জার্মানির দু'টি রাজ্য থেকে তথাকথিত জঙ্গি সংগঠন আইএস-এর সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে৷ গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে একজন জার্মানির মুসলিম সমাজে ভীষণ পরিচিত নাম ‘আবু ওয়ালা'৷
বিজ্ঞাপন
বার্তা সংস্থা ডিপিএ-র খবর অনুযায়ী, মঙ্গলবার লোয়ার স্যাক্সনি এবং নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্য থেকে তথাকথিত জঙ্গি সংগঠন আইএস-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়৷ সম্প্রতি জার্মানি থেকে সিরিয়ায় গিয়ে আইএস-এর হয়ে যুদ্ধে অংশ নেয়া এক তরুণ তুরস্কে ধরা পড়েন৷ সেখান থেকেই জার্মানির স্যুড ডয়চে সাইটুং পত্রিকা এবং দু-দু'টি সংবাদমাধ্যম এনডেআর ও ভেডেআর-কে দেয়া সাক্ষাৎকারে ওই তরুণ আবু ওয়ালাকে জার্মানিতে আইএস-এর নেতা হিসেবে উল্লেখ করে৷ ২২ বছর বয়সি তরুণ অনিল ও-র সাক্ষাৎকারটি গত জুলাইয়ে প্রকাশিত হয়৷
তখন থেকেই গোয়েন্দারা ইরাকি বংশোদ্ভূত সালাফিস্ট নেতা আহমাদ আব্দেলাজিজ এ ওরফে আবু ওয়ালাকে নজরদারিতে রেখেছিলেন৷
সাম্প্রতিক সময়ে সন্দেহভাজন আইএস জঙ্গিদের ধরার জন্য বেশ কয়েক জায়গায় অভিযানও চালানো হয়৷ গত জুলাইয়ে হিলডেসহাইম শহরে সালাফিস্টদের বৈঠকস্থল হিসেবে পরিচিত একটি মসজিদে তল্লাসি চালিয়ে গোয়েন্দারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান৷ তাঁরা জানতে পারেন, জার্মানি থেকে পালিয়ে গিয়ে আইএস-এ যোগ দেয়া তরুণদের অনেকেই কোনো-না-কোনো সময় আবু ওয়ালার ইসলাম বিষয়ক আলোচনা সভায় অংশ নিতেন৷
জার্মানিতে ‘আবু ওয়ালা'-র আরেক নাম ‘চেহারাহীন ধর্মপ্রচারক'৷ তিনি কখনোই সামনে থেকে ছবি তুলতে দিতেন না৷ তাঁর সব ছবি তুলতে হতো পেছন থেকে৷ ফলে কোনো ছবি বা ভিডিওতেই চেহারা দেখা যেত না৷ এ কারণেই তাঁকে বলা হতো, ‘প্রিচার উইদাউট ফেস', অর্থাৎ ‘চেহারাহীন ধর্মপ্রচারক৷'
মঙ্গলবার তিনিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারের পর প্রত্যেকেই আইএস-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন৷
এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)
মিউনিখ হামলার কিছু ছবি
শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায় সন্দেহভাজন সন্ত্রাসীরা৷ শুরু করে গুলিবর্ষণ৷ ছবিঘরে থাকছে হামলার বিশেষ কিছু ছবি৷
ছবি: Reuters/dedinac/M. Müller
ঘটনার শুরু
বিপণিবিতানের ম্যাকডোনাল্ড’স-এ ৬টার দিকে প্রথম গুলিবর্ষণ হয় বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Widmann
হেলিকপ্টার টহল
অলিম্পিয়া শপিং সেন্টারে সম্ভবত এখনো অনেক কর্মী আটকা পড়ে আছে৷ তবে পুলিশ জানিয়েছে, যে মিউনিখের আকাশে একটি মহড়ার আওতায় অনেক হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
ছবি: picture-alliance/dpa/M. Balk
সবাইকে ঘরে থাকার ডাক
ঘটনার পরপরই মিউনিখ কর্তৃপক্ষ শহরবাসীকে ঘর থেকে বের না হওয়ার ডাক দিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo
আহত ও নিহত
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জার্মানির অনেক গণমাধ্যম জানিয়েছে, অনেকে নিহত ও আহত হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Hoppe
ঘটনাস্থলের আশপাশের রাস্তা বন্ধ
অলিম্পিয়া শপিং সেন্টারের আশপাশ ঘিরে রেখেছে পুলিশ৷ আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে৷ এই এলাকায় যাতে জনসাধারণ না আসে সেজন্য বার বার অনুরোধ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
বন্ধ রেল ও বাস সার্ভিস
ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ৷ এতে ট্রেন স্টেশনে আটকা পড়েছে অনেক মানুষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
লাইভ ফুটেজ না দেখানোর অনুরোধ
পুলিশের অভিযানের কোন লাইভ ভিডিও ফুটেজ না দেখাতে গণমাধ্যমে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
আততায়ী তিন জন
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী তিনজনকে গুলি চালাতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
নিখোঁজদের জন্য বিশেষ ব্যবস্থা
মিউনিখ প্রশাসনের পক্ষ থেকে জরুরি নোটিস জারি করা হয়েছে৷ কারো স্বজনের খোঁজ পাওয়া না গেলে +৪৯৮০০৭৭৬৬৩৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
ব্রিটেনের সতর্কতা
হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে৷