1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী বিয়ে রেজিস্ট্রি করতে সমস্যা

৩০ আগস্ট ২০১৭

জার্মানিতে সমকামীদের বিবাহ দ্রুত অনুমোদিত হওয়ার ফলে সরকারি কম্পিউটারগুলি বিভ্রাটে পড়েছে৷ দম্পতিদের একজনের লিঙ্গ ভুল দেখাতে হচ্ছে আমলাদের৷

Deutschland Bundestag Abstimmung über Ehe für Alle
ছবি: REUTERS/F. Bensch

জার্মানির সরকারি কার্যালয়ের কম্পিউটারপ্রণালী সমকামী বিবাহ বৈধকরণের সঙ্গে পাল্লা দিতে পারবে না বলে বার্লিন কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছে৷

সমকামী বিবাহ সংক্রান্ত নতুন আইন আগামী পয়লা অক্টোবর থেকে বলবৎ হবে৷ কিন্তু রেজিস্ট্রি প্রণালী আমলাদের একটি বৈবাহিক নথিতে একই লিঙ্গের দু'জন ব্যক্তির নাম ‘এন্টার' করতে দেবে না বলে জার্মান ডিপিএ সংবাদ সংস্থা ও ‘বার্লিনার মর্গেনপোস্ট' পত্রিকার বিবরণে প্রকাশ৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউ দলের সাংসদদের নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেবার অনুমতি দেবার পর গত জুলাই মাসে জার্মান সংসদে স্বল্পসময়ের মধ্যে আয়োজিত একটি ভোটে সমকামী বিবাহ বৈধ করা সংক্রান্ত বিলটি গৃহীত হয়৷ কিন্তু সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলি অথবা তাদের কম্পিউটার দৃশ্যত এই পরিবর্তনের প্রস্তুতি নেওয়ার সুযোগ বা  সময় পায়নি; কাজেই তারা বিপাকে পড়েছে৷

গোড়ায় ভাবা হয়েছিল সমস্যাটা শুধু বার্লিনের ম্যারেজ রেজিস্ট্রি অফিসগুলোতে দেখা দিয়েছে৷ কিন্তু ফেডারাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায় যে, সমস্যাটা বস্তুত দেশব্যাপী৷

একই লিঙ্গের দু'জন ব্যক্তিকে দম্পতি হিসেবে রেজিস্ট্রি করার জন্য সফ্টওয়্যার আপডেট করতে দৃশ্যত এক বছরের বেশি সময় লেগে যাবে৷ ততদিন পর্যন্ত আমলারা দম্পতির একজনের ভুল লিঙ্গ দেখাতে বাধ্য হবেন৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয় যে, এ ধরনের গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তনের আগে সফটওয়্যার ডেভেলপারদের সাধারণত নয় মাস সময় দেওয়া হয়৷

জার্মানির বৃহত্তম এলজিবিটি অধিকার সংগঠন ‘লেসবিয়ান অ্যান্ড গে ফেডারেশন' পরিস্থিতির সমালোচনা করে বলেছে, ‘‘একবিংশ শতাব্দীতে একটি ছোট রদবদল যে এ ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, সেটা লজ্জাকর৷''

বার্লিনের রেজিস্ট্রি কর্তৃপক্ষ সমকামী বিবাহের আইন পাস হবার সময়েই বিবাহ রেজিস্ট্রেশনে ব্যাপক বিলম্বের সম্ভাবনার কথা বলেছিলেন৷

অ্যালিস্টেয়ার ওয়ালশ/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ