জার্মানিতে সমকামীদের বিবাহ দ্রুত অনুমোদিত হওয়ার ফলে সরকারি কম্পিউটারগুলি বিভ্রাটে পড়েছে৷ দম্পতিদের একজনের লিঙ্গ ভুল দেখাতে হচ্ছে আমলাদের৷
বিজ্ঞাপন
জার্মানির সরকারি কার্যালয়ের কম্পিউটারপ্রণালী সমকামী বিবাহ বৈধকরণের সঙ্গে পাল্লা দিতে পারবে না বলে বার্লিন কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছে৷
সমকামী বিবাহ সংক্রান্ত নতুন আইন আগামী পয়লা অক্টোবর থেকে বলবৎ হবে৷ কিন্তু রেজিস্ট্রি প্রণালী আমলাদের একটি বৈবাহিক নথিতে একই লিঙ্গের দু'জন ব্যক্তির নাম ‘এন্টার' করতে দেবে না বলে জার্মান ডিপিএ সংবাদ সংস্থা ও ‘বার্লিনার মর্গেনপোস্ট' পত্রিকার বিবরণে প্রকাশ৷
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউ দলের সাংসদদের নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেবার অনুমতি দেবার পর গত জুলাই মাসে জার্মান সংসদে স্বল্পসময়ের মধ্যে আয়োজিত একটি ভোটে সমকামী বিবাহ বৈধ করা সংক্রান্ত বিলটি গৃহীত হয়৷ কিন্তু সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলি অথবা তাদের কম্পিউটার দৃশ্যত এই পরিবর্তনের প্রস্তুতি নেওয়ার সুযোগ বা সময় পায়নি; কাজেই তারা বিপাকে পড়েছে৷
সমকামী বিয়ে বৈধ হওয়ায় বদলে যাবে তাঁদের জীবন
তাইওয়ানের সাংবিধানিক আদালত সমলিঙ্গের মানুষের মধ্যে বিয়ের পক্ষে রায় দিয়েছে৷ এশিয়ার মধ্যে এই দেশটিই সর্বপ্রথম সমকামী বিয়েকে বৈধতা দিল৷ ছবিঘরে থাকছে এমন কিছু যুগলের কথা, এই আইনের ফলে যাদের জীবন বদলে যেতে চলেছে৷
ছবি: Reuters/T. Siu
ডাফনে এবং কেনি
ডাফনে এবং কেনি’র পরিকল্পনা এ বছরের শেষে বিয়ে করার৷ সমকামী, তৃতীয় লিঙ্গ যুগলদের একটি সমাবেশে কেনি ডাফনেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন৷ এখন তারা বিয়ের পোশাক-আশাক কী হবে তাই নিয়ে ব্যস্ত৷ তবে নতুন আইন হওয়ার আগ পর্যন্ত তাইওয়ানে সমকামীরা ‘পার্টনার’ হিসেবে নিবন্ধিত হতে পারতো৷
ছবি: Reuters/T.Siu
ড্যানিয়েল চো এবং চিন সাই
....তবে তখন তাদের অধিকার সীমিত ছিল৷ এই যুগল জানিয়েছে, ‘‘যতদিন তাইওয়ান সরকার আমাদের সম্পর্ককে বৈধতা দিতে রাজি হয়নি ড্যানিয়েল নিউইয়র্কে চাকরির জন্য গিয়েছিল৷ তবে আমি স্পাউস ভিসার আবেদন করতে পারিনি৷ এই আইন পাস হলে আমরাও বিয়ের কাজটা সেরে ফেলবো৷’’
ছবি: Reuters/T.Siu
হেয়ার লিন এবং চো চিয়া-লিন
হেয়ার লিন একজন প্রকাশক এবং চো চিয়া-লিন একজন লেখক৷ দু’জনই এমন পৃথিবী চান, যা হবে মুক্তচিন্তার মানুষের অভয়ারণ্য৷ লিন বলেছেন, ‘‘২০০৩ সালে আমি যখন প্রথম ‘গে প্যারেডে’ অংশ নেই, তখন কেবল এক হাজার মানুষ এতে যোগ দিয়েছিল৷ কিন্তু সাম্প্রতিককালে ৫০ থেকে ৬০ হাজার মানুষ এতে যোগ দেন৷’’ ‘‘এছাড়া সমকামী শিল্পী, রাজনীতিবিদ, এমনকি প্রেসিডেন্ট প্রার্থীও রয়েছেন৷ তাই এ পৃথিবী পরিবর্তন হবে বলে আমার বিশ্বাস-’’ বললেন লিন৷
ছবি: Reuters/T.Siu
সমকামী অধিকার কর্মী চি চিয়া-ওয়েই
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন, যার মন্ত্রিসভায় তৃতীয় লিঙ্গের একজন মন্ত্রী রয়েছেন৷ তিনি টুইটারে জানালেন, ‘‘বৈষম্য দূরীকরণ কেবল একটি সূত্রপাত, এখন প্রয়োজন আলোচনা এবং এ বিষয়ে বোধ জাগ্রত করা৷ সমকামী অধিকার কর্মী চি চিয়া-ওয়েই বললেন, ‘‘তাইওয়ান যদি এই ব্যাপারে কোনো অগ্রগতি না দেখায় তাহলে আমরা আমাদের কাজ অব্যাহত রাখব এবং দেশকে ‘রংধনু’ দেশে পরিণত করবো৷ এমনকি প্রয়োজনে বিপ্লবও করবো৷’’
ছবি: Reuters/T.Siu
ওয়াং ই এবং মেং উ-মেই
বার্ষিক ‘গে প্যারেডের’ জন্য তাইওয়ান বিখ্যাত৷ শিল্পী ওয়াং ই বললেন, ‘‘আপনার কি মনে হয় আমরা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে চেয়েছি? বাবা-মা’র সঙ্গে আমাদের সম্পর্ক খুবই জটিল ছিল৷ কিন্তু আমার মনে হয়, সমলিঙ্গের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা এমন একটা বিষয়, যা একটা মুক্ত দেশে হওয়া প্রয়োজন৷’’
ছবি: Reuters/T.Siu
হুয়াং চেন-টিং এবং লিন চি-হুয়ান
হুয়াং চেন-টিং এবং লিন চি-হুয়ান এর মতে, ‘‘বিপরীতকামী আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই৷ বৈষ্যমের অনেক ধরণ রয়েছে৷ আগে ছিল বর্ণবৈষম্য৷ যে কারণে কৃষ্ণাঙ্গদের দাস হিসেবে ব্যবহার করা হয়েছে৷ আর এখন হচ্ছে লিঙ্গের কারণে বৈষম্য, কিন্তু সবাই তো এক, মানুষ৷’’ সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, তাইওয়ানের বেশিরভাগ মানুষ সমলিঙ্গের বিয়েকে সমর্থন করে৷
ছবি: Reuters/T.Siu
লেবের লি এবং এমিলি চেন
লেবের লি তার সঙ্গী এমিলি এবং তাদের ছেলে মর্ক-কে নিয়ে ইলেনে থাকেন৷ চেন বললেন, ‘‘আমাদের স্বপ্ন ছিল একটা সন্তানের৷ তাই কৃত্রিম পদ্ধতিতে আমরা এই সন্তান নিয়েছি৷ কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা দেখা দিল, কেননা, কেবল একজন শুধু সন্তানের মা হিসেবে নিজেকে নিবন্ধিত করতে পারে৷ শিশুটি দুই মায়ের স্নেহে বেড়ে উঠছে৷ একটা পরিবার কীভাবে গড়ে উঠছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্ব রয়েছে ভালোবাসার৷’’
ছবি: Reuters/T. Siu
হুয়াং জি-নিং এবং কাং সিন
হুয়াং জি-নিং এবং কাং সিন শিক্ষার্থী৷ তাদের এই সেল্ফি তাওউয়ানে তোলা৷ জি-নিং জানালেন, ‘‘সমলিঙ্গে বিয়ের বিরোধিতাকারীরা বলছেন, তাদের বিরোধিতা করার কারণ হলো, পরবর্তী প্রজন্মকে তারা এর কবল থেকে রক্ষা করতে চায়৷ কিন্তু আমিই তো পরবর্তী প্রজন্ম৷ যারা এখন মৃতপ্রায়, আমাদের কথা না শুনে কেন তাদের কথা কেউ শুনবে ? তাই আমাদের এ ব্যাপারে সোচ্চার হওয়া উচিত৷’’
ছবি: Reuters/T. Siu
8 ছবি1 | 8
গোড়ায় ভাবা হয়েছিল সমস্যাটা শুধু বার্লিনের ম্যারেজ রেজিস্ট্রি অফিসগুলোতে দেখা দিয়েছে৷ কিন্তু ফেডারাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায় যে, সমস্যাটা বস্তুত দেশব্যাপী৷
একই লিঙ্গের দু'জন ব্যক্তিকে দম্পতি হিসেবে রেজিস্ট্রি করার জন্য সফ্টওয়্যার আপডেট করতে দৃশ্যত এক বছরের বেশি সময় লেগে যাবে৷ ততদিন পর্যন্ত আমলারা দম্পতির একজনের ভুল লিঙ্গ দেখাতে বাধ্য হবেন৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয় যে, এ ধরনের গুরুত্বপূর্ণ নীতি পরিবর্তনের আগে সফটওয়্যার ডেভেলপারদের সাধারণত নয় মাস সময় দেওয়া হয়৷
জার্মানির বৃহত্তম এলজিবিটি অধিকার সংগঠন ‘লেসবিয়ান অ্যান্ড গে ফেডারেশন' পরিস্থিতির সমালোচনা করে বলেছে, ‘‘একবিংশ শতাব্দীতে একটি ছোট রদবদল যে এ ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, সেটা লজ্জাকর৷''
বার্লিনের রেজিস্ট্রি কর্তৃপক্ষ সমকামী বিবাহের আইন পাস হবার সময়েই বিবাহ রেজিস্ট্রেশনে ব্যাপক বিলম্বের সম্ভাবনার কথা বলেছিলেন৷
সমকামী এক ইমামের কথা
দক্ষিণ আফ্রিকার এক মসজিদের ইমাম মুহসিন হেন্ড্রিকস গত ২০ বছর ধরে সমকামীদের অধিকার নিয়ে কাজ করছেন৷ তাঁদের জন্য একটি মসজিদও নির্মাণ করেছেন তিনি৷
ছবি: The Inner Circle
সমকামীদের জন্য মসজিদ
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের ভিনবার্গ এলাকার একটি মসজিদের ইমাম মুহসিন হেন্ড্রিকস৷ বছর পাঁচেক আগে তিনি মসজিদটি প্রতিষ্ঠা করেন৷ হেন্ড্রিকস একজন সমকামী৷ তাঁর মসজিদে ২৫ জন নিয়মিত নামাজ আদায়কারী আছেন৷ মাঝেমধ্যে সমকামীদের মধ্যে বিয়েও পড়ানো হয় ঐ মসজিদে৷
ছবি: Getty Images/AFP/R. Bosch
সমকামী মুসলিমদের সহায়তা
নিজে সমকামী হওয়ায় কেপটাউনের সমকামী মুসলিমদের অসহায়ত্বের কথা জানতেন হেন্ড্রিকস৷ তাই তাঁদের সহায়তায় এগিয়ে আসতে ১৯৯৬ সালে ‘দ্য ইনার সার্কেল’ নামে একটি সংস্থা গড়ে তোলেন তিনি৷ এই উদ্যোগেরই অংশ হিসেবে মসজিদটি নির্মাণ করা হয়৷
ছবি: The Inner Circle
বিয়ে করেছিলেন হেন্ড্রিকস
অল্প বয়সেই নিজের সমকামিতার বিষয়টি অনুভব করেছিলেন হেন্ড্রিকস৷ কিন্তু তাঁর দাদা ইমাম ছিলেন৷ তিনি তাঁকে বলেছিলেন, সমকামীরা দোযখে যাবে৷ এছাড়া সেই সময় সমকামিতা বিষয়ে মুসলিম সমাজে মনে করা হত যে, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে৷ সে কারণে এক নারীকে বিয়েও করেছিলেন হেন্ড্রিকস৷ কিন্তু বছরখানেকের মধ্যেই বুঝতে পারেন, বিরাট ভুল করেছেন৷ তবুও সেভাবে ছয় বছর কেটে যায়৷ দুই সন্তানের জন্মও হয়৷ পরে বিবাহবিচ্ছেদ হয়৷
ছবি: Getty Images/AFP/R.Bosch
সমকামিতা প্রসঙ্গে কোরান
ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে হেন্ড্রিকস বলেন, ‘‘কোরান সমকামিতার বিরুদ্ধে নয়৷ ইসলামি অনেক পন্ডিতও এখন সেটি বুঝতে শুরু করেছেন৷ এমনকি মহানবির (সা:) বাড়িতে এমন ব্যক্তিরা কাজ করতেন যাঁরা নারীদের প্রতি আকর্ষণ অনুভব করতেন না৷ মহানবি (সা:) এর বাড়িতে সমকামী চাকর থাকার মানে সমকামীদের প্রতি তাঁর সমর্থন ছিল৷’’
ছবি: Imago/B. Strenske
দক্ষিণ আফ্রিকা বিশ্বে প্রথম
বিশ্বের প্রথম দেশ হিসেবে সে দেশের ১৯৯৬ সালের সংবিধানে সমকামীদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে৷ এছাড়া আফ্রিকার একমাত্র দেশ হিসেবে সেখানে সমলিঙ্গ বিয়ের বৈধতা রয়েছে৷
ছবি: Johann Hattingh/AFP/Getty Images
আফ্রিকার ‘সমকামী রাজধানী’
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সমকামীবান্ধব অনেক রেস্তোরাঁ, বার, হোটেল ও ক্লাব আছে৷ সেজন্য এই শহরটি আফ্রিকার ‘সমকামী রাজধানী’ বলেও পরিচিত৷
ছবি: dapd
আছে তিন লক্ষ মুসলিম
কেপটাউনে প্রায় তিন লক্ষ মুসলিমের বাস৷ সেখানকার অধিকাংশ মসজিদের ইমাম সমকামিতার বিরুদ্ধে৷ তাঁদের মধ্যে অনেকে সমকামীদের গৃহবন্দি করে রাখার পক্ষে৷ হেন্ড্রিকসের মসজিদ থেকে ১০ কিমি দূরের একটি মসজিদের ইমাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘সমকামিতা গ্রহণযোগ্য নয়৷ এটি নিষিদ্ধ৷’’
ছবি: picture-alliance/dpa/S. Gupta
পরিবর্তন আনছেন হেন্ড্রিকস
সমকামীদের অধিকার নিয়ে কথা বলায় কয়েকবারই তাঁকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে৷ কিন্তু থেমে যাননি তিনি৷ বরং তাঁর দৃঢ়তার কারণে সমাজে কিছুটা হলেও পরিবর্তন আসছে৷ তাইতো তাঁর মসজিদের দুই কিলোমিটারের এর মধ্যে আরেকটি মসজিদ নির্মিত হয়েছে যেখানে সমকামীদেরও নামাজ পড়ার অধিকার রয়েছে৷