1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সফল যে বাংলাদেশি তথ্যচিত্র নির্মাতা

৪ জুলাই ২০১৮

বাংলাদেশি-জার্মান চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল রিয়াজ৷ জার্মানির রুপালি জগতে এক পরিচিত মুখ তিনি৷ তাঁর তৈরি বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র জার্মানি তথা ইউরোপে টেলিভিশনে এবং বড় পর্দায় প্রদর্শিত হয়েছে৷

শাহীন দিল রিয়াজ
ছবি: Munem Wasif

জার্মানির সঙ্গে শাহীনের সখ্য গড়ে উঠেছিল জার্মান ভাষার শেখার মধ্যে দিয়ে৷ ঢাকার গ্যোটে ইন্সটিটিউটে ভাষা শিখতে গিয়ে বৃত্তি নিয়ে জার্মানিতে আসার সুযোগ পান৷ সেটা নব্বইয়ের দশকের শুরুর দিকের কথা৷ জার্মানিতে সেই সফর দেশটির প্রতি তাঁকে আরো আকৃষ্ট করে তোলে৷ পরবর্তীতে চলচ্চিত্র নিয়ে লেখাপড়ার উদ্দেশ্যে জার্মানিতে চলে আসেন তিনি এবং বার্লিনের ফ্রেই ইউনিভার্সিটিতে আর্ট হিস্ট্রি শেষে করে এইচএফএফ কনার্ড-উলফ ফিল্ম স্কুলে সিনেমাটোগ্রাফি নিয়ে লেখাপড়া করেন৷

জার্মান ভাষা শিখতে বিদেশিরা যেখানে হিমশিম খায়, শাহীন সেই ভাষা শিখেছেন মাতৃভাষার মতোই৷ ফলে জার্মান ভাষায় প্রচারিত তথ্যচিত্রগুলোতে তিনি নিজেই কণ্ঠ দিয়ে থাকেন

জার্মানিতে তথ্যচিত্রের ভালো বাজার রয়েছে বলে মনে করেন শাহীন দিল-রিয়াজ৷ বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো তথ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ করে৷ ফলে ভালো গল্প থাকলে অর্থের সংস্থান তেমন কঠিন ব্যাপার হয় না৷ আর বাংলাদেশ থেকে আসায় সেদেশ সম্পর্কিত তথ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পান শাহীন৷ তবে বাংলাদেশে তথ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগ এক বড় বাধা বলে মনে করেন শাহীন দিল-রিয়াজ৷

এখন পর্যন্ত আটটি ছবি নির্মাণ করেছেন এই বাঙালি পরিচালক৷ এর মধ্যে ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘লোহাখোর'-কে সবার ওপরে রাখতে চান তিনি৷ চট্টগ্রামের জাহাজভাঙা শিল্প নিয়ে তৈরি ছবিটি জার্মানিসহ আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছিল৷ তবে শুধু বাংলাদেশ নয়, শাহীনের তৈরি তথ্যচিত্রে উঠে এসেছে আফগানিস্তানে জার্মান সেনাদের কর্মকাণ্ডও৷

এখন অবধি নির্মিত ছবিগুলোর জন্য ১০টি শ্রেষ্ঠ ছবির পুরস্কারসহ অন্তত ১৯টি আন্তর্জাতিক পুরস্কার জয় করেছেন এই চলচ্চিত্র নির্মাতা৷ এর মধ্যে জার্মান নির্মাতাদের জন্য সবচেয়ে সম্মানজনক ‘আডল্ফ গ্রিমে' পুরস্কার রয়েছে দু'টি৷ ২০১০ সালে লোহাখোর এবং ২০১৩ সালে ‘প্রজেকশনিস্ট' ছবির জন্য এই পুরস্কার জয় করেন তিনি৷ 

শাহীনের জীবনকাহিনি নিয়ে এক সুইস নাট্য পরিচালক একটি নাটকও তৈরি করেছেন, যা ইউরোপের বিভিন্ন দেশে মঞ্চস্থ হয়েছে৷ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও কাজ করেন তিনি৷ 

বর্তমানে বাংলাদেশের বাঁশকাটা শিল্পের একটি দিক নিয়ে কাজ করছেন শাহীন দিল-রিয়াজ৷ ইতোমধ্যে চিত্রায়নের কাজ সম্পন্ন হয়েছে, এখন চলছে সম্পাদনা৷ সব কিছু ঠিক থাকলে চলতি বছরই ছবিটি ইউরোপে মুক্তি পেতে পারে৷ তবে জার্মানি এবং ইউরোপে প্রামাণ্যচিত্র দিয়ে ব্যাপক পরিচিতি পেলেও ফিকশন নির্মাণে আগ্রহী শাহীন৷ অদূর ভবিষ্যতে সেদিকে মনোযোগী হবেন বলে জানিয়েছেন এই বাঙালি তথ্যচিত্র নির্মাতা৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ