1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সমুদ্রপ্রান্তিক বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪ মে ২০১১

বায়ু বিদ্যুতের নুতন এক যুগে প্রবেশ করলো জার্মানি৷ গত সোমবার থেকে আনুষ্ঠানিক এবং বাণিজ্যিক ভিত্তিতে চালু হলো সমুদ্র প্রান্তিক বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ৷ এটাকে বলা হচ্ছে উইন্ড পার্ক৷

Alternativenergie
ছবি: picture-alliance/chromorange

বাল্টিক সাগরের নীলচে পানিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলোর মাথায় শো শো করে ঘুরছে টারবাইন৷ এগুলো থেকেই উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ- বায়ু বিদ্যুৎ৷ সমুদ্র সৈকত থেকে ১৬ কিলোমিটার দূরের এই স্থাপনা থেকেই আনুষ্ঠানিক বিদ্যুৎ উৎপাদন শুরু হলো গতকাল থেকে৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সুইচ টিপে উদ্বোধন করলেন বাল্টিক-ওয়ান নামের এই বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার৷ আর এর মাধ্যমেই জার্মানি প্রবেশ করলো নতুন এক যুগে৷ এই যুগের নাম নতুন জ্বালানি বা নিউ এনার্জি৷

নতুন এই প্রকল্প থেকে প্রতিদিন ৫০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ দেয়া হচ্ছে৷ দৈনিক ২১টি টারবাইন থেকে উৎপাদিত হচ্ছে ৪৮ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ৷ কাছাকাছি আরেকটি বায়ু বিদ্যুত কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ আশা করা হচ্ছে, ৮০টি টারবাইনের সমন্বয়ে গঠিত ঐ সমুদ্র প্রান্তিক উইন্ড পার্ক থেকেপ্রায় সাড়ে তিনলাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে৷

দৈনিক ২১টি টারবাইন থেকে উৎপাদিত হচ্ছে ৪৮ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎছবি: BMU / Thomas Härtrich

জাপানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের পর এর ক্ষতির বিষয়টি এখন সারা বিশ্বের অন্যতম আলোচ্য বিষয়৷ সচেতন মানুষ চাইছে, পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার করতে৷ জার্মানির মানুষও আছেন এই দলে৷ বলা হচ্ছে, সমুদ্রপ্রান্তিক বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু হওয়া এই উৎপাদন স্বচ্ছ নির্মল জ্বালানি ব্যবহারের পথে নিয়ে যাচ্ছে জার্মানিকে৷

বিশ্বের অনেক দেশের চেয়ে পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে জার্মানির অবস্থান বেশ পোক্ত৷ জার্মানির প্রায় ১৭ শতাংশ বিদ্যুৎশক্তি উৎপন্ন হয় পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি উৎস থেকে৷ ইউরোপের এই দেশটি পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে বিশেষ একটি পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই৷ এর নামকরণ করা হয়েছে ‘টার্গেট-২০৩০'৷ এই সময়ের মধ্যেই জার্মানি সমুদ্র প্রান্তিক বায়ু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন করতে চায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ৷ পরিকল্পনা অনুসারে উত্তর সাগরে ৩০টি এবং বাল্টিক সাগরে ১০টি প্রতিষ্ঠান কাজ করবে৷ এখান থেকে উৎপাদন হবে দৈনিক সাড়ে আট হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ৷ সব কাজ শেষ হতে আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে৷ তাহলে এরপরেই কী সব কাজ থেমে যাবে! না তা নয়৷ কারণ, সমুদ্রে আরও ৭৫টি উইন্ড পার্ক করার পরিকল্পনা রয়েছে সরকারের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ