘র’-এর হাতে তুলে দিচ্ছিলেন ৫০ বছর বয়সি মনমোহন৷ এই কাজে ২০১৭ সাল থেকে তার স্ত্রী কানওয়ালজিতও তাকে সাহায্য করতে শুরু করেন৷

এই কাজের জন্য ‘র’ তাদের মোট ৭ হাজার দুইশ’ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা) দিয়েছে বলে জানা গেছে৷

এই দুই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিষয়ে খবর তারা নিয়মিত ফ্রাঙ্কফুর্টের ভারতীয় দূতাবাসে কর্মরত ‘র’ কর্তাদের হাতে তুলে দিতেন বলে অভিযোগ৷

বৃহস্পতিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের আদালতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া৷ জার্মানিতে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে৷

মামলার রায় হবে ১২ ডিসেম্বর৷ দোষী প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে ভারতীয় দম্পতির৷

শ্রীনিবাস মজুমদারু/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ